একটি স্কুলের বার্ষিক পরীক্ষায় ৮৫ জন ছাত্রের মধ্যে ৬৮ জন ছাত্র ফেল করলে পাশের হার কত?
A
২৫%
B
১৭%
C
২০%
D
১৫%
উত্তরের বিবরণ
প্রশ্ন: একটি স্কুলের বার্ষিক পরীক্ষায় ৮৫ জন ছাত্রের মধ্যে ৬৮ জন ছাত্র ফেল করলে পাশের হার কত?
সমাধান:
দেওয়া আছে,
মোট ছাত্র = ৮৫ জন
ফেল করে = ৬৮ জন
∴ পাশ করে = ৮৫ - ৬৮ = ১৭ জন
এখন,
৮৫ জন ছাত্রের মধ্যে পাশ করে = ১৭ জন
∴ ১ জন ছাত্রের মধ্যে পাশ করে = (১৭/৮৫) জন
∴ ১০০ জন ছাত্রের মধ্যে পাশ করে = (১৭ × ১০০)/৮৫ জন = ২০ জন
∴ পাশের হার = ২০%
0
Updated: 1 month ago
ইংরেজি বর্ণমালায় ৪র্থ ব্যঞ্জনবর্ণের পর ৩য় স্বরবর্ণের বামের অক্ষরটি কী হবে?
Created: 1 month ago
A
P
B
Q
C
R
D
T
প্রশ্নে ইংরেজি বর্ণমালার ব্যঞ্জনবর্ণ ও স্বরবর্ণ ব্যবহার করে নির্দিষ্ট একটি অক্ষর নির্ণয় করতে বলা হয়েছে।
-
ইংরেজি বর্ণমালার প্রথম চারটি ব্যঞ্জনবর্ণ হলো B, C, D, F
-
৪র্থ ব্যঞ্জনবর্ণ F এর পরবর্তী তিনটি স্বরবর্ণ হলো I, O, U
-
এখানে ৩য় স্বরবর্ণ U
-
U-এর বামে যে অক্ষর রয়েছে তা হলো T
অতএব, সঠিক উত্তর হবে T।
0
Updated: 1 month ago
প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
Created: 1 month ago
A
15
B
22
C
27
D
12
প্রশ্ন: প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
সমাধান:
১ম চিত্রে, (32 + 18)/10 = 5
২য় চিত্রে = (28 + 17)/3 = 15
৩য় চিত্রে, (30 + 26)/14 = 4
∴ প্রশ্নবোধক চিহ্নিত স্থানে 15 বসবে।
0
Updated: 1 month ago
সিরিজের প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি যথার্থ হবে?
৪, ১৮, ?, ১০০, ১৮০, ২৯৪
Created: 1 month ago
A
৫৬
B
৪২
C
৪৮
D
৫২
প্রশ্ন: সিরিজের প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি যথার্থ হবে?
৪, ১৮, ?, ১০০, ১৮০, ২৯৪
সমাধান:
২৩ - ২২ = ৮ - ৪ = ৪
৩৩ - ৩২ = ২৭ - ৯ = ১৮
৪৩ - ৪২ = ৬৪ - ১৬ = ৪৮
৫৩ - ৫২ = ১২৫ - ২৫ = ১০০
৬৩ - ৬২ = ২১৬ - ৩৬ = ১৮০
৭৩ - ৭২ = ৩৪৩ - ৪৯ = ২৯৪
0
Updated: 1 month ago