একজন মাঝি স্রোতের প্রতিকূলে নৌকা চালিয়ে ৬ ঘণ্টায় ৩০ কি.মি যান। যদি নদীতে স্রোতের বেগ ২ কিমি/ঘণ্টা হয়, তাহলে স্থির পানিতে নৌকার বেগ কত?
A
৭ কি.মি/ঘণ্টা
B
৫ কি.মি/ঘণ্টা
C
১২ কি.মি/ঘণ্টা
D
৬ কি.মি/ঘণ্টা
উত্তরের বিবরণ
প্রশ্ন: একজন মাঝি স্রোতের প্রতিকূলে নৌকা চালিয়ে ৬ ঘণ্টায় ৩০ কি.মি যান। যদি নদীতে স্রোতের বেগ ২ কিমি/ঘণ্টা হয়, তাহলে স্থির পানিতে নৌকার বেগ কত?
সমাধান:
দেওয়া আছে,
দূরত্ব = ৩০ কি.মি
সময় = ৬ ঘণ্টা
∴ স্রোতের প্রতিকূলে নৌকার বেগ = দূরত্ব/সময় = ৩০/৬ = ৫ কি.মি/ঘণ্টা
আমরা জানি,
স্রোতের প্রতিকূলে নৌকার বেগ = স্থির পানিতে নৌকার বেগ - স্রোতের বেগ
বা, স্থির পানিতে নৌকার বেগ = স্রোতের প্রতিকূলে নৌকার বেগ + স্রোতের বেগ
= (৫ কি.মি/ঘন্টা + ২ কি.মি/ঘন্টা)
= ৭ কি.মি/ঘন্টা

0
Updated: 17 hours ago
১৫ জন লোক একটি কাজ শেষ করে ৩ ঘণ্টায়। ৫ জন লোক ঐ কাজ কত সময়ে শেষ করবে?
Created: 17 hours ago
A
৯ ঘণ্টায়
B
৬ ঘণ্টায়
C
৭.৫ ঘণ্টায়
D
৫ ঘণ্টায়
প্রশ্ন: ১৫ জন লোক একটি কাজ শেষ করে ৩ ঘণ্টায়। ৫ জন লোক ঐ কাজ কত সময়ে শেষ করবে?
সমাধান:
১৫ জন লোক কাজটি শেষ করে = ৩ ঘণ্টায়
∴ ১ জন লোক কাজটি শেষ করে = ৩ × ১৫ ঘণ্টায়
∴ ৫ জন লোক কাজটি শেষ করে = (৩ × ১৫)/৫ ঘণ্টায়
= ৯ ঘণ্টায় ।

0
Updated: 17 hours ago
নিচের কোনটি অন্যগুলোর সাথে অসামঞ্জস্যপূর্ণ?
Created: 21 hours ago
A
নীলদর্পন
B
বহিপির
C
বিলেতে সাড়ে সাতশ দিন
D
রক্তাক্ত প্রান্তর
প্রশ্ন: নিচের কোনটি অন্যগুলোর সাথে অসামঞ্জস্যপূর্ণ?
সমাধান:
-
'নীলদর্পণ' (১৮৬০): দীনবন্ধু মিত্র রচিত একটি বিখ্যাত নাটক
-
'বহিপীর' (১৯২২): সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত একটি বিখ্যাত নাটক
-
'রক্তাক্ত প্রান্তর' (১৯৬২): মুনীর চৌধুরী রচিত একটি বিখ্যাত নাটক
তুলনায়, 'বিলেতে সাড়ে সাতশ দিন' একটি বাংলা ভ্রমণকাহিনী, যা লিখেছেন মুহম্মদ আবদুল হাই।
সুতরাং, অসামঞ্জস্যপূর্ণ শব্দটি হলো: বিলেতে সাড়ে সাতশ দিন

0
Updated: 21 hours ago
যদি একটি ঘড়ি প্রতিদিন ১৫ মিনিট করে সময় বেশি দেখায়, তাহলে কতদিন পর ঘড়িটি পুনরায় সঠিক সময় দিবে?
Created: 17 hours ago
A
৩৬ দিন
B
৪৮ দিন
C
৪০ দিন
D
৪২ দিন
প্রশ্ন: যদি একটি ঘড়ি প্রতিদিন ১৫ মিনিট করে সময় বেশি দেখায়, তাহলে কতদিন পর ঘড়িটি পুনরায় সঠিক সময় দিবে?
সমাধান:
যদি কোন ঘড়ি সময় বেশি দেখাতে থাকে তাহলে তাকে সঠিক সময় দিতে হলে ১২ ঘণ্টা বা ৭২০ মিনিট সময় বেশি দেখাতে হবে।
এখন,
ঘড়িটি ১৫ মিনিট বেশি দেখায় = ১ দিনে
∴ ঘড়িটি ৭২০ মিনিট বেশি দেখাবে = (১ × ৭২০)/১৫ দিনে
= ৪৮ দিনে
∴ ৪৮ দিন পর ঘড়িটি পুনরায় সঠিক সময় দিবে।

0
Updated: 17 hours ago