I spent ____ with the patient
A
sometimes
B
sometime.
C
some time
D
some times.
উত্তরের বিবরণ
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে -
ক) Sometimes - মাঝে মাঝে ;
খ) sometime - কোন এক সময় ;
গ) some time - কিছু সময়, খানিকটা সময়।
ঘ) some times বলে কোনো শব্দ নেই।
• সুতরাং, বোঝা যাচ্ছে context অনুসারে শূন্যস্থানে some time বসালে বাক্যের অর্থ পূর্ণতা পাবে।
- Complete Sentence: I spent some time with the patient.
- বাক্যের অর্থ- আমি রোগীটির সাথে খানিকটা সময় ব্যয় করেছিলাম৷

0
Updated: 2 months ago
Reason is the highest faculty ______ on human by their creator.
Created: 1 month ago
A
entrusted
B
endowed
C
bestowed
D
conferred
শূন্যস্থানে সঠিক শব্দ হবে – bestowed
-
সম্পূর্ণ বাক্য: Reason is the highest faculty bestowed on human by their creator.
-
বাংলা অর্থ: যুক্তি বা বিচারশক্তি হলো মানুষের প্রতি সৃষ্টিকর্তার দেওয়া সবচেয়ে বড় উপহার বা ক্ষমতা।
🔹 Bestow on/upon
-
ইংরেজি অর্থ: কাউকে সম্মান বা উপহার হিসেবে কিছু দেওয়া।
-
বাংলা অর্থ: প্রদান করা; উপহার বা সম্মান হিসেবে কিছু দেওয়া।
অন্য বিকল্প শব্দগুলোর সহজ ব্যাখ্যা
ক) entrusted
-
কাউকে কোনো দায়িত্ব বা কাজ বিশ্বাস করে দেওয়া।
-
উদাহরণ: He entrusted the keys to his friend. (সে বন্ধুকে চাবিটা দিয়ে বিশ্বাস করল।)
খ) endowed
-
কোনো প্রতিষ্ঠানকে আয় বা সাহায্যের জন্য দান করা।
-
আর একটি অর্থ: কেউ জন্মসূত্রে কোনো গুণ বা ক্ষমতা নিয়ে জন্মেছে।
-
উদাহরণ: She is endowed with great intelligence. (সে জন্মগতভাবে খুব বুদ্ধিমতী।)
ঘ) conferred
-
সম্মানসূচক খেতাব, ডিগ্রি বা উপাধি প্রদান করা।
-
উদাহরণ: The university conferred a degree on him. (বিশ্ববিদ্যালয় তাকে একটি ডিগ্রি প্রদান করেছে।)
উৎস: কেমব্রিজ ডিকশনারি, বাংলা একাডেমির অ্যাক্সেসিবল ডিকশনারি

0
Updated: 1 month ago
As the sun _____, I decided to go out.
Created: 2 months ago
A
shines
B
has shone
C
shine
D
was shining
যখন অতীতে একটি ঘটনা ঘটার সময় অন্য একটি কাজ চলমান ছিল, তখন চলমান কাজটি past continuous tense-এ প্রকাশ করা হয়। যদি প্রধান কাজটি past indefinite tense-এ হয় এবং তা as দ্বারা যুক্ত হয় কারণ বোঝাতে, তবে প্রথম অংশটি চলমান অবস্থার কারণে past continuous হয়।
এই ব্যাকরণিক কাঠামো অনুযায়ী, এখানে "was shining" ব্যবহৃত হওয়াই যথাযথ।
উদাহরণ বাক্য: As the sun was shining, I decided to go out.

0
Updated: 2 months ago
Fill in the gap with the correct form of the verb: The police _____ informed yesterday.
Created: 4 days ago
A
is
B
are
C
was
D
were
অতীত নির্দেশক শব্দ বা phrase যেমন yesterday, ago, long since, last night, last week, last month, last year, the day before yesterday ইত্যাদি Past Indefinite Tense নির্দেশ করে।
নিয়ম অনুযায়ী এই ধরনের শব্দের পরে verb এর past form ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপ: I came home last night।
যথাযথ ব্যাখ্যা:
-
The police হলো আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সরকারি বাহিনী; পুলিশ।
-
The police একটি collective noun, যা সাধারণত singular রূপে আসে, তবে plural verb এর সঙ্গে ব্যবহৃত হয়।
-
বাক্যে yesterday থাকার কারণে বোঝা যাচ্ছে এটি past indefinite tense এ আছে।
-
তাই প্রথম শূন্যস্থানটিতে were বসানো উচিত।
পূর্ণ বাক্য: The police were informed yesterday.

0
Updated: 4 days ago