স্থির পানিতে নৌকার বেগ ৬ কি.মি/ঘণ্টা। স্রোতের অনুকূলে যেতে নৌকাটির যত সময় লাগে স্রোতের প্রতিকূলে যেতে তার দ্বিগুণ সময় লাগে। স্রোতের বেগ কত?
A
৪ কি.মি/ঘণ্টা
B
৩ কি.মি/ঘণ্টা
C
১ কি.মি/ঘণ্টা
D
২ কি.মি/ঘণ্টা
উত্তরের বিবরণ
প্রশ্ন: স্থির পানিতে নৌকার বেগ ৬ কি.মি/ঘণ্টা। স্রোতের অনুকূলে যেতে নৌকাটির যত সময় লাগে স্রোতের প্রতিকূলে যেতে তার দ্বিগুণ সময় লাগে। স্রোতের বেগ কত?
সমাধান:
ধরি,
স্রোতের বেগ = ক
∴ স্রোতের অনুকূলে নৌকার বেগ = নৌকার বেগ + স্রোতের বেগ = (৬ + ক) কি.মি/ঘণ্টা
∴ স্রোতের প্রতিকূলে নৌকার বেগ = নৌকার বেগ - স্রোতের বেগ = (৬ - ক) কি.মি/ঘণ্টা
প্রশ্নমতে,
(৬ + ক) = ২(৬ - ক)
বা, ৬ + ক = ১২ - ২ক
বা, ২ক + ক = ১২ - ৬
বা, ৩ক = ৬
বা, ক = ৬/৩ = ২
অতএব, স্রোতের বেগ = ২ কি.মি/ঘণ্টা
0
Updated: 1 month ago
Rahman is a boatman. He can row a boat at the speed of 5 km/hr upstream and 15 km/hr downstream. Find the speed of the stream.
Created: 1 month ago
A
5 km/hr
B
8 km/hr
C
6 km/hr
D
4 km/hr
Question: Rahman is a boatman. He can row a boat at the speed of 5 km/hr upstream and 15 km/hr downstream. Find the speed of the stream.
Solution:
Let’s denote:
B as Speed of the boat in still water (km/h)
S as Speed of the stream (km/h)
Speed of the boat upstream is the speed of the boat in still water minus the speed of the stream:
B - S = 5 km/hr -------- (1)
Speed of the boat downstream is the speed of the boat in still water plus the speed of the stream:
B + S = 15 km/hr -------- (2)
(1) + (2)
B - S = 5
B + S = 15
2B = 20
∴ B = 10 km/hr
Putting the value of B in (2)
∴ S = (15 - 10) km/hr = 5 km/hr
∴ The speed of the stream is 5 km/hr
0
Updated: 1 month ago
যদি GAMES দিয়ে HBNFT বোঝায়, তাহলে SPORT দিয়ে নিচের কোনটি বোঝাবে?
Created: 2 months ago
A
TQPSV
B
TQPSU
C
TQPRS
D
TQPRU
প্রশ্ন:
-
যদি GAMES দিয়ে HBNFT বোঝায়, তাহলে SPORT দিয়ে কী বোঝাবে?
সমাধান:
-
প্রথম উদাহরণ বিশ্লেষণ: GAMES → HBNFT
-
প্রতিটি বর্ণকে পরবর্তী বর্ণে পরিবর্তন করা হয়েছে:
-
G → H
-
A → B
-
M → N
-
E → F
-
S → T
-
-
-
একই নিয়ম SPORT-এর ক্ষেত্রে প্রয়োগ:
-
S → T
-
P → Q
-
O → P
-
R → S
-
T → U
-
উত্তর:
0
Updated: 2 months ago
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
Created: 1 month ago
A
169
B
182
C
213
D
269
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
সমাধান:
নির্ণেয় সংখ্যা = 213
প্রদত্ত চিত্রে ঘড়ির কাঁটার দিকে,
প্রথম সংখ্যার দ্বিগুণ থেকে 1 বিয়োগ করে দ্বিতীয় সংখ্যাটি পাওয়া যায়।
দ্বিতীয় সংখ্যাটির দ্বিগুণের সাথে 1 যোগ করলে তৃতীয় সংখ্যাটি পাওয়া যায়।
এই ক্রমে,
(2 × 2) - 1 = 4 - 1 = 3
(3 × 2) + 1 = 6 + 1 = 7
(7 × 2) - 1 = 14 - 1 = 13
(13 × 2) + 1 = 26 + 1 = 27
(27 × 2) - 1 = 54 - 1 = 53
(53 × 2) + 1 = 106 + 1 = 107
(107 × 2) - 1 = 214 - 1 = 213
0
Updated: 1 month ago