‘সীমানা ছাড়িয়ে’ উপন্যাসটির রচয়িতা কে?
A
আনিস চৌধুরী
B
সৈয়দ শামসুল হক
C
সৈয়দ মুজতবা আলী
D
জহির রায়হান
উত্তরের বিবরণ
সৈয়দ শামসুল হক ছিলেন বাংলাদেশের একজন বহুমুখী প্রতিভাধর সাহিত্যিক, যিনি কবিতা, নাটক, উপন্যাস, গল্পসহ প্রায় সব সাহিত্যশাখায় সমান দক্ষতা দেখিয়েছেন। তিনি ১৯৩৫ সালে কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন এবং লেখক হিসেবেই সমধিক পরিচিত। তাঁর রচিত “সীমানা ছাড়িয়ে” (১৯৬৪) উপন্যাসটি বিশেষভাবে উল্লেখযোগ্য।
-
তাঁর রচিত কাব্যনাট্য:
-
পায়ের আওয়াজ পাওয়া যায়
-
নুরুলদীনের সারাজীবন
-
এখানে এখন
-
-
তাঁর রচিত গল্পগ্রন্থ:
-
তাস
-
শীত বিকেল
-
আনন্দের মৃত্যু
-
প্রাচীন বংশের নিঃস্ব সন্তান
-
জলেশ্বরীর গল্পগুলো
-
-
তাঁর কবিতা:
-
একদা এক রাজ্যে
-
বৈশাখে রচিত পঙ্ক্তিমালা
-
পরানের গহীন ভিতর
-
বেজান শহরের জন্য কোরাস
-
কাননে কানে তোমারই সন্ধানে
-
আমি জন্মগ্রহণ করিনি ইত্যাদি
-

0
Updated: 18 hours ago