ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব ২৫০ কিলোমিটার । চট্টগ্রাম হতে একটি ট্রেন সকাল ৮টায় ছেড়ে গিয়ে বিকাল ৩টায় ঢাকা পোঁছে । ট্রেনটির গড় গতিবেগ কত ছিল?
A
২৮.৮৩ কিমি/ঘণ্টা
B
৩৫.৭১ কিমি/ঘণ্টা
C
৪৫.৭১ কিমি/ঘণ্টা
D
৩৪.৬১ কিমি/ঘণ্টা
উত্তরের বিবরণ
প্রশ্ন: ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব ২৫০ কিলোমিটার । চট্টগ্রাম হতে একটি ট্রেন সকাল ৮টায় ছেড়ে গিয়ে বিকাল ৩টায় ঢাকা পোঁছে । ট্রেনটির গড় গতিবেগ কত ছিল?
সমাধান:
সকাল ৮টায় ছেড়ে গিয়ে বিকাল ৩টায় পোঁছে ।
মধ্যবর্তী সময়ের পার্থক্য = ৭ ঘণ্টা
∴ ট্রেনটির গড় গতিবেগ = মোট অতিক্রান্ত দূরত্ব/ মোট ব্যয়িত সময়
= ২৫০/৭
= ৩৫.৭১ কি. মি./ঘণ্টা
∴ ট্রেনটির গড় গতিবেগ প্রায় ৩৫.৭১ কিমি/ঘণ্টা।
0
Updated: 1 month ago
আপনার চাচার একমাত্র বড় ভাইয়ের মেয়ের ছোট ভাই আপনার সস্পর্কে কি হয় ?
Created: 4 days ago
A
ভাগ্নে
B
ভাতিজা
C
ভাই
D
মামা
এই বাক্যের সম্পর্কটি বিশ্লেষণ করলে পারিবারিক সম্পর্কের একটি স্পষ্ট যুক্তি পাওয়া যায়। এখানে ব্যক্তিবিশেষের পারস্পরিক সম্পর্ক ধাপে ধাপে বোঝানো হয়েছে। নিচে তা ব্যাখ্যা করা হলো।
-
বলা হয়েছে, “আপনার চাচার একমাত্র বড় হলেন ভাই আপনার বাবা” — অর্থাৎ, আপনার চাচা ও আপনার বাবা দুই ভাই, এবং আপনার বাবা বড় ভাই।
-
তাই, আপনার বাবা ও চাচা একই পিতার সন্তান, শুধু বয়সের দিক থেকে আপনার বাবা বড়।
-
এরপর বলা হয়েছে, “আপনার বাবার মেয়ের ছোটভাই আপনার ভাই হয়” — অর্থাৎ, আপনার বাবার মেয়েটি আপনার বোন, আর তার ছোট ভাই হচ্ছে আপনিই বা আপনার ভাই।
-
সহজভাবে বলতে গেলে, বাবার মেয়ের ছোট ভাই মানে একই পিতা-মাতার সন্তান, তাই সেই ছেলে আপনার ভাই।
-
এই সম্পর্কগুলো যুক্ত করে বলা যায়—চাচা ও বাবা দুই ভাই; বাবার মেয়ে আপনার বোন, আর তার ছোট ভাই আপনি বা আপনার ভাই—সবাই একই পরিবারের সদস্য।
অতএব, পুরো বক্তব্যটি বোঝায় যে বাবার মেয়ের ছোটভাই বাস্তবে নিজের ভাই, যা পারিবারিক সম্পর্কের সরল যুক্তির উদাহরণ।
0
Updated: 4 days ago
নিচের কোন বানানটি শুদ্ধ?
Created: 1 month ago
A
একান্নবত্তী
B
একান্নবর্তি
C
একান্নবর্তী
D
একান্নবর্ত্তী
নিচের বানানটির মধ্যে শুদ্ধটি হলো একান্নবর্তী। এটি বোঝায় এমন পরিবার বা গোষ্ঠী যা একসাথে আহার-সভার ব্যবস্থা এবং বসবাসের মাধ্যমে যৌথভাবে জীবন যাপন করে, অর্থাৎ যৌথ পরিবার।
-
শব্দের অর্থ: একসাথে আহার ও বসবাস করে এমন পরিবার বা যৌথ পরিবার
0
Updated: 1 month ago
EXERCISE : STRONG : :
Created: 1 month ago
A
PERFORM : SHY
B
WATCH : ALERT
C
DECIDE : ASTUTE
D
READ : LEARN
প্রশ্ন: EXERCISE : STRONG : :
সমাধান:
Exercise (অনুশীলন বা শরীর চর্চা) করলে strong (শক্তিশালী) হওয়া যায় এবং read (পড়াশোনা) করলে Learn (শেখা) যায়।
সুতরাং, EXERCISE : STRONG : : READ : LEARN
অন্য অপশন গুলো-
Perform = কাজ সম্পাদন করা বা অভিনয় করা
Shy = লাজুক
Watch = নজর রাখা, লক্ষ্য করা
Alert = সতর্ক, সজাগ
Decide = সিদ্ধান্ত নেওয়া
Astute = বিচক্ষণ, চতুর
0
Updated: 1 month ago