চালের দাম ২৫% বেড়ে যাওয়ায় এক ব্যক্তি চালের ব্যবহার এমনভাবে কমালেন যেন তার সাংসারিক ব্যয় অপরিবর্তিত থাকে। তিনি চালের ব্যবহার শতকরা কত ভাগ কমিয়েছেন?
A
২০%
B
১০%
C
২৫%
D
১৫%
উত্তরের বিবরণ
প্রশ্ন: চালের দাম ২৫% বেড়ে যাওয়ায় এক ব্যক্তি চালের ব্যবহার এমনভাবে কমালেন যেন তার সাংসারিক ব্যয় অপরিবর্তিত থাকে। তিনি চালের ব্যবহার শতকরা কত ভাগ কমিয়েছেন?
সমাধান:
২৫% বৃদ্ধিতে চালের বর্তমান মূল্য = (১০০ + ২৫) টাকা
= ১২৫ টাকা
বর্তমান মূল্য ১২৫ টাকা হলে পূর্ব মূল্য = ১০০ টাকা
∴ বর্তমান মূল্য ১ টাকা হলে পূর্ব মূল্য = ১০০/১২৫ টাকা
∴ বর্তমান মূল্য ১০০ টাকা হলে পূর্ব মূল্য = (১০০ × ১০০)/১২৫ টাকা
= ৮০ টাকা
∴ চালের ব্যবহার কমিয়েছেন = (১০০ - ৮০)%
= ২০% ।
0
Updated: 1 month ago
যদি ট × G = ৭৭ হয় তবে জ × E = নিচের কোনটি?
Created: 1 month ago
A
৪২
B
৩৬
C
৬৬
D
৪০
প্রশ্ন: যদি ট × G = ৭৭ হয় তবে জ × E = নিচের কোনটি?
সমাধান:
বাংলা ব্যাঞ্জন বর্ণ ট এর অবস্থানগত মান = ১১
ইংরেজি বর্ণমালা G এর অবস্থানগত মান = ৭
ট × G = ১১ × ৭ = ৭৭
একইভাবে,
জ × E = ৮ × ৫ = ৪০
0
Updated: 1 month ago
'ADVICE' শব্দটির আয়নায় প্রতিবিম্ব কেমন হবে?
Created: 1 month ago
A
1
B
2
C
3
D
4
প্রশ্ন: 'ADVICE' শব্দটির আয়নায় প্রতিবিম্ব কেমন হবে?
সমাধান:
'ADVICE' শব্দটির আয়নায় প্রতিবিম্ব
0
Updated: 1 month ago
একটি ছেলেকে দেখিয়ে রিমি বলল, "সে আমার মামার বাবার একমাত্র মেয়ের ছেলে।" ছেলেটি রিমির কী হয়?
Created: 1 month ago
A
ভাই
B
বাবা
C
মামা
D
নানা
প্রশ্ন: একটি ছেলেকে দেখিয়ে রিমি বলল, "সে আমার মামার বাবার একমাত্র মেয়ের ছেলে।" ছেলেটি রিমির কী হয়?
সমাধান:
রিমির মামার বাবা হলো রিমির নানা
রিমির নানার একমাত্র মেয়ে রিমির মা
রিমির মায়ের ছেলে হলো রিমির ভাই
- ছেলেটি রিমির ভাই হয়।
0
Updated: 1 month ago