নিচের কোনটি নিত্য পুরুষবাচক শব্দ?
A
শূদ্র
B
সেনাপতি
C
শিষ্য
D
মরদ
উত্তরের বিবরণ
বাংলা ভাষায় নিত্য পুরুষবাচক শব্দ এমন শব্দ যা স্বাভাবিকভাবেই পুরুষ লিঙ্গ নির্দেশ করে। এ ধরনের শব্দ সাধারণভাবে পুরুষকে বোঝাতে ব্যবহৃত হয়। নিচে কিছু উদাহরণ দেওয়া হলো।
-
নিত্য পুরুষবাচক শব্দ
-
কবিরাজ
-
কৃতদার
-
অকৃতদার
-
ঢাকী
-
সেনাপতি
-
-
সমতুল্য নারী বা বিপরীত লিঙ্গ নির্দেশক শব্দ
-
মরদ ↔ জেনানা
-
শিষ্য ↔ শিষ্যা
-
শূদ্র ↔ শূদ্রা
-
উৎস:

0
Updated: 18 hours ago
"চৌকা > চৌকো" - কোন ধরনের ধ্বনি পরিবর্তন?
Created: 1 week ago
A
প্রগত স্বরসঙ্গতি
B
পরাগত স্বরসঙ্গতি
C
মধ্যগত স্বরসঙ্গতি
D
অন্যোন্য স্বরসঙ্গতি
স্বরসঙ্গতি:
একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অপর স্বরের পরিবর্তন ঘটলে তাকে স্বরসঙ্গতি বলে। যথা-
• প্রগত স্বরসঙ্গতি:
আদিস্বর অনুযায়ী অন্ত্যস্বর পরিবর্তিত হলে প্রগত স্বরসঙ্গতি হয়।
যেমন:
- মুলা > মুলো;
- শিকা > শিকে;
- চৌকা > চৌকো;
- তুলা > তুলো।
• পরাগত স্বরসঙ্গতি:
অন্ত্যস্বরের কারণে আদ্যস্বর পরিবর্তিত হলে পরাগত স্বরসঙ্গতি হয়।
যেমন:
- আখো > আখুয়া > এখো;
- দেশি > দিশি।
• মধ্যগত স্বরসঙ্গতি:
আদ্যস্বর ও অন্ত্যস্বর অনুযায়ী মধ্যস্বর পরিবর্তিত হলে মধ্যগত স্বরসঙ্গতি হয়।
যেমন:
- বিলাতি > বিলিতি।
• অন্যোন্য স্বরসঙ্গতি:
আদ্য ও অন্ত্য দুই স্বরই পরস্পর প্রভাবিত হলে অন্যোন্য স্বরসঙ্গতি হয়।
যেমন:
- মোজা > মুজো।

0
Updated: 1 week ago
'শান্তি' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
Created: 18 hours ago
A
√শাম্+ক্তি
B
√শম্+ক্তি
C
√শ্রু+ক্তি
D
√শ্যাম্+ক্তি
বাংলা ভাষায় কৃৎ-প্রত্যয় বিশেষভাবে শব্দ গঠনে ব্যবহৃত হয়, যা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ সৃষ্টি করে। বিশেষভাবে ক্তি-প্রত্যয়ের কিছু নিয়ম আছে যা ধাতুর পরিবর্তন বা উপধার বৃদ্ধি ঘটায়। নিচে বিস্তারিতভাবে ব্যাখ্যা দেওয়া হলো।
-
উদাহরণ: √শম্ + ক্তি = শান্তি
-
বিশেষ নিয়মে সাধিত কৃৎ-প্রত্যয়
-
ক্তি-প্রত্যয় যোগ করলে কোনো কোনো ধাতুর অন্ত ব্যঞ্জন লোপ পায়।
-
উদাহরণ:
-
√মন্ + ক্তি = মতি
-
√রম্ + ক্তি = রতি
-
-
-
কোনো কোনো ধাতুর উপধা অ-কারের বৃদ্ধি হয়, অর্থাৎ আ-কার যুক্ত হয়।
-
উদাহরণ:
-
√শ্রম্ + ক্তি = শ্রান্তি (সন্ধিসূত্রে ম > ন হয়)
-
√শম্ + ক্তি = শান্তি
-
-
-
-
নিপাতনে সিদ্ধ ধাতু
-
√গৈ + ক্তি = গীতি
-
√সিধ + ক্তি = সিদ্ধি
-
√বুধ + ক্তি = বুদ্ধি
-
√শিক্ + ক্তি = শক্তি
-
উৎস:

0
Updated: 18 hours ago
'মৌমাছি' এর প্রতিশব্দ -
Created: 3 days ago
A
মধুপ
B
অলি
C
শিলীমুখ
D
সবগুলোই
মৌমাছি শব্দের প্রতিশব্দের মধ্যে রয়েছে মধুকর, অলি, মধুপ, শিলীমুখ প্রভৃতি।
উৎস:

0
Updated: 3 days ago