৫০ মিটার দীর্ঘ একটি ট্রেন ঘণ্টায় ৩৬ কি.মি বেগে চলে। রাস্তার পাশের একটি খুঁটিকে ট্রেনটি কত সেকেন্ডে অতিক্রম করবে?
A
৭ সেকেন্ড
B
৩ সেকেন্ড
C
৪ সেকেন্ড
D
৫ সেকেন্ড
উত্তরের বিবরণ
প্রশ্ন: ৫০ মিটার দীর্ঘ একটি ট্রেন ঘণ্টায় ৩৬ কি.মি বেগে চলে। রাস্তার পাশের একটি খুঁটিকে ট্রেনটি কত সেকেন্ডে অতিক্রম করবে?
সমাধান:
দেওয়া আছে,
ট্রেনের দৈর্ঘ্য = ৫০ মিটার
ট্রেনের গতি = ৩৬ কি.মি/ঘন্টা = ৩৬ × {১০০০/(৬০ × ৬০)} = ১০ মিটার/সেকেন্ড
রাস্তার পাশের খুঁটিকে অতিক্রম করতে ট্রেনটিকে নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে।
এখন,
ট্রেনটি ১০ মিটার অতিক্রম করে = ১ সেকেন্ডে
∴ ১ মিটার অতিক্রম করে = ১/১০ সেকেন্ডে
∴ ৫০ মিটার অতিক্রম করে = (৫০/১০) সেকেন্ডে = ৫ সেকেন্ডে
0
Updated: 1 month ago
"Stagflation" শব্দটির সাথে সামঞ্জস্যপূর্ণ কোনটি?
Created: 1 month ago
A
Controlled prices
B
Cultural Dullness
C
Economic Slowdown
D
A Disintegration Government
Stagflation শব্দটির সাথে সামঞ্জস্যপূর্ণ হলো Economic Slowdown বা অর্থনৈতিক মন্দা।
-
অর্থ: স্থিতিশীল চাহিদার মধ্যে স্থায়ী মুদ্রাস্ফীতি এবং তুলনামূলকভাবে উচ্চ বেকারত্বের অবস্থা
-
Stagflation মূলত অর্থনীতিতে একই সময়ে মুদ্রাস্ফীতি এবং মন্দা একসাথে উপস্থিত থাকার পরিস্থিতি বোঝায়
উৎস:
0
Updated: 1 month ago
নিচের চিত্রে কতটি ত্রিভুজ রয়েছে?
Created: 1 month ago
A
১২ টি
B
১৬ টি
C
২৪ টি
D
২৮ টি
প্রশ্ন: নিচের চিত্রে কতটি ত্রিভুজ রয়েছে?
সমাধান:
সাধারণ ত্রিভুজ- AFJ, FJK, FKB, BKG, JKG, JGC, HJC, HIJ, DIH, DEI, EIJ, AEJ অর্থাৎ ১২ টি।
একটি বাহু ছেদ করেছে এমন ত্রিভুজ- JFB, FBG, BJG, JFG, DEJ, EJH, DJH , DEH অর্থাৎ ৮ টি।
দুইটি বাহু ছেদ করেছে এমন ত্রিভুজ- AJB, JBC, DJC , ADJ অর্থাৎ ৪ টি।
দুই বা ততোধিক বাহু ছেদ করেছে এমন ত্রিভুজ- DAB, ABC, BCD, ADC অর্থাৎ ৪ টি।
∴ মোট ত্রিভুজ সংখ্যা = ১২ + ৮ + ৪ + ৪ = ২৮ টি
0
Updated: 1 month ago
PHOTOSYNTHETIC শব্দটি দ্বারা নিচের কোন শব্দটি গঠন করা যায় না?
Created: 1 month ago
A
SCENT
B
COTTON
C
THOSE
D
PRONE
PRONE শব্দটির R বর্ণটি 'PHOTOSYNTHETIC' শব্দটিতে নেই।
তাই PRONE শব্দটি PHOTOSYNTHETIC শব্দটির অক্ষর রাশি দ্বারা তৈরি করা যাবে না।
0
Updated: 1 month ago