১৫ জন লোক একটি কাজ শেষ করে ৩ ঘণ্টায়। ৫ জন লোক ঐ কাজ কত সময়ে শেষ করবে?
A
৯ ঘণ্টায়
B
৬ ঘণ্টায়
C
৭.৫ ঘণ্টায়
D
৫ ঘণ্টায়
উত্তরের বিবরণ
প্রশ্ন: ১৫ জন লোক একটি কাজ শেষ করে ৩ ঘণ্টায়। ৫ জন লোক ঐ কাজ কত সময়ে শেষ করবে?
সমাধান:
১৫ জন লোক কাজটি শেষ করে = ৩ ঘণ্টায়
∴ ১ জন লোক কাজটি শেষ করে = ৩ × ১৫ ঘণ্টায়
∴ ৫ জন লোক কাজটি শেষ করে = (৩ × ১৫)/৫ ঘণ্টায়
= ৯ ঘণ্টায় ।

0
Updated: 17 hours ago
কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম?
Created: 1 week ago
A
১০/১২
B
১৭/২১
C
৪/৫
D
১১/১৪
প্রশ্ন: কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম?
সমাধান:
১১/১৪ ভগ্নাংশটি ক্ষুদ্রতম।
৫/৬ = ০.৮৩৩৩৩
১৭/২১ = ০.৮০৯৫
১২/১৫ = ০.৮
১১/১৪ = ০.৭৮৫৭, যা ক্ষুদ্রতম

0
Updated: 1 week ago
'ADVICE' শব্দটির আয়নায় প্রতিবিম্ব কেমন হবে?
Created: 20 hours ago
A
1
B
2
C
3
D
4
প্রশ্ন: 'ADVICE' শব্দটির আয়নায় প্রতিবিম্ব কেমন হবে?
সমাধান:
'ADVICE' শব্দটির আয়নায় প্রতিবিম্ব

0
Updated: 20 hours ago
নিচের চিত্রে কতটি ত্রিভুজ রয়েছে?
Created: 2 weeks ago
A
8 টি
B
10 টি
C
12 টি
D
14 টি
মানসিক দক্ষতা
ত্রিভুজ (Triangle)
দৈনন্দিন জীবনে পদার্থবিজ্ঞান
বিবিধ মানসিক দক্ষতা (Miscellaneous)
মানসিক দক্ষতা (Mental skills)
প্রশ্ন: নিচের চিত্রে কতটি ত্রিভুজ রয়েছে?

সমাধান:

উপরের চিত্রে একক ত্রিভুজ অর্থাৎ ত্রিভুজের ভিতরে কোনো বাহু ছেদ করে নি এমন ত্রিভুজ ABC, ADC, ADE, JFG, IJG, IGH অর্থাৎ 6 টি ।
এক বাহু ছেদ করে এমন ত্রিভুজ ACE, AIJ, FIG, GCD অর্থাৎ 4 টি।
দুই বা দুইয়ের অধিক বাহু ছেদ করে এমন ত্রিভুজ ABG, AIG, ACG, FIH অর্থাৎ 4 টি।
∴ মোট ত্রিভুজ = (6 + 4 + 4) টি = 14 টি

0
Updated: 2 weeks ago