নিচের কোনটি সবচেয়ে ছোট?
A
৭/৩
B
১/৩
C
১/২
D
৩/৪
উত্তরের বিবরণ
প্রশ্ন: নিচের কোনটি সবচেয়ে ছোট?
সমাধান:
৭/৩ = ২.৩৩
১/৩ = ০.৩৩৩
১/২ = ০.৫
৩/৪ = ০.৭৫
∴ সবচেয়ে ছোট ০.৩৩৩ = ১/৩
0
Updated: 1 month ago
একটি জন্মদিনের অনুষ্ঠানে কয়েকজন অতিথি উপস্থিত ছিলেন। তারা পরস্পরের সাথে কেবল একবার করে করমর্দন করতে পারবেন। যদি করমর্দনের সংখ্যা 66 হয়, তাহলে ঐ অনুষ্ঠানে কত জন অতিথি উপস্থিত ছিলেন?
Created: 1 month ago
A
10 জন
B
12 জন
C
18 জন
D
23 জন
প্রশ্ন: একটি জন্মদিনের অনুষ্ঠানে কয়েকজন অতিথি উপস্থিত ছিলেন। তারা পরস্পরের সাথে কেবল একবার করে করমর্দন করতে পারবেন। যদি করমর্দনের সংখ্যা 66 হয়, তাহলে ঐ অনুষ্ঠানে কত জন অতিথি উপস্থিত ছিলেন?
সমাধান:
ধরি,
ঐ অনুষ্ঠানে উপস্থিত অতিথি সংখ্যা = n জন
প্রশ্নমতে,
nC2 = 66
⇒ {n(n - 1)(n - 2)!}/{2! × (n - 2)!} = 66
⇒ n(n - 1) = 132
⇒ n2 - n - 132 = 0
⇒ n2- 12n + 11n - 132 = 0
⇒ n(n - 12) + 11(n - 12) = 0
⇒ (n - 12)(n + 11) = 0
হয়, n - 12 = 0 অথবা n + 11 = 0
হয়, n = 12 অথবা n = - 11
কিন্তু n = - 11 গ্রহণযোগ্য নয় কারন লোকসংখ্যা ঋণাত্মক হতে পারে না।
∴ n = 12
অর্থাৎ ঐ অনুষ্ঠানে উপস্থিত অতিথির সংখ্যা = 12 জন।
0
Updated: 1 month ago
Insert the arithmetical signs, if (28 ? 4 ? 8 ÷ 2 = 116)
Created: 1 month ago
A
+, -
B
÷, -
C
×, +
D
none of the above
প্রশ্ন: Insert the arithmetical signs, if (28 ? 4 ? 8 ÷ 2 = 116)
সমাধান:
25 × 3 + 6 ÷ 2
= 25 × 3 + 3
= 75 + 3
= 78
0
Updated: 1 month ago
একটি হোস্টেলে ৫০০ জন বোর্ডারের ২০ দিনের খাদ্য মজুদ আছে। ৫ দিন পর ২০০ জন বোর্ডার অন্যত্র চলে গেলে বাকি খাদ্যে কতদিন চলবে?
Created: 1 month ago
A
১৫ দিন
B
২০ দিন
C
২৫ দিন
D
৩৫ দিন
প্রশ্ন: একটি হোস্টেলে ৫০০ জন বোর্ডারের ২০ দিনের খাদ্য মজুদ আছে। ৫ দিন পর ২০০ জন বোর্ডার অন্যত্র চলে গেলে বাকি খাদ্যে কতদিন চলবে?
সমাধান:
৫ দিন পর,
অবশিষ্ট দিন = (২০ - ৫) দিন = ১৫ দিন
অবশিষ্ট লোক = (৫০০ - ২০০) দিন = ৩০০ জন
এখন,
৫০০ জন বোর্ডারের খাদ্য আছে = ১৫ দিনের
∴ ১ জন বোর্ডারের খাদ্য আছে = (১৫ × ৫০০) দিনের
∴ ৩০০ জন বোর্ডারের খাদ্য আছে = (১৫ × ৫০০)/৩০০ দিনের = ২৫ দিনের
0
Updated: 1 month ago