Choose the correct sentence.
A
Rahim ate almost the whole fish.
B
Rahim almost ate the whole fish.
C
Almost Rahim ate whole fish.
D
Rahim ate the whole fish almost.
উত্তরের বিবরণ
• Almost (adverb)- (প্রায়)
- এই বাক্যে almost একটি adverb যা বাক্যের verb, adjective এর পূর্বে বসে তার দোষ গুণ প্রকাশ করে
- Almost যার পূর্বে বসবে, তাকে Modify করবে।
- যার কারণে ate ও Rahim এর পূর্বে বসালে কোন Sense প্রকাশ করে না। আর বাক্যের শেষেও almost বসে না।
- সে হিসেবে গ এবং ঘ ভুল।
- Ate almost the whole fish অর্থ প্রায় সম্পূর্ণ মাছটি খেল, এটা যথার্থ অর্থবোধক।
- তাই এটিই সঠিক উত্তর।

0
Updated: 2 months ago
One of the four sentences, given below is grammatically wrong. Choose the wrong sentence:
Created: 1 month ago
A
The land is belonged to an old lady.
B
They parted from one another suddenly.
C
The leader expressed himself forcibly.
D
Mother bought me an ice cream.
ভুল বাক্য: The land is belonged to an old lady.
কারণ: এখানে is belonged ভুল, কারণ belong ক্রিয়াটির passive form হয় না।
সঠিক বাক্য: The land belonged to an old lady.
বাংলা অর্থ: জমিটি একজন বৃদ্ধা মহিলার ছিল।
বাকি বাক্যগুলো সঠিক:
খ) They parted from one another suddenly.
বাংলা অর্থ: হঠাৎ করেই তারা একে অপরের থেকে আলাদা হয়ে গেল।
গ) The leader expressed himself forcibly.
বাংলা অর্থ: নেতা জোর দিয়ে নিজের কথা প্রকাশ করলেন।
ঘ) Mother bought me an ice cream.
বাংলা অর্থ: মা আমাকে একটি আইসক্রিম কিনে দিলেন।

0
Updated: 1 month ago
William Shakespeare was buried in-
Created: 3 weeks ago
A
Holy Trinity Church in Stratford-upon-Avon
B
River Avon Church in Stratford-upon-Avon
C
The Guild of the Holy Cross
D
Lichfield Cathedral
English
Corruption wins not more than honesty-William Shakespeare
English Grammar
English Literature
The upright judge condemns crimes but he does not hate the criminals-William Shakespeare
William Shakespeare (1564-1616)
William Shakespeare – Birth, Death, and Burial
-
Baptism: Holy Trinity Church, 1564
-
Burial: Holy Trinity Church, 1616
-
Grave Location: In the chancel of the church, near the altar, a place of honour
-
Tombstone: Famous for its epitaph, which places a curse on anyone who moves his bones

0
Updated: 3 weeks ago
Choose the correct spelling:
Created: 3 weeks ago
A
Proceding
B
Proclamation
C
Proffession
D
Protactor
Correct Spelling: Proclamation
• Answer:
-
খ) Proclamation
• Proclamation (Noun)
-
English Meaning: A public or official announcement dealing with a matter of great importance.
-
Bangla Meaning: ঘোষণা-পত্র; ইশতাহার; প্রচার
• Other Options:
-
ক) Proceding → Proceeding — কর্মপন্থা; কাজের ধারা; আচরণ
-
গ) Proffession → Profession — পেশা; জীবিকা (বিশেষত যে জীবিকায় উচ্চমানের শিক্ষাদীক্ষা ও বিশেষ প্রশিক্ষণ প্রয়োজন; যেমন আইন, স্থাপত্য, চিকিৎসা)
-
ঘ) Protactor → Protector — রক্ষক; সংরক্ষক; রক্ষাকারী বস্তু বা ব্যক্তি
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Merriam-Webster Dictionary

0
Updated: 3 weeks ago