একটি নৌকা স্রোতের অনুকূলে যেতে যে সময় নেয়, স্রোতের প্রতিকূলে যেতে সেই সময়ের দ্বিগুণ সময় লাগে। সম্পূর্ণ যাতায়াতে মোট ১২ ঘণ্টা সময় লাগলে, স্রোতের অনুকূলে যেতে নৌকাটির কত ঘণ্টা সময় লাগে?
A
৫ ঘণ্টা
B
৭ ঘণ্টা
C
৪ ঘণ্টা
D
৬ ঘণ্টা
উত্তরের বিবরণ
প্রশ্ন: একটি নৌকা স্রোতের অনুকূলে যেতে যে সময় নেয়, স্রোতের প্রতিকূলে যেতে সেই সময়ের দ্বিগুণ সময় লাগে। সম্পূর্ণ যাতায়াতে মোট ১২ ঘণ্টা সময় লাগলে, স্রোতের অনুকূলে যেতে নৌকাটির কত ঘণ্টা সময় লাগে?
সমাধান:
মনে করি,
স্রোতের অনুকূলে যেতে সময় লাগে = x ঘণ্টা
∴ স্রোতের প্রতিকূলে যেতে সময় লাগে = ২x ঘণ্টা
প্রশ্নমতে,
x + ২x = ১২
বা, ৩x = ১২
বা, x = ১২/৩
∴ x = ৪
∴ স্রোতের অনুকূলে যেতে সময় লাগবে = ৪ ঘণ্টা।
0
Updated: 1 month ago
A চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে C চাকাটি কোন দিকে ঘুরবে?
Created: 1 month ago
A
ঘড়ির কাঁটার দিকে
B
ঘড়ির কাঁটার বিপরীতে
C
স্থির থাকবে
D
কোনটিই নয়
প্রশ্ন: A চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে C চাকাটি কোন দিকে ঘুরবে?
সমাধান:
A চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে C চাকাটি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরবে।
0
Updated: 1 month ago
একটি স্কুলের বার্ষিক পরীক্ষায় ৮৫ জন ছাত্রের মধ্যে ৬৮ জন ছাত্র ফেল করলে পাশের হার কত?
Created: 1 month ago
A
২৫%
B
১৭%
C
২০%
D
১৫%
প্রশ্ন: একটি স্কুলের বার্ষিক পরীক্ষায় ৮৫ জন ছাত্রের মধ্যে ৬৮ জন ছাত্র ফেল করলে পাশের হার কত?
সমাধান:
দেওয়া আছে,
মোট ছাত্র = ৮৫ জন
ফেল করে = ৬৮ জন
∴ পাশ করে = ৮৫ - ৬৮ = ১৭ জন
এখন,
৮৫ জন ছাত্রের মধ্যে পাশ করে = ১৭ জন
∴ ১ জন ছাত্রের মধ্যে পাশ করে = (১৭/৮৫) জন
∴ ১০০ জন ছাত্রের মধ্যে পাশ করে = (১৭ × ১০০)/৮৫ জন = ২০ জন
∴ পাশের হার = ২০%
0
Updated: 1 month ago
প্রশ্নবোধকস্থানে কোন সংখ্যাটি বসবে?
Created: 1 month ago
A
60
B
52
C
56
D
65
প্রশ্ন: প্রশ্নবোধকস্থানে কোন সংখ্যাটি বসবে? 
সমাধান:
6 + 6 = 12
12 + 8 = 20
20 + 10 = 30
30 + 12 = 42
42 + 14 = 56
56 + 16 = 72
72 + 18 = 90
অথবা,
22 + 2 = 6
32 + 3 = 12
42 + 4 = 20
52 + 5 = 30
62 + 6 = 42
72 + 7 = 56
82 + 8 = 72
92 + 9 = 90
0
Updated: 1 month ago