The captain left the boat, because it-
A
turned down
B
turned up
C
turned bottom
D
turned over
উত্তরের বিবরণ
• অপশন গুলোর অর্থ,
• turned down:
- to refuse an offer or request.
-
• turned up:
- to arrive or appear somewhere, usually unexpectedly or in a way that was not planned.
- উপস্থিত হওয়া; আসা
• turned bottom:
- কোনো অর্থবোধক phrase নয়।
- turned over:
- If an engine turns over, its parts move in order to make the engine start running.
- উলটানো; উলটে যাওয়া; অবস্থান পরিবর্তন করা; আছাড় খাওয়া; পাশ ফেরা।
• phrase গুলোর অর্থ বিবেচনা করে দেখা যায়, শূন্যস্থানে সঠিক উত্তর হবে - turned over.
- Complete sentence: The Captain left the boat, because it turned over.
Source: Cambridge Dictionary and Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 2 months ago
“I shall help you provided you obey me”. Here the underlined word is a/an-
Created: 1 week ago
A
adverb
B
adjective
C
conjunction
D
verb
Provided / Provided that
“Provided” বা “Provided that” হলো একটি conjunction (যোগসূত্র) যা শর্ত বোঝাতে ব্যবহৃত হয়। এটি সাধারণত “if” বা “only if” অর্থে ব্যবহৃত হয়।
এটি দুটি clause (বাক্যাংশ) কে সংযুক্ত করে – একটি প্রধান বাক্য এবং একটি শর্তসূচক বাক্য।
2. উদাহরণ বাক্য:
-
I shall help you provided you obey me.
-
বাংলা অর্থ: আমি তোমাকে সাহায্য করব যদি তুমি আমার কথা মানো।
-
এখানে provided দুটি clause “I shall help you” এবং “you obey me” কে সংযুক্ত করছে।
-
3. আরও উদাহরণ:
-
Anyone can come on the trip provided that they follow the rules.
-
যদি তারা নিয়ম মেনে চলে, তবে কেউ যাত্রায় আসতে পারবে।
-
-
Provided that the boat leaves on time, we should reach France by morning.
-
যদি নৌকা সময়মতো ছেড়ে যায়, আমরা সকালে ফ্রান্স পৌঁছাতে পারব।
-
-
The flight will take off provided that the weather is good.
-
যদি আবহাওয়া ভালো থাকে, উড়ান শুরু হবে।
-
সারসংক্ষেপ:
“Provided / Provided that” দিয়ে বাক্যকে শর্তমূলক (conditional) অর্থ দেওয়া যায়। এটি if / only if এর সমার্থক।
উৎস: Swan, Michael. Practical English Usage, Oxford University Press.

0
Updated: 1 week ago
Hardly ________ a word when she interrupted me.
Created: 1 month ago
A
I spoken
B
I had spoken
C
have I spoken
D
had I spoken
• Complete Sentence: Hardly had I spoken a word when she interrupted me.
- Bangla Meaning: আমি কথাটা বলতেই না বলতেই ও আমাকে থামিয়ে দিল।
- কোনো বাক্যে hardly had থাকলে, hardly had যুক্ত অংশটি past perfect tense এ হয় ও verb এর past participle form হয় এবং hardly had এর পরবর্তী clause টি শুরু করতে হয় when দিয়ে এবং বাকি অংশ টুকু past indefinite tense এ হয়।
- Structure: Hardly had + sub + verb এর past participle form + When + past indefinite tense.
- যেহেতু প্রদত্ত প্রশ্নের প্রথম Clause টি hardly had যুক্ত এবং past perfect tense-এ আছে তাই এর পরবর্তী clause অবশ্যই শুরু করতে হবে when দিয়ে এবং tense হবে past indefinite.
- তাই, এখানে, Hardly এর পরে শূন্যস্থানে - had I spoken হয়েছে।
সহজে মনে রাখার সুবিধার্থে,
- কোনো কিছু হওয়া/ করা মাত্রই অন্য কিছু হয়েছিল/ করেছিল বোঝাতে অথবা হতে না...হতেই / করতে না No sooner had......than এভাবে আসে। করতেই বোঝাতে বাক্যে সবসময় Hardly had.......when, scarcely had...when,
- আর When ও than এর পূর্বে Past perfect Tense এবং When ও than এর পরে Past Indefinite Tense ব্যবহৃত হয়।

0
Updated: 1 month ago
The word 'permissive' implies-
Created: 4 weeks ago
A
humble
B
law-abiding
C
liberal
D
submissive
শব্দ: Permissive
ইংরেজি অর্থ: একজন ব্যক্তি বা সমাজ যারা এমন আচরণকে অনুমতি দেয় যা অন্যরা নাপছন্দ করতে পারে; বিশেষ করে যৌন বা সামাজিক বিষয়ে স্বাধীনতা দেখানো।
বাংলা অর্থ: অনুমতিদায়ক; এমন ব্যক্তি যিনি কাউকে কিছু করার অনুমতি দেন, কিন্তু তা করতে আদেশ দেন না।
বিকল্প শব্দসমূহ:
ক) humble – বিনয়ী, নম্র।
খ) law-abiding – আইন মান্যকারী।
গ) liberal – উদার, মুক্তহস্ত, সদাশয়।
ঘ) submissive – অনুগত, বাধ্য।
উত্তর: liberal ✅
বুঝার সহজ উপায়: 'Permissive' হলো এমন একজন ব্যক্তি বা মনোভাব যিনি অন্যদের অনেক কিছু করার অনুমতি দেন বা সহজভাবে মেনে নেন। এটি মূলত উদার বা মুক্তচিন্তার সমার্থক।
সূত্র: Cambridge Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary

0
Updated: 4 weeks ago