A
did not take off
B
took off
C
had not taken off
D
had taken off
উত্তরের বিবরণ
সঠিক উত্তর খ) took off এবং ঘ) had taken off
- অপশনে দ্বৈত উত্তর থাকায়, উত্তর নেয়া সম্ভব হয় নি।
-------------------
• When, as, till, until ইত্যাদি যখন সময় অর্থে ব্যবহৃত হয় তখন এগুলোর পুর্বে past form থাকলে পরের অংশে past indefinite এবং past perfect tense দুইটির ব্যবহারই শুদ্ধ।
• যেমন:
- We waited until the plane had taken off.
- এখানে until এর আগের অংশে past indefinite tense এবং পরের অংশে past perfect tense ব্যবহৃত হয়েছে।
• আবার,
- We waited until the plane took off.
- এখানে, until এর আগে এবং পরে উভয় ক্ষেত্রেই past indefinite tense ব্যবহৃত হয়েছে।
• অন্যদিকে,
- Till/unlill যুক্ত বাক্যের প্রথম clause টি future indefinite হলে , till/until এর পরের clause টি present indefinite হয়।
- Will you wait until I am ready?

0
Updated: 2 weeks ago
Choose the correct sentence.
Created: 2 weeks ago
A
Rahim ate almost the whole fish.
B
Rahim almost ate the whole fish.
C
Almost Rahim ate whole fish.
D
Rahim ate the whole fish almost.
• Almost (adverb)- (প্রায়)
- এই বাক্যে almost একটি adverb যা বাক্যের verb, adjective এর পূর্বে বসে তার দোষ গুণ প্রকাশ করে
- Almost যার পূর্বে বসবে, তাকে Modify করবে।
- যার কারণে ate ও Rahim এর পূর্বে বসালে কোন Sense প্রকাশ করে না। আর বাক্যের শেষেও almost বসে না।
- সে হিসেবে গ এবং ঘ ভুল।
- Ate almost the whole fish অর্থ প্রায় সম্পূর্ণ মাছটি খেল, এটা যথার্থ অর্থবোধক।
- তাই এটিই সঠিক উত্তর।

0
Updated: 2 weeks ago
Choose the correct tense-
Created: 2 weeks ago
A
Javed was so exhausted that he lain down for a sleep.
B
Javed was so exhausted that he had laid down for a sleep.
C
Javed was so exhausted that he was lying down for a sleep.
D
Javed was so exhausted that he will lay down for a sleep.
• সঠিক বাক্যটি হচ্ছে - Javed was so exhausted that he was lying down for a sleep.
- This sentence uses the past continuous tense "was lying," which correctly describes an ongoing action in the past, fitting the context of Javed being exhausted and lying down.
• Lie - শয়ন করা, অবস্থান করা।
- এর past form হচ্ছে - Lay এবং participle form হচ্ছে - Lain.
• অন্যদিকে, Lay - স্থাপন করা, ডিম পাড়া।
- এর past form এবং participle form হচ্ছে - Laid.
অপশন অনুযায়ী,
ক) বাক্যটি ভুল কারণ এখানে past participle lain ব্যাবহৃত হলেও তার পূর্বে have বসে নি।
- সঠিক বাক্য - Javed was so exhausted that he had lain down for a sleep.
খ) তে laid down ব্যাবহৃত হয়েছে যার অর্থ ডিম পারা যার সাথে ঘুমানোর কোনো সম্পর্ক নেই।
ঘ) অপশনে tense এর ভুল ব্যাবহার হয়েছে।

0
Updated: 2 weeks ago
'Paediatric' relates to the treatment of:
Created: 1 day ago
A
Adults
B
Children
C
Women
D
Old people
Pediatrics (শিশুচিকিৎসা)
অর্থ: শিশুর চিকিৎসা বা শিশুদের স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা শাখা।
বাংলায়: শিশুচিকিৎসা।
অন্য চিকিৎসা বিশেষজ্ঞদের নাম:
-
নারীদের বিশেষজ্ঞকে বলে: Gynecologist (স্ত্রীরোগ বিশেষজ্ঞ)
-
বয়স্কদের বিশেষজ্ঞকে বলে: Geriatrics (বৃদ্ধ চিকিৎসক)
আরো কিছু চিকিৎসা শাখার নাম ও অর্থ:
-
Orthopedics: হাড় ও জয়েন্টের সমস্যার চিকিৎসা বা অধ্যয়ন।
-
Neurology: মস্তিষ্ক ও নার্ভের রোগের অধ্যয়ন ও চিকিৎসা।
-
Cardiology: হৃদযন্ত্রের রোগের চিকিৎসা ও অধ্যয়ন।
তথ্যসূত্র: Cambridge Dictionary

0
Updated: 1 day ago