একটি চৌবাচ্চা দুটি নল দ্বারা যথাক্রমে ১৫ মিনিটে এবং ৩০ মিনিটে পূর্ণ হতে পারে। নল দুটি একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি কত সময়ে পূর্ণ হবে?
A
১০ মিনিটে
B
১৬ মিনিটে
C
৫ মিনিটে
D
১২ মিনিটে
উত্তরের বিবরণ
প্রশ্ন: একটি চৌবাচ্চা দুটি নল দ্বারা যথাক্রমে ১৫ মিনিটে এবং ৩০ মিনিটে পূর্ণ হতে পারে। নল দুটি একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি কত সময়ে পূর্ণ হবে?
সমাধান:
প্রথম নল দ্বারা,
১ মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চার = ১/১৫ অংশ
দ্বিতীয় নল দ্বারা,
১ মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চার = ১/৩০ অংশ
∴ দুটি নল দ্বারা, ১ মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চার = (১/১৫) + (১/৩০) অংশ
= (২ + ১)/৩০ অংশ
= ৩/৩০ অংশ
= ১/১০ অংশ
চৌবাচ্চার ১/১০ অংশ পূর্ণ হয় = ১ মিনিটে
∴ চৌবাচ্চার ১ বা সম্পন্ন অংশ পূর্ণ হয় = (১ × ১০) মিনিটে
= ১০ মিনিটে
∴ চৌবাচ্চাটি পূর্ণ হয় = ১০ মিনিটে।
0
Updated: 1 month ago
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
Created: 1 month ago
A
42
B
48
C
46
D
50
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?

সমাধান:
নির্ণেয় সংখ্যা = 46
প্রথম চিত্রে,
(8 × 6) - (6 × 2)
= 48 - 12 = 36
দ্বিতীয় চিত্রে,
(7 × 8) - (2 × 5)
= 56 - 10 = 46
তৃতীয় চিত্রে,
(7 × 10) - (4 × 6)
= 70 - 24 = 46
0
Updated: 1 month ago
কোন
বস্তুটিকে টেনে তোলা তুলনামূলক
কম কষ্টকর?
Created: 1 month ago
A
A
B
B
C
দুইটিই সমান কষ্টকর হবে
D
কোনটিকেই তোলা যাবে না
প্রশ্ন:
কোন বস্তুটিকে টেনে তোলা তুলনামূলক
কম কষ্টকর হবে?
0
Updated: 1 month ago
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
Created: 1 month ago
A
6
B
5
C
3
D
2
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
সমাধান:
১ম ও ৩য় পায়ের সংখ্যার যোগফল থেকে ২য় ও ৪র্থ পায়ের যোগফল বিয়োগ করলে লেজের সংখ্যাটি পাওয়া যায়।
১ম চিত্রে, 8 + 2 = 10
5 + 1 = 6
10 - 6 = 4
২য় চিত্রে, 11 + 3 = 14
6 + 5 = 11
14 - 11 = 3
∴ প্রশ্নবোধক স্থানে 3 বসবে।
0
Updated: 1 month ago