Three fourths of the work _____ finished.
A
have been
B
had
C
has been
D
were
উত্তরের বিবরণ
সাধারণত ভগ্নাংশের ক্ষেত্রে প্রথমটি One এর বেশি হলে দ্বিতীয়টির সঙ্গে 's' যোগ হয় (যেমন- Two-thirds).
- কিন্তু প্রথমটি One হলে দ্বিতীয়টির সঙ্গে 's' যোগ হয় না (যেমন- One-third).
- আবার সব ধরনের ভগ্নাংশের পরে noun - singular হলে verb - singular এবং noun - plural হলে verb - plural হয়।
- উল্লিখিত প্রশ্নে work হচ্ছে uncountable noun এবং singular.
- তাই, নিয়মানুযায়ী বুঝা যাচ্ছে সঠিক উত্তর হচ্ছে - has been finished.
- Three-fourths of the work has been finished.
- যেহেতু কোনো কাজ নিজে নিজে করা সম্ভব নয়, কারো দ্বারা সংঘটিত হয় তাই তা pasive sense প্রকাশ করছে বিধায় has been অধিক গ্রহণযোগ্য উত্তর।
- had না হয়ে had been হলে দ্বৈত উত্তর হত।
• Correct complete Sentence:
- Three-fourths of the work has been finished.

0
Updated: 2 months ago
Choose the meaning of the given expressions: “No news is good news”
Created: 4 weeks ago
A
It is likely that we expect bad news.
B
It is likely to have bad news.
C
It is likely that nothing bad has happened.
D
It is unlikely that nothing bad has happened.
Proverb: No news is good news
English Meaning:
যখন কারো সম্পর্কে বা কোনো ব্যাপারে কোনো খবর পাওয়া যাচ্ছে না, তখন মনে করা হয় খারাপ কিছু ঘটেনি। খারাপ কিছু হলে নিশ্চয়ই খবর পাওয়া যেত।
বাংলা অর্থ:
"কোনো খবর না থাকাটাই সুখবর।"
Underlying Message:
অনেক সময় ভালো ফলাফল চুপিচুপি আসে, আলাদা করে জানানোর প্রয়োজন হয় না।
Example Sentences:
-
গ্যারেজ থেকে গাড়ির বিষয়ে কোনো খবর পাইনি, মনে হয়—no news is good news।
-
মেয়ে কলেজে গেছে, কোনো ফোন করেনি, তাই ধরে নিচ্ছি no news is good news।
-
আজ হাসপাতাল থেকে কোনো খবর আসেনি, তাই ভাবছি no news is good news।
Source: Cambridge Dictionary

0
Updated: 4 weeks ago
Mr Hemal is a man of letters.
Here the underlined phrase is -
Created: 1 month ago
A
Noun phrase
B
Verbal phrase
C
Adjective phrase
D
Adverbial phrase
Correct Answer
ক) Noun phrase ✅
Explanation:
-
Man of letters একটি noun phrase কারণ এটি noun এর মতো কাজ করে।
-
এটি এমন একজন ব্যক্তিকে বুঝায় যিনি পন্ডিত, জ্ঞানী বা সাহিত্যিক।
-
মূল শব্দ "man" একটি noun, এবং এটি prepositional phrase "of letters" দ্বারা modified হয়েছে।
Bangla English: পন্ডিত লোক।
English English: scholar, author.
Other Options
খ) Verbal phrase → verb form থাকে (যেমন: writing a book)। এখানে নেই, তাই প্রযোজ্য নয়।
গ) Adjective phrase → noun কে modify করে। কিন্তু এখানে পুরো phrase-ই noun হিসেবে ব্যবহৃত হয়েছে।
ঘ) Adverbial phrase → verb/adjective/adverb কে modify করে। এই phrase তা করছে না।

0
Updated: 1 month ago
Choose the synonym of "Deride":
Created: 1 week ago
A
Praise
B
Mock
C
Encourage
D
Respect
• Deride:
-
English meaning: to laugh at or show no respect for someone or something, because you think they are stupid or of no value.
-
Bangla meaning: উপহাস/ঠাট্টা/তামাসা/অবজ্ঞা করা; অবজ্ঞাভরে উড়িয়ে দেওয়া।
Options:
ক) Praise: প্রশংসা/গুণকীর্তন/তারিফ/সুখ্যাতি করা।
খ) Mock: কাউকে নিয়ে তামাশা করা; ভেংচানো; ব্যঙ্গ পরিহাস করা; উপহাস করা।
গ) Encourage: উৎসাহিত করা; সাহস দেওয়া; আশ্বস্ত করা।
ঘ) Respect: সম্মান; উচ্চ ধারণা অথবা শ্রদ্ধা।
অপশন বিবেচনা করে দেখা যায়, the synonym of "Deride" হলো Mock।
Source: Accessible Dictionary.

0
Updated: 1 week ago