৪ : ৭, ৫ : ৯, ৩ : ৮ অনুপাত গুলোর মিশ্র অনুপাত কত?
A
৬ : ৫৯
B
৪ : ৪৯
C
৮ : ৫১
D
৫ : ৪২
উত্তরের বিবরণ
প্রশ্ন: ৪ : ৭, ৫ : ৯, ৩ : ৮ অনুপাত গুলোর মিশ্র অনুপাত কত?
সমাধান:
দেওয়া আছে,
অনুপাতগুলো = ৪ : ৭, ৫ : ৯ এবং ৩ : ৮
অনুপাত তিনটির পূর্ব রাশিগুলোর গুণফল = (৪ × ৫ × ৩) = ৬০
অনুপাত তিনটির উত্তর রাশিগুলোর গুণফল = (৭ × ৯ × ৮) = ৫০৪
∴ নির্ণেয় মিশ্র অনুপাত = ৬০ : ৫০৪
= ৫ : ৪২
0
Updated: 1 month ago
The ratio of the present ages of two friends is 3 : 5. After 7 years, the ratio becomes 2 : 3. What will be the ratio of their ages after 10 years?
Created: 1 month ago
A
31 : 45
B
15 : 22
C
29 : 43
D
None of these
Question: The ratio of the present ages of two friends is 3 : 5. After 7 years, the ratio becomes 2 : 3. What will be the ratio of their ages after 10 years?
Solution:
Let
The present age of the friend1 = 3x
The present age of the friend2 = 5x
After 7 years, their ages will be,
⇒ (3x + 7)/(5x + 7) = 2/3
⇒ 10x + 14 = 9x + 21
⇒ 10x - 9x = 21 - 14
∴ x = 7
Present age of friend1 = 3x = 21 years
Present age of friend2 = 5x = 35 years
Now, after 10 years,
friend1 age = 21 + 10 = 31 years
friend2 age = 35 + 10 = 45 years
∴ The ratio of their ages after 10 years,
= 31 : 45
0
Updated: 1 month ago
পনির ও তপনের আয়ের অনুপাত ৪ : ৩। তপন ও রবিনের আয়ের অনুপাত ৫ : ৪। পনিরের আয় ১২০ টাকা হলে, রবিনের আয় কত?
Created: 1 month ago
A
৩৬ টাকা
B
১২ টাকা
C
৭২ টাকা
D
৮৪ টাকা
প্রশ্ন: পনির ও তপনের আয়ের অনুপাত ৪ : ৩ । তপন ও রবিনের আয়ের অনুপাত ৫ : ৪, পনিরের আয় ১২০ টাকা হলে, রবিনের আয় কত?
সমাধান:
পনির : তপন = ৪ : ৩ = ২০ : ১৫
তপন : রবিন = ৫ : ৪ = ১৫ : ১২
পনির : তপন : রবিন = ২০ : ১৫ : ১২
পনিরের আয় = ২০ক
তপনের আয় = ১৫ক
রবিনের আয় = ১২ ক
প্রশ্নমতে,
২০ক = ১২০
ক = ১২০/২০
ক = ৬
রবিনের আয় = ১২ × ৬ = ৭২ টাকা
0
Updated: 1 month ago
একটি আলমারি ও একটি টেলিভিশনের দামের অনুপাত ৫ : ৪ । যদি টেলিভিশনের থেকে আলমারির দাম ৮০০০ টাকা বেশি হয় তাহলে টেলিভিশনের দাম কত?
Created: 1 month ago
A
২৪০০০ টাকা
B
৩২০০০ টাকা
C
১২০০০ টাকা
D
৩৬০০০ টাকা
প্রশ্ন: একটি আলমারি ও একটি টেলিভিশনের দামের অনুপাত ৫ : ৪ । যদি টেলিভিশনের থেকে আলমারির দাম ৮০০০ টাকা বেশি হয় তাহলে টেলিভিশনের দাম কত?
সমাধান:
ধরি,
আলমারির দাম = ৫ক টাকা
টেলিভিশনের দাম = ৪ক টাকা
প্রশ্নমতে,
৫ক - ৪ক = ৮০০০
বা, ক = ৮০০০
∴ টেলিভিশনের দাম = (৪ × ৮০০০) টাকা = ৩২০০০ টাকা
0
Updated: 1 month ago