একটি বালু ভর্তি ট্রাক A থেকে B পর্যন্ত যেতে ৩৯ কিমি/ঘণ্টায় যায় এবং খালি অবস্থায় B থেকে A অবস্থানে ফিরে আসতে ৫২ কিমি/ঘণ্টায় বেগে ফিরে আসে। ট্রাকটির গড় গতিবেগ কিমি/ঘণ্টা কত?
A
৪৪.৫৭ কিমি/ঘণ্টা
B
৪১.৫৬ কিমি/ঘণ্টা
C
৪০.৫৬ কিমি/ঘণ্টা
D
৩৮.৩৮কিমি/ঘণ্টা
উত্তরের বিবরণ
প্রশ্ন: একটি বালু ভর্তি ট্রাক A থেকে B পর্যন্ত যেতে ৩৯ কিমি/ঘন্টায় যায় এবং খালি অবস্থায় B থেকে A অবস্থানে ফিরে আসতে ৫২ কিমি/ঘন্টায় বেগে ফিরে আসে। ট্রাকটির গড় গতিবেগ কিমি/ঘণ্টা কত?
সমাধান:
দেওয়া আছে,
বালু ভর্তি অবস্থায় বেগ v1= ৩৯ কিমি/ঘণ্টা
খালি অবস্থায় বেগ v2= ৫২ কিমি/ঘণ্টা
গড় গতিবেগ = (২ × v1× v2)/(v1+ v2)
= (২ × ৩৯ × ৫২)/(৩৯ + ৫২ )
= ৪০৫৬ ÷ ৯১
= ৪৪.৫৭ কিমি/ঘণ্টা

0
Updated: 17 hours ago
৬নং গিয়ারটি ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরলে ২নং গিয়ারটি কোন দিকে ঘুরবে-
Created: 2 weeks ago
A
ঘড়ির কাটার দিকে
B
প্রতি ঘূর্ণনে দিক পরিবর্তন করবে
C
ঘড়ির কাটার বিপরীত দিকে
D
কোনটিই নয়
প্রশ্ন: ৬নং গিয়ারটি ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরলে ২নং গিয়ারটি কোন দিকে ঘুরবে-
সমাধান:
৬ নং গিয়ারটি ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরলে
- ৫ নং গিয়ারটি ঘড়ির কাটার দিকে ঘুরবে।
- ৪ নং গিয়ারটি ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরবে।
- ৩ নং গিয়ারটি ঘড়ির কাটার দিকে ঘুরবে।
- ২ নং গিয়ারটি ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরবে।

0
Updated: 2 weeks ago
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
Created: 2 weeks ago
A
২৮
B
৩২
C
৬৬
D
৩৪
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
সমাধান:
এখানে,
নিচের সংখ্যা দুইটির বিয়োগফলের সমান উপরের সংখ্যা।
১ম চিত্রে,
১৭ - ৮ = ৯
২য় চিত্রে,
৪০ - ২৮ = ১২
৩য় চিত্রে,
৫০ - ? = ১৬
⇒ ? = ৫০ - ১৬
∴ ? = ৩৪
∴ প্রশ্নবোধক স্থানে ৩৪ সংখ্যাটি বসবে।

0
Updated: 2 weeks ago
একজন ব্যক্তি ১ কি.মি. পূর্ব দিকে হাঁটলেন, তারপর দক্ষিণ দিকে ঘুরে ৫ কি.মি. হাঁটলেন। এরপর তিনি আবার পূর্ব দিকে ঘুরে ২ কি.মি. হাঁটলেন। এরপর তিনি উত্তর দিকে ঘুরে ৯ কি.মি. হাঁটলেন। এখন তিনি শুরু বিন্দু থেকে কত দূরে আছেন?
Created: 1 week ago
A
৩ কি.মি.
B
৪ কি.মি.
C
৫ কি.মি.
D
৭ কি.মি.
প্রশ্ন: একজন ব্যক্তি ১ কি.মি. পূর্ব দিকে হাঁটলেন, তারপর দক্ষিণ দিকে ঘুরে ৫ কি.মি. হাঁটলেন। এরপর তিনি আবার পূর্ব দিকে ঘুরে ২ কি.মি. হাঁটলেন। এরপর তিনি উত্তর দিকে ঘুরে ৯ কি.মি. হাঁটলেন। এখন তিনি শুরু বিন্দু থেকে কত দূরে আছেন?
সমাধান:
ধরি,
পূর্বদিকে A থেকে B বিন্দুতে গেলেন ১ কি.মি.
দক্ষিণ দিকে B থেকে C বিন্দুতে গেলেন ৫ কি.মি.
পূর্বদিকে C থেকে D বিন্দুতে গেলেন ২ কি.মি.
উত্তরদিকে D থেকে E বিন্দুতে গেলেন ৯ কি.মি.
অতএব,
AB = ১ কি.মি.
BC = DF = ৫ কি.মি.
CD = BF = ২ কি.মি.
DE = ৯ কি.মি.
AF = AB + BF = (১ + ২) কি.মি. = ৩ কি.মি.
EF = DE - DF = (৯ - ৫) কি.মি. = ৪ কি.মি.
পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী,
AE২ = AF২ + EF২
⇒ AE২ = (৩)২ + (৪)২
⇒ AE২ = ৯ + ১৬
⇒ AE২ = ২৫
⇒ AE = ৫
∴ যাত্রা শুরুর স্থান A থেকে শেষ স্থান E এর দূরত্ব ৫ কি.মি.

0
Updated: 1 week ago