A
his
B
her
C
one's
D
the
উত্তরের বিবরণ
সঠিক উত্তর হবে - one's.
- Complete sentence: One should be careful about one's duty.
• প্রশ্নটি মূলত possessive pronoun বাক্যে possessive pronoun এর ব্যবহারের উপর ভিত্তি করে করা হয়েছে।
• নিয়মানুযায়ী,
- এখানে one শব্দটি হলো pronoun.
- এর possessive form হচ্ছে one's.
- One এর possessive হিসাবে সবসময়ই One's বসে।
- বাক্যে Subject হিসাবে One বসলে এর Possessive Adjective হিসাবে one's হবে।
- তাই এখানে one's ই ব্যবহার করতে হবে।
- His, her বা it বসে না।
• He এর possessive form 'his'.
- She এর possessive form 'her'.

0
Updated: 2 weeks ago
When they had their first child, they put ____ a large sum for his education.
Created: 6 days ago
A
aside
B
beside
C
outside
D
under
Put something aside (phrasal verb):
English Meaning: To keep or save something (like money or time) for later use, especially for something important.
Bangla Meaning: আলাদা করে রাখা; ভবিষ্যতের জন্য জমিয়ে রাখা।
উদাহরণ বাক্য:
তাদের প্রথম সন্তান জন্মানোর পর, তারা তার পড়াশোনার জন্য অনেক টাকা আলাদা করে রাখে।
👉 অন্য কোন অর্থ এখানে প্রযোজ্য নয়।
Source: Cambridge Dictionary

0
Updated: 6 days ago
I am looking for someone who ____ play the piano.
Created: 2 weeks ago
A
able to
B
is able
C
can be able to
D
can
প্রশ্নে প্রদত্ত বাক্যে শূন্যস্থান পূরণের জন্য can ব্যবহৃত হবে।
সম্পূর্ণ বাক্য: I am looking for someone who can play the piano.
-
এখানে can ব্যবহার করা হয়েছে কারণ এটি কারো কোনো কিছু করার সক্ষমতা বোঝায়, অর্থাৎ 'কারো পিয়ানো বাজাতে পারা' বোঝাতে can প্রযোজ্য।
-
মনে রাখতে হবে, can সাধারণত বর্তমান কাল (present indefinite tense)-এ ব্যবহৃত হয়।
-
তবে present perfect বা future tense বোঝাতে হলে can এর পরিবর্তে be able to ব্যবহার করা হয়।
অতএব, সঠিক উত্তর হবে (ঘ)।

0
Updated: 2 weeks ago
The parents became extremely__when their son had not returned by eleven o'clock.
Created: 1 week ago
A
angry
B
annoyed
C
disturbed
D
anxious
• সম্পূর্ণ বাক্য: যখন তাদের ছেলে এগারোটা বাজে বাড়ি ফিরে আসেনি, তখন বাবা-মা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েন।
• অপশনে দেওয়া শব্দগুলোর অর্থ:
-
anxious – উদ্বিগ্ন; চিন্তিত
-
angry – রাগান্বিত; উত্তেজিত
-
annoyed – বিরক্ত; বিরক্তিকর
-
disturbed – বিঘ্নিত; মনঃস্তাবে অশান্ত
• অতএব, বাক্যের অর্থের সঠিক অনুবাদ ও প্রসঙ্গ অনুসারে শূন্যস্থান পূরণে ‘anxious’ শব্দটি ব্যবহার করলে বাক্যটি যথার্থ ও সম্পূর্ণ হয়।
-
সম্পূর্ণ বাক্য: The parents became extremely anxious when their son had not returned by eleven o'clock.
-
বাংলায় অর্থ: এগারোটা নাগাদ ছেলে ফিরে না আসায় বাবা-মা খুব উদ্বিগ্ন হয়ে পড়েন।
সূত্র: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Bangla Academy

0
Updated: 1 week ago