'Avocation' শব্দের সঠিক বাংলা পরিভাষা কোনটি?
A
বৃত্তি
B
ছুটি
C
কারিগরি
D
স্বশাসন
উত্তরের বিবরণ
আইনি ও প্রশাসনিক পরিভাষায় ইংরেজি শব্দের বাংলা প্রতিশব্দ ব্যবহার ভাষাকে স্পষ্ট ও প্রাঞ্জল করে। কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ নিচে দেওয়া হলো।
-
Avocation : বৃত্তি
-
Etiquette : শিষ্টাচার
-
Modesty : শালীনতা
-
Ethics : নীতিবিদ্যা
-
Syntax : বাক্যপ্রকরণ
-
Progress : প্রগতি
-
Progressive : প্রগতিশীল
-
Illiterate : নিরক্ষ
-
Illiteracy : নিরক্ষরতা
উৎস:

0
Updated: 17 hours ago
স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?
Created: 1 month ago
A
ফলা
B
কার
C
ধ্বনি
D
অক্ষর
স্বরবর্ণের এবং কতগুলো ব্যঞ্জনবর্ণের দুটি রুপ রয়েছে। স্বরবর্ণ যখন নিরপেক্ষ বা স্বাধীনভাবে ব্যবহৃত হয়,অর্থাৎ কোন বর্ণের সঙ্গে যুক্ত হয় না, তখন এর পূর্ণরূপ লেখা হয়। একে বলা হয় প্রাথমিক বা পূর্নরূপ। আর স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে। এর অপর নাম সংক্ষিপ্ত স্বর। কার ১০ টি।

0
Updated: 1 month ago
'কেঁচে গণ্ডূষ' বাগ্ধারাটি কী অর্থ প্রকাশ করে?
Created: 1 week ago
A
বিপজ্জনক পরিণতি
B
অপটু
C
নতুন করে আরম্ভ করা
D
অন্ধ অনুকরণ
বাংলা ভাষায় প্রচলিত অনেক বাগ্ধারা রয়েছে, যেগুলো অল্প কথায় গভীর অর্থ প্রকাশ করে। নিচে কয়েকটি বাগ্ধারার ব্যাখ্যা দেওয়া হলো—
-
কেঁচে গণ্ডূষ অর্থ নতুন করে আরম্ভ করা।
-
কেঁচো খুঁড়তে সাপ অর্থ অতি সামান্য কারণে বিপজ্জনক পরিণতির সম্মুখীন হওয়া।
-
কাঁচা হাত অর্থ অপটু বা অভিজ্ঞতাহীন ব্যক্তি।
-
গড্ডলিকা-প্রবাহ অর্থ অন্ধভাবে অন্যকে অনুসরণ করা।
উৎস:

0
Updated: 1 week ago
‘সত্যি সেলুকাস, এ দেশ বড় বিচিত্র’। কোন বাক্য?
Created: 3 weeks ago
A
নির্দেশাত্মক বাক্য
B
স্ময়বোধক বাক্য
C
জটিল বাক্য
D
যৌগিক বাক্য
এটি একটি জটিল বা মিশ্র বাক্য। যে বাক্যে একটি প্রধান খণ্ড বাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহার হয়, তাকে মিশ্র বা জটিল বাক্য বলে।

0
Updated: 3 weeks ago