'গৃহ' এর সমার্থক শব্দ নয় কোনটি?
A
নিলয়
B
সদন
C
আগার
D
পুলিন
উত্তরের বিবরণ
বাংলা ভাষায় সমার্থক শব্দ ব্যবহার বাক্যকে বৈচিত্র্যময় ও অর্থপূর্ণ করে। কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিচে দেওয়া হলো।
-
গৃহ : ‘পুলিন’ নয়
-
পুলিন : সৈকত, তট
-
‘গৃহ’ এর সমার্থক শব্দ :
ঘর, নিলয়, সদন, আলয়, ভবন, নিবাস, নিকেতন, আগার, বাড়ি, আবাস, বাটি, গেহ, নিকেত ইত্যাদি
উৎস:
0
Updated: 1 month ago
‘অর্ণব’ এর প্রতিশব্দ —
Created: 2 months ago
A
ঝড়
B
সূর্য
C
বায়ু
D
সমুদ্র
আরও আছে- পয়োধি,বারিধি, জলধি,সাগর
0
Updated: 2 months ago
'রি রি করা' বলতে বোঝায়?
Created: 2 months ago
A
তীব্র ব্যথা
B
ঘৃণা করা
C
তীব্র ক্রোধ
D
মাথা ব্যাথা
বাংলা ভাষার কিছু গুরুত্বপূর্ণ ভাষারঙ্গ
১. অব্যয় – রি রি
-
অর্থ: তীব্র ক্রোধ বা অন্য কোনো তীব্র অনুভূতি প্রকাশের জন্য ব্যবহৃত শব্দ
-
বাক্য উদাহরণ: রাগে গা রি রি করছে।
২. বাগধারা
| বাগধারা | অর্থ |
|---|---|
| অন্ধকার দেখা | দিশেহারা হয়ে পড়া |
| কেউকেটা | সামান্য |
| অকূল পাথার | ভীষণ বিপদ |
| আদায় কাঁচকলায় | শত্রুতা |
উৎস: বাংলা একাডেমী, আধুনিক বাংলা অভিধান
0
Updated: 2 months ago
'ঝড়ো কাক' বাগ্ধারার অর্থ-
Created: 1 month ago
A
পোষ্য-ভারাক্রান্ত
B
সমমনা
C
জমকালো কিন্তু বেমানান
D
বিপর্যস্ত অবস্থা
'ঝড়ো কাক' বাগ্ধারার অর্থ হলো বিপর্যস্ত অবস্থা। এর alongside আরও কিছু বাগ্ধারা রয়েছে যেগুলোর ভিন্ন অর্থ রয়েছে।
-
ছা-পোষা: পোষ্য-ভারাক্রান্ত
-
ঝাঁকের কই: সমমনা
-
জবরজং: জমকালো কিন্তু বেমানান
উৎস:
0
Updated: 1 month ago