'Avocation' শব্দের সঠিক বাংলা পরিভাষা কোনটি?
A
বৃত্তি
B
ছুটি
C
কারিগরি
D
স্বশাসন
উত্তরের বিবরণ
আইনি ও প্রশাসনিক পরিভাষায় ইংরেজি শব্দের বাংলা প্রতিশব্দ ব্যবহার ভাষাকে স্পষ্ট ও প্রাঞ্জল করে। কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ নিচে দেওয়া হলো।
-
Avocation : বৃত্তি
-
Etiquette : শিষ্টাচার
-
Modesty : শালীনতা
-
Ethics : নীতিবিদ্যা
-
Syntax : বাক্যপ্রকরণ
-
Progress : প্রগতি
-
Progressive : প্রগতিশীল
-
Illiterate : নিরক্ষ
-
Illiteracy : নিরক্ষরতা
উৎস:
0
Updated: 1 month ago
বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি?
Created: 2 months ago
A
৭টি
B
৮টি
C
১০টি
D
৯টি
বাংলা বর্ণমালার ৫০টি বর্ণের মধ্যে মাত্রাহিন বর্ণ ১০টি। এগুলো হলোঃ এ, ঐ, ও, ঔ, ঙ, ঞ, ৎ, ং, ঃ, ঁ। অর্ধমাত্রার বর্ণ ৮টি। এগুলো হলোঃ ঋ, খ, গ, ণ, থ, ধ, প, শ এবং পূর্ণমাত্রার বর্ণ ৩২ টি।
0
Updated: 2 months ago
'অসারের তর্জনগর্জন' অর্থে কোন প্রবাদটি ব্যবহৃত হয়?
Created: 1 month ago
A
যত গর্জে তত বর্ষে না
B
খাজনার চেয়ে বাজনা বেশি
C
খালি কলসির বাজনা বেশি'
D
গাইতে গাইতে গায়েন, বাজাতে বাজাতে বায়েন
প্রবাদ-প্রবচন সাধারণত জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে গড়ে ওঠে এবং এতে শিক্ষামূলক অর্থ নিহিত থাকে। প্রতিটি প্রবাদ একটি বিশেষ তাৎপর্য বহন করে। নিচে প্রদত্ত প্রবাদগুলোর অর্থ তুলে ধরা হলো।
-
'খালি কলসির বাজনা বেশি' অর্থ হলো অসারের তর্জনগর্জন।
-
'যত গর্জে তত বর্ষে না' অর্থ হলো সামর্থ্যের চেয়ে বেশি কাজ সম্পন্ন হয় না।
-
'খাজনার চেয়ে বাজনা বেশি' অর্থ হলো আয়ের তুলনায় ব্যয় বেশি হওয়া।
-
'গাইতে গাইতে গায়েন, বাজাতে বাজাতে বায়েন' অর্থ হলো অধ্যবসায়ের মাধ্যমে দক্ষতা অর্জিত হয়।
উৎস:
0
Updated: 1 month ago
‘আবেগ’ কোন শ্রেণির অন্তর্ভুক্ত?
Created: 1 month ago
A
বিশেষণ
B
ক্রিয়াবিশেষণ
C
পদ
D
অব্যয়
বাংলা ভাষায় ‘আবেগ’ পদ-এর অন্তর্ভুক্ত।
পদ হলো বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দ ও ধাতু। অন্যভাবে বলা যায়, শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয়, তখন তার নাম হয় পদ।
বাক্যের অন্তর্গত এসব পদকে মোট আটটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। সেগুলো হলো—
-
বিশেষ্য
-
সর্বনাম
-
বিশেষণ
-
ক্রিয়া
-
ক্রিয়াবিশেষণ
-
অনুসর্গ
-
যোজক
-
আবেগ
(উৎস:
0
Updated: 1 month ago