টা, টি, খানা, খানি ইত্যাদি -
A
সংখ্যাবাচক বিশেষণ
B
পদাশ্রিত নির্দেশক
C
নির্দেশক সর্বনাম
D
অব্যয়
উত্তরের বিবরণ
বাংলা ভাষায় পদাশ্রিত নির্দেশক হলো এমন অব্যয় বা প্রত্যয় যা কোনো পদের সঙ্গে সংযুক্ত হয়ে নির্দিষ্টতা প্রকাশ করে। এটি ইংরেজি Definite Article ‘The’-এর স্থানীয় সমতুল্য হিসেবে কাজ করে এবং বচনভেদে ভিন্ন রূপে ব্যবহৃত হয়।
-
একবচন নির্দেশক
-
উদাহরণ: টা, টি, খানা, খানি, গাছা, গাছি
-
ব্যবহারের উদাহরণ: টাকাটা, বাড়িটা, কাপড়খানা, বইখানি, লাঠিগাছা, চুড়িগাছি
-
-
বহুবচন নির্দেশক
-
উদাহরণ: গুলি, গুলা, গুলো, গুলিন
-
ব্যবহারের উদাহরণ: মানুষগুলি, লোকগুলো, আমগুলো, পটলগুলিন
-
উৎস:

0
Updated: 18 hours ago
'বাঙ্গালা ব্যাকরণ' গ্রন্থের রচয়িতা কে?
Created: 1 week ago
A
সুনীতিকুমার চট্টোপাধ্যায়
B
যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি
C
মুহম্মদ আবদুল হাই
D
ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ্
বাঙ্গালা ব্যাকরণ
-
রচয়িতা: ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ্
-
গুরুত্ব: বাংলা ভাষার প্রথম পূর্ণাঙ্গ ব্যাকরণ হিসেবে সমাদৃত।
-
প্রকাশ: প্রথম সংস্করণ ১৯৩৬ সালে, ত্রয়োদশ সংস্করণ ১৯৬৭ সাল পর্যন্ত। গ্রন্থকার ১৩ জুলাই ১৯৬৯ (২৭ আষাঢ় ১৩৭৬) ইন্তেকাল করেন। এরপর আর কোনো সংস্করণ প্রকাশিত হয়নি।
পটভূমি:
-
শহীদুল্লাহর 'বাঙ্গালা ব্যাকরণ' প্রকাশিত হওয়ার আগে আচার্য সুনীতি কুমারের 'ভাষা প্রকাশ বাঙালা ব্যাকরণ' বইটির ধারণা আরও দুই বছর আগে শহীদুল্লাহর গ্রন্থ বাংলা ভাষার ব্যাকরণের অভাব পূরণ করেছিল।
-
গ্রন্থ প্রণয়নে সহায়তা করেছিলেন:
-
ড. সুশীল কুমার দে
-
আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়
-
কবি মোহিত লাল মজুমদার
-
কালিদাস রায়
-
কবি শেখর
-
অধ্যাপক গুরুপ্রসাদ ভট্টাচার্য
-
চিন্তাহরণ চক্রবর্তী
-
চারুচন্দ্র চট্টোপাধ্যায়
-
বিষয়বস্তু:
ড. মুহম্মদ শহীদুল্লাহর 'বাঙ্গালা ব্যাকরণ' প্রধানত পাঁচটি প্রকরণে বিভক্ত:
১. ধ্বনি প্রকরণ (Phonology)
২. শব্দ প্রকরণ (Accidence)
৩. বাক্য প্রকরণ (Syntax)
৪. ছন্দ প্রকরণ (Prosody)
৫. অলঙ্কার প্রকরণ (Rhetoric)
অন্য গ্রন্থ:
-
যোগেশচন্দ্র রায় বিদ্যানিধির বাঙ্গালা ভাষা (১৯১২)
উৎস:
-
বাঙ্গালা ব্যাকরণ, ড. মুহম্মদ শহীদুল্লাহ্

0
Updated: 1 week ago
বাংলা ভাষায় মৌলিক ব্যঞ্জনধ্বনির সংখ্যা কয়টি?
Created: 2 weeks ago
A
২৫ টি
B
৩০ টি
C
৩২ টি
D
৩৭ টি
• ভাষার ক্ষুদ্রতম একককে ধ্বনি বলে।
- বাংলা ভাষায় ৩৭টি মৌলিক ধ্বনি রয়েছে।
- এই ধ্বনিগুলোকে দুই ভাগে ভাগ করা হয়: স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি।
• মৌলিক স্বরধ্বনি ৭টি: [ই], [এ], [ অ্যা], [আ], [অ], [ও], উ]।
• মৌলিক ব্যঞ্জনধ্বনি ৩০টি: [প], [ফ], [ব], [ভ], [থ], [দ], [ধ], [ট], [ঠ], [ড], [ঢ], [চ], [ছ], [জ], [ঝ], [ক], [খ], [গ], [ঘ], [ম], [ন], [ঙ] [স], [শ], [হ], [ল], [র], [ড়], [ঢ়]। এখানে তৃতীয় বন্ধনী দিয়ে ধ্বনি বা উচ্চারণ নির্দেশ করা হয়েছে।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১-সংস্করণ)।

0
Updated: 2 weeks ago
গাড়ি চলে না, চলে না, নারে........গানের গীতিকার কে?
Created: 1 month ago
A
সঞ্জীব চৌধুরী
B
বাপ্পা মজুমদার
C
শাহ্ আবদুল করিম
D
দাশরথি রায়
শাহ্ আবদুল করিম
শাহ্ আবদুল করিম ছিলেন একজন খ্যাতনামা লোকসঙ্গীত শিল্পী, গীতিকার এবং সুরকার। তিনি ১৯১৬ সালে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার ধলআশ্রম গ্রামে জন্মগ্রহণ করেন। তার সঙ্গীত যাত্রা শুরু হয় বাংলা ভাবধারার বাউল সংস্কৃতির মাধ্যমে।
প্রথমদিকে তিনি বাউল সঙ্গীতের পাশাপাশি ভক্তিমূলক গান, জারি, সারি এবং রাধাকৃষ্ণ সম্পর্কিত পালাগান গাইতেন। তবে জীবনের পরবর্তী সময়ে তিনি গণসঙ্গীত রচনা ও পরিবেশনে বিশেষ পরিচিতি লাভ করেন।
শাহ্ আবদুল করিম ছিলেন গণচেতনার সঙ্গীতের একজন প্রভাবশালী রচয়িতা, সুরকার ও গায়ক, পাশাপাশি বাউল আঙ্গিকের একজন দক্ষ শিল্পী। কৈশোর থেকেই তিনি গণসঙ্গীতের প্রতি গভীর অনুরাগ অনুভব করতেন, যা সম্ভবত তার জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে উদ্ভূত।
তার রচিত বেশ কিছু জনপ্রিয় গানের কয়েকটি পঙ্ক্তি হলো—
-
আগে কি সুন্দর দিন কাটাইতাম।
-
কেমনে ভুলিবো আমি বাঁচি না তারে ছাড়া।
-
গাড়ি চলে না, চলে না, নারে।
-
বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে।
-
গান গাই আমার মনরে বুঝাই।
-
আইলায় না আইলায় নারে বন্ধু।
-
বসন্ত বাতাসে সইগো, ইত্যাদি।
সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া।

0
Updated: 1 month ago