Choose the right preposition for the sentence. I count ___ your help.
A
after
B
upon
C
for
D
with
উত্তরের বিবরণ
শূন্যস্থানে সঠিক উত্তর হবে - upon.
Complete Sentence: I count upon your help.
• Count on someone (phrasal verb with count verb)
English Meaning: to be confident that you can depend on someone.
Bangla Meaning: কারও ওপরে নির্ভর করা।
- count এর পর preposition 'on/ upon' বসে।
Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
0
Updated: 3 months ago
Choose the correct sentence.
Created: 3 months ago
A
Where have you born?
B
Where are you born?
C
Where were you born?
D
Where did you born?
Correct sentence: গ) Where were you born?
Bangla: আপনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন?
• এটি একটি past simple tense (অতীত কাল) এর প্রশ্ন। জন্ম হওয়া একটি অতীতের ঘটনা, তাই এখানে Past form ব্যবহার করতে হবে। এটি সাধারণত passive voice-এ ব্যবহৃত হয়।
- জন্ম নেওয়া অর্থে 'bear' verb-টি সর্বদা passive voice এ থাকে।
- জন্ম হওয়া (to be born) — এটি নিজের দ্বারা ঘটে না, বরং কার্যটি ঘটে, অর্থাৎ এটি একটি passive structure.
- সব দিক বিবেচনায় এখানে সঠিক বাক্য - Where were you born?
Other Options:
ক) Where have you born?
- "Born" নিজেই একটি passive verb, তাই এর আগে have ব্যবহার করা ভুল। 'Have you born' grammatically incorrect.
খ) Where are you born?
- Present tense ব্যবহৃত হয়েছে, অথচ জন্ম অতীতে ঘটে, তাই ভুল।
ঘ) Where did you born?
- 'Did' এর পরে verb এর base form হয়, কিন্তু 'born' base form নয়, তাই ভুল।
0
Updated: 3 months ago
Choose the correct sentence:
Created: 1 month ago
A
The news are true.
B
The news is true.
C
The news have been true.
D
The news were true.
সঠিক উত্তর হলো খ) The news is true। "News" শব্দটি দেখতে বহুবচন মনে হলেও এটি একটি singular (uncountable) noun। তাই এর সঙ্গে is (singular verb) ব্যবহার করা হয়; are বা have ব্যবহার করা যাবে না। বাক্যটির অর্থ হলো "সংবাদটি সত্য।" The news are বা The news have বলা grammaticalভাবে ভুল।
-
ক) The news are true
-
ভুল, কারণ "news" singular noun হলেও "are" বহুবচন verb ব্যবহার করা হয়েছে।
-
-
গ) The news have been true
-
ভুল, কারণ "have" plural verb, যা "news" এর সঙ্গে ব্যবহার করা যায় না।
-
-
ঘ) The news were true
-
ভুল, কারণ "were" plural বা past plural verb, যা "news" এর জন্য উপযুক্ত নয়।
-
0
Updated: 1 month ago
Which sentence is correct?
Created: 1 month ago
A
One of my sisters are a nurse.
B
One of my sister is a nurse.
C
One of my sisters is a nurse.
D
One of my sister's are a nurse.
সঠিক বাক্যটি হলো “One of my sisters is a nurse।” এটি বোঝার জন্য subject-verb agreement কিভাবে কাজ করে তা গুরুত্বপূর্ণ। One of এর পরে plural noun এবং singular verb ব্যবহার করতে হয়, কারণ "one of" মানে হলো “অনেকের মধ্যে একজন”।
অর্থাৎ, বাক্যের subject হলো "One" (singular), আর of my sisters হলো prepositional phrase যা verb এর উপর প্রভাব ফেলে না। প্রদত্ত বাক্যে plural noun 'sisters' এর পরে singular verb 'is' বসানো হয়েছে, তাই এটি সঠিক।
Other options:
• One of my sisters are a nurse – ভুল, কারণ verb হিসেবে "are" ব্যবহার করা হয়েছে; সঠিক verb হলো "is"।
• One of my sister is a nurse – ভুল, কারণ "sister" singular noun; নিয়ম অনুযায়ী plural noun 'sisters' ব্যবহার করতে হবে।
• One of my sister's are a nurse – ভুল, কারণ possessive form "sister's" ব্যবহার করা হয়েছে এবং verb হিসেবে "are" ব্যবহার করা হয়েছে, যা grammatically ভুল।
0
Updated: 1 month ago