Identify the correct passive form- Open the window.
A
The window shoud be opened.
B
Let the window be opened.
C
Let the window be opened by you.
D
The window must be opened.
উত্তরের বিবরণ
• Imperative Sentence এর ক্ষেত্রে,
শুধুমাত্র মূল verb দিয়ে শুরু Active voice কে Passive voice এ রূপান্তর করার নিয়ম:
i) প্রথমে Let বসে +
ii) Object টি Subject রূপে বসে +
iii) be বসে +
iv) Verb এর past participle বসে।
- সেক্ষেত্রে শেষে by + subject ব্যবহার না করলেও হয়।
Active: Open the window.
Passive: Let the window be opened.
0
Updated: 3 months ago
Identify the incorrect sentence:
Created: 1 month ago
A
She worked here five years ago.
B
She has been working here for five years.
C
She had worked here for five years.
D
She has been working here since five years.
সঠিক উত্তর হলো: "She has been working here since five years." বাক্যটি ভুল।
-
কারণ "since" ব্যবহার করা হয় কোনো সময়ের নির্দিষ্ট শুরু বোঝাতে (যেমন: since 2010)।
-
সময়ের পরিমাণ বোঝাতে যেমন five years, সেখানে "for" ব্যবহার করতে হবে।
সঠিক বাক্য: She has been working here for five years.
-
অর্থ: সে এখানে গত পাঁচ বছর ধরে কাজ করছে।
অন্যান্য বিকল্প:
-
She worked here five years ago.
-
ব্যাকরণগতভাবে সঠিক, কিন্তু অর্থ বদলে যায়।
-
-
She had worked here for five years.
-
past perfect tense, অর্থ সঠিক কিন্তু কালের পরিবর্তন ঘটেছে।
-
0
Updated: 1 month ago
Which one is correct?
Created: 6 days ago
A
It is a quarter past ten.
B
It is quarter minutes past ten.
C
It is fifteen past ten.
D
ঘ It is ten fifteen
ইংরেজি ভাষায় সময় প্রকাশের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু শব্দ ব্যবহার করা হয় যা সময় বোঝাতে বাক্যকে সংক্ষিপ্ত ও স্পষ্ট করে তোলে। ১৫ মিনিট বোঝাতে ব্যবহৃত হয় Quarter শব্দটি, যা এক ঘণ্টার চতুর্থাংশ নির্দেশ করে। তাই যখন সময় হয় ১০টা বেজে ১৫ মিনিট, তখন ইংরেজিতে বলা হয় Quarter past ten।
– Quarter মানে এক ঘণ্টার ১/৪ অংশ, অর্থাৎ ১৫ মিনিট। যেমন, ৩০ মিনিট বোঝাতে বলা হয় half, আর ১৫ মিনিট বোঝাতে quarter।
– Past শব্দটি ব্যবহৃত হয় নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার ক্ষেত্রে। যেমন, Quarter past ten মানে ১০টার পর ১৫ মিনিট।
– বিপরীতে, কোনো সময় পূর্ণ হতে যত মিনিট বাকি থাকে তা বোঝাতে to ব্যবহৃত হয়। যেমন, Quarter to ten মানে ১০টার ১৫ মিনিট বাকি।
– উদাহরণস্বরূপ, It’s quarter past seven মানে এখন সময় ৭টা ১৫ মিনিট, আর It’s quarter to eight মানে সময় ৭টা ৪৫ মিনিট।
– সময় প্রকাশে এই রূপগুলো দৈনন্দিন কথাবার্তায় খুব প্রচলিত এবং ইংরেজি ভাষাভাষীদের মধ্যে সহজবোধ্য।
– Past এবং to ব্যবহারের মাধ্যমে সময়কে দুইভাবে বোঝানো যায়—একবার ঘড়ির সময় পেরোনোর পরের অংশ বোঝাতে, আবার অন্যবার পরবর্তী ঘণ্টা পূর্ণ হওয়ার আগে কতটুকু সময় বাকি আছে তা বোঝাতে।
– এই নিয়মগুলো শেখার মাধ্যমে ইংরেজিতে সময় বলা সহজ ও স্বাভাবিক হয়ে ওঠে।
– ১৫ মিনিটকে quarter বলা হয় কারণ এক ঘণ্টা ৬০ মিনিটের চারটি সমান ভাগে ভাগ করলে প্রতিটি ভাগ দাঁড়ায় ১৫ মিনিট।
– তাই সময়ের এই অংশটি বোঝাতে ইংরেজিতে ‘quarter’ শব্দের ব্যবহার যথাযথ ও ঐতিহ্যবাহী।
– দৈনন্দিন কথোপকথনে Quarter past বা Quarter to ব্যবহারের মাধ্যমে সময়ের নির্ভুলতা ও ভাষার প্রাঞ্জলতা বজায় রাখা যায়।
অতএব, যখন সময় হয় ১০টা বেজে ১৫ মিনিট, ইংরেজিতে সেটি সঠিকভাবে বলা হয় Quarter past ten, যা সময় প্রকাশের একটি স্বাভাবিক ও মানসম্পন্ন রূপ।
0
Updated: 6 days ago
Choose the correct sentence:
Created: 3 weeks ago
A
Neither the teacher nor the students is responsible.
B
Neither the teacher nor the students are responsible.
C
Neither the teacher nor the students was responsible.
D
Neither the teacher nor the students was being responsible.
Correct answer হলো খ) Neither the teacher nor the students are responsible, কারণ “Neither…nor” конструкশনে verb সবসময় নিকটবর্তী subject এর সঙ্গে agree করে। এখানে নিকটবর্তী subject হলো students (plural), তাই verb হবে are।
-
Other options:
-
ক) Neither the teacher nor the students is responsible → ভুল, কারণ nearest subject plural, তাই verb singular নয়।
-
গ) Neither the teacher nor the students was responsible → ভুল, nearest subject plural হওয়ায় verb should be are।
-
ঘ) Neither the teacher nor the students was being responsible → ভুল, plural subject তাই verb হবে were।
-
ঙ) Neither the teacher nor the students being responsible → সঠিক বাক্য গঠিত হয়নি।
-
0
Updated: 3 weeks ago