একটি স্কুলের বার্ষিক পরীক্ষায় ৮৫ জন ছাত্রের মধ্যে ৬৮ জন ছাত্র ফেল করলে পাশের হার কত?
A
২৫%
B
১৭%
C
২০%
D
১৫%
উত্তরের বিবরণ
প্রশ্ন: একটি স্কুলের বার্ষিক পরীক্ষায় ৮৫ জন ছাত্রের মধ্যে ৬৮ জন ছাত্র ফেল করলে পাশের হার কত?
সমাধান:
দেওয়া আছে,
মোট ছাত্র = ৮৫ জন
ফেল করে = ৬৮ জন
∴ পাশ করে = ৮৫ - ৬৮ = ১৭ জন
এখন,
৮৫ জন ছাত্রের মধ্যে পাশ করে = ১৭ জন
∴ ১ জন ছাত্রের মধ্যে পাশ করে = (১৭/৮৫) জন
∴ ১০০ জন ছাত্রের মধ্যে পাশ করে = (১৭ × ১০০)/৮৫ জন = ২০ জন
∴ পাশের হার = ২০%

0
Updated: 17 hours ago
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
Created: 21 hours ago
A
৬
B
৯
C
১১
D
১০
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
সমাধান:
উপরের তিনটি যোগফল ÷ ১০
১ম চিত্রে,
(১২ + ২৮ + ৩০) ÷ ১০
⇒ ৭০ ÷ ১০ = ৭
২য় চিত্রে,
(১৮ + ৪২ + ২০) ÷ ১০
⇒ ৮০ ÷ ১০ = ৮
৩য় চিত্রে,
(৪০ + ৪৫ + ১৫) ÷ ১০
⇒ ১০০ ÷ ১০ = ১০
সুতরাং, প্রশ্নবোধক স্থানে ১০ সংখ্যাটি বসবে।

0
Updated: 21 hours ago
গ্রিনিচ মান সময় (GMT) দুপুর ২ : ০০ টা। ৪৫° পূর্ব দ্রাঘিমাংশে স্থানীয় সময় কত?
Created: 2 weeks ago
A
সন্ধ্যা ৬ টা
B
সকাল ৫ টা
C
বিকাল ৫ টা
D
সকাল ১১ টা
প্রশ্ন:
-
গ্রিনিচ মান সময় (GMT) দুপুর ২:০০। ৪৫° পূর্ব দ্রাঘিমাংশে স্থানীয় সময় কত?
সমাধান:
-
সময়ের পার্থক্য: প্রতি ১° দ্রাঘিমাংশে ৪ মিনিটের পার্থক্য।
-
৪৫° পূর্ব দ্রাঘিমাংশে পার্থক্য:
-
পূর্বদিকে সময় বৃদ্ধি পায়, তাই:
উত্তর:

0
Updated: 2 weeks ago
আগামী পরশুর পরের দিন যদি শুক্রবার হয়, তাহলে গত পরশুর আগের দিন কী বার ছিল?
Created: 2 days ago
A
রবিবার
B
শনিবার
C
সোমবার
D
শুক্রবার
আগামী পরশুর পরের দিন যদি শুক্রবার হয়, তাহলে:
আগামী পরশুর পরের দিন = শুক্রবার;
আগামী পরশু = বৃহস্পতিবার;
আগামীকাল = বুধবার;
আজ = মঙ্গলবার;
গতকাল = সোমবার;
গত পরশু = রবিবার;
গত পরশুর আগের দিন = শনিবার

0
Updated: 2 days ago