একটি ট্রেন ঘণ্টায় ৭২ কিলোমিটার গতিতে একটি সেতু ৬০ সেকেন্ডে পার হয়। ট্রেনের দৈর্ঘ্য ৭০০ মিটার হলে সেতুটির দৈর্ঘ্য কত মিটার?
A
১২০০ মিটার
B
৭২০ মিটার
C
৬০০ মিটার
D
৫০০ মিটার
উত্তরের বিবরণ
প্রশ্ন: একটি ট্রেন ঘণ্টায় ৭২ কিলোমিটার গতিতে একটি সেতু ৬০ সেকেন্ডে পার হয়। ট্রেনের দৈর্ঘ্য ৭০০ মিটার হলে সেতুটির দৈর্ঘ্য কত মিটার?
সমাধান:
সেতুটি ৬০ সেকেন্ডে অতিক্রম করতে হলে ট্রেনের নিজের দৈর্ঘ্য ও প্লাটফর্মের দৈর্ঘ্য ৬০ সেকেন্ডে অতিক্রম করতে হবে।
১ কিলোমিটার = ১০০০ মিটার
∴ ৭২ কিলোমিটার = ৭২০০০ মিটার
ট্রেনটি ৬০ সেকেন্ডে অতিক্রম করে = ৭২০০০ মিটার
∴ ট্রেনটি ১ সেকেন্ডে অতিক্রম করে = ৭২০০০/৬০ মিটার
= ১২০০ মিটার
∴ সেতুটির দৈর্ঘ্য = (১২০০ - ৭০০) মিটার
= ৫০০ মিটার ।
0
Updated: 1 month ago
নিচের ধারাবাহিকতায় প্রশ্নবোধক স্থানে কোনটি হবে?
T → 3 → Q → 6 → N → 9 → K → 12 → H → 15 → E → 18 → ?
Created: 1 month ago
A
21
B
24
C
A
D
B
প্রশ্ন: নিচের ধারাবাহিকতায় প্রশ্নবোধক স্থানে কোনটি হবে?
T → 3 → Q → 6 → N → 9 → K → 12 → H → 15 → E → 18 → ?
সমাধান:
এখানে,
সংখ্যার ধারাবাহিকতা: 3 → 6 → 9 → 12 → 15 → 18
বর্ণের ধারাবাহিকতা:
T → Q → N → K → H → E → B
20 → 17→14→11→ 8 → 5 → 2
0
Updated: 1 month ago
নিচের অনুক্রমটির প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
১, ১, ২, ৩, ৫, ৮, ?
Created: 1 month ago
A
৫
B
৯
C
১৩
D
২১
প্রশ্ন: নিচের অনুক্রমটির পরবর্তী সংখ্যা কোনটি?
১, ১, ২, ৩, ৫, ৮, ?
সমাধান:
অনুক্রমটির পরবর্তী সংখ্যা = ১৩
প্রদত্ত অনুক্রমটি একটি ফিবোনাচ্চি সংখ্যার ক্রম।
এখানে, প্রথম দুইটি সংখ্যার যোগফল হবে তৃতীয় সংখ্যাটি।
প্রদত্ত অনুক্রমটির বর্ধিত রুপ নিম্নরূপ,
১, ১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১,..............
0
Updated: 1 month ago
৩৬, ২৮, ২১, ১৫, ১০,........... ধারার পরবর্তী সংখ্যাটি কত?
Created: 1 month ago
A
১১
B
৭
C
৬
D
৫
প্রশ্ন: ৩৬, ২৮, ২১, ১৫, ১০..... ধারার পরবর্তী সংখ্যাটি কত?
সমাধান:
৩৬ - ২৮ = ৮
২৮ - ২১ = ৭
২১ - ১৫ = ৬
১৫ - ১০ = ৫
∴ ১০ - পরবর্তী সংখ্যা = ৪
বা, পরবর্তী সংখ্যা = ১০ - ৪
∴ পরবর্তী সংখ্যা = ৬
0
Updated: 1 month ago