A
turned down
B
turned up
C
turned bottom
D
turned over
উত্তরের বিবরণ
• অপশন গুলোর অর্থ,
• turned down:
- to refuse an offer or request.
-
• turned up:
- to arrive or appear somewhere, usually unexpectedly or in a way that was not planned.
- উপস্থিত হওয়া; আসা
• turned bottom:
- কোনো অর্থবোধক phrase নয়।
- turned over:
- If an engine turns over, its parts move in order to make the engine start running.
- উলটানো; উলটে যাওয়া; অবস্থান পরিবর্তন করা; আছাড় খাওয়া; পাশ ফেরা।
• phrase গুলোর অর্থ বিবেচনা করে দেখা যায়, শূন্যস্থানে সঠিক উত্তর হবে - turned over.
- Complete sentence: The Captain left the boat, because it turned over.
Source: Cambridge Dictionary and Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 2 weeks ago
A person whose 'head' is in the clouds is-
Created: 2 weeks ago
A
proud
B
a day dreamer
C
an aviator
D
useless
A person whose head is in the clouds is - a day dreamer.
Have one’s head in the clouds:
English Meaning: (of a person) out of touch with reality/day dreaming.
Bangla Meaning: পরিস্থিতি সম্পর্কে পুর্ণ ধারণা না রাখা / আকাশ কুসুম কল্পনা।
Ex. Sentence: He's always got his head in the clouds.
Bangla Meaning: সে সর্বদাই দিবা-স্বপ্নে বিভোর থাকে।
• অন্য অপশনগুলোর অর্থ -
ক) proud -
- (সদার্থে) গর্বিত; মর্যাদাবান।
- (কদার্থে) উদ্ধত; অহংকারী; প্রগলভ; অহংকৃত; দাম্ভিক।
গ) an aviator
- একজন বিমান, নভোযান বা বেলুনের চালক; বৈমানিক।
ঘ) useless
- অকাজের; মূল্যহীন; অর্থহীন; অপদার্থ; অকেজো; অকার্যকর
Source: Live MCQ Lecture and Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 2 weeks ago
In the 18th Century the Mughal Empire begun to-
Created: 2 days ago
A
discriminate
B
disintegrate
C
differentiate
D
dislocate
• অপশনে উল্লিখিত শব্দগুলোর মধ্যে -
ক) Discriminate
English Meaning: make an unjust or prejudicial distinction in the treatment of different categories of people, especially on the grounds of ethnicity, sex, age, or disability.
Bangla Meaning: পার্থক্য নিরূপণ করতে পারা; বিচার করা।
খ) Disintegrate
English Meaning: break up into small parts as the result of impact or decay, lose strength or cohesion and gradually fail.
Bangla Meaning: নানা অংশে বিভক্ত; খণ্ডিত করা বা হওয়া।
গ) Differentiate
English Meaning: recognize or ascertain what makes (someone or something) different.
Bangla Meaning: পার্থক্য করা; পার্থক্য দেখানো।
ঘ) Dislocate
English Meaning: disturb the normal position of (a bone in a joint).
Bangla Meaning: স্থানচ্যুত করা; অস্থি স্থানচ্যুত করা।
• সুতরাং, বুঝা যাচ্ছে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - শূন্যস্থানে disintegrate শব্দটি বসালে বাক্যের অর্থ পূর্ণতা পাবে।
- - অষ্টাদশ শতকে মোগল সম্রাজ্য ভেঙে খান খান হয়ে গেছিলো বুঝাতে disintegrate হবে।
- Complete sentence: In the 18th Century the Mughal Empire begun to disintegrate.
- Bangla Meaning; 18 শতকে মুঘল সাম্রাজ্য ভেঙে পড়তে শুরু করে।
Source: Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 2 days ago
Three fourths of the work _____ finished.
Created: 2 weeks ago
A
have been
B
had
C
has been
D
were
সাধারণত ভগ্নাংশের ক্ষেত্রে প্রথমটি One এর বেশি হলে দ্বিতীয়টির সঙ্গে 's' যোগ হয় (যেমন- Two-thirds).
- কিন্তু প্রথমটি One হলে দ্বিতীয়টির সঙ্গে 's' যোগ হয় না (যেমন- One-third).
- আবার সব ধরনের ভগ্নাংশের পরে noun - singular হলে verb - singular এবং noun - plural হলে verb - plural হয়।
- উল্লিখিত প্রশ্নে work হচ্ছে uncountable noun এবং singular.
- তাই, নিয়মানুযায়ী বুঝা যাচ্ছে সঠিক উত্তর হচ্ছে - has been finished.
- Three-fourths of the work has been finished.
- যেহেতু কোনো কাজ নিজে নিজে করা সম্ভব নয়, কারো দ্বারা সংঘটিত হয় তাই তা pasive sense প্রকাশ করছে বিধায় has been অধিক গ্রহণযোগ্য উত্তর।
- had না হয়ে had been হলে দ্বৈত উত্তর হত।
• Correct complete Sentence:
- Three-fourths of the work has been finished.

0
Updated: 2 weeks ago