প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
A
2
B
4
C
6
D
8
উত্তরের বিবরণ
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?

সমাধান:
20 + 15 - 5 = 30;
8 + 10 - 6 = 12
৩য় চিত্রে
? + 8 - 10 = 2
বা, ? - 2 = 2
বা, ? = 2 + 2
∴ ? = 4
0
Updated: 1 month ago

Created: 1 month ago
A

B

C

D

প্রশ্ন:

সমাধান:
ঘ চিত্রটি প্রশ্নবোধক ত্রিভুজের নিচের ত্রিভুজের অবস্থা নির্দেশ করে।
0
Updated: 1 month ago

Created: 1 month ago
A

B

C

D

প্রশ্ন:

সমাধান:
বৃত্তগুলোর প্রথমটিতে দুটি তীর এবং ২য়টিতে বাম পাশে এবং ৩য়টিতে ২য়টির বিপরীত তথা ডান পাশে তীর রয়েছে।
অনুরূপভাবে,
ত্রিভুজের প্রথমটিতে দুটি বৃত্ত এবং ২য়টিতে উপরে ১টি বৃত্ত আছে তাই ৩য়টিতে বিপরীত তথা নিচে একটি বৃত্ত থাকবে।
0
Updated: 1 month ago
ভারসাম্য রক্ষার জন্য প্রশ্নবোধক চিহ্নিত অংশের দূরত্ব কত হবে?
Created: 1 month ago
A
12 ft
B
8 ft
C
10 ft
D
14 ft
প্রশ্ন: ভারসাম্য রক্ষার জন্য প্রশ্নবোধক চিহ্নিত অংশের দূরত্ব কত হবে?

সমাধান:
আমরা জানি,
ভারসাম্য রক্ষার সূত্র,
ডান পাশের ওজন × ফালক্রম থেকে দূরত্ব = বাম পাশের ওজন × ফালক্রম থেকে দূরত্ব
বা, 78 × ফালক্রম থেকে দূরত্ব = (60 × 5) + (80 × 6)
বা, ফালক্রাম থেকে দূরত্ব = 780/78
∴ ফালক্রাম থেকে দূরত্ব = 10 ft
0
Updated: 1 month ago