'Subjudice' এর বাংলা পরিভাষা কোনটি?
A
অবিচার
B
বিচারাধীন
C
অধস্তন
D
স্বচ্ছ
উত্তরের বিবরণ
আইনি ও প্রশাসনিক পরিভাষায় সঠিক শব্দচয়ন প্রয়োজন, যা বাংলায় ভাবের যথাযথ প্রকাশ নিশ্চিত করে। কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ নিচে দেওয়া হলো।
-
Subjudice : বিচারাধীন
-
Act : আইন
-
Addendum : পরিশিষ্ট, সংযোজন
-
Adjournment : মুলতবি
-
Ad-hoc : তদর্থক
-
Adjustment : সমন্বয়ন
-
Affidavit : হলফনামা
-
Affiliation : সম্বন্ধীকরণ
-
Agenda : আলোচ্যসূচি
উৎস:
0
Updated: 1 month ago
"যারা-তারা" - কোন ধরনের সর্বনাম?
Created: 1 month ago
A
আত্মবাচক সর্বনাম
B
সাপেক্ষ সর্বনাম
C
অনির্দিষ্ট সর্বনাম
D
পারস্পরিক সর্বনাম
সাপেক্ষ সর্বনাম হলো সেই সর্বনাম, যা পরস্পর নির্ভরশীল দুটি সর্বনামকে বোঝায়।
উদাহরণ:
-
যারা-তারা
-
যে-সে
-
যেমন-তেমন (যেমন কর্ম, তেমন ফল)
অন্যান্য সর্বনামের প্রকারভেদ:
-
আত্মবাচক সর্বনাম : কর্তা নিজেই কোনো কাজ করেছে, এ ভাবটি জোর দিয়ে বোঝাতে ব্যবহৃত হয়।
যেমন: নিজে, স্বয়ং -
অনির্দিষ্ট সর্বনাম : অনির্দিষ্ট বা পরিচয়হীন কিছু বোঝাতে ব্যবহৃত হয়।
যেমন: কেউ, কোথাও, কিছু, একজন -
পারস্পরিক সর্বনাম : দুই পক্ষের সহযোগিতা বা নির্ভরতা বোঝাতে ব্যবহৃত হয়।
যেমন: পরস্পর, নিজেরা নিজেরা
(উৎস:
0
Updated: 1 month ago
ভাবের সুসংগত প্রসারণের নাম কী?
Created: 2 months ago
A
ভাব-সম্প্রসারণ
B
ভাবার্থ
C
মর্মার্থ
D
সারভাব
প্রতিটি ভাষায়ই এমন কিছু বাক্য রয়েছে যেগুলোতে লুকিয়ে আছে গভীর ভাব। কবি, সাহিত্যিক, মনীষীদের রচনা কিংবা হাজার বছর ধরে প্রচলিত প্রবাদ প্রবচনে নিহিত থাকে জীবনসত্য। এ ধরনের গভীর ভাব বিশ্লেষণ করে তা সহজভাবে বুঝিয়ে দেওয়াকে বলে ভাবসম্প্রসারণ।
0
Updated: 2 months ago
'Attested'- এর বাংলা পরিভাষা কোনটি?
Created: 2 months ago
A
সত্যায়িত
B
প্রত্যয়িত
C
সত্যায়ন
D
সংলগ্ন/সংলাগ
‘Attested’ এর বাংলা পরিভাষা: সত্যায়িত।
এছাড়া সংশ্লিষ্ট শব্দগুলো হলো:
-
Certified – প্রত্যয়িত
-
Attestation – সত্যায়ন / প্রত্যয়ন
-
Attached – সংলগ্ন
উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
সহজভাবে বলা যায়, যখন কোনো কাগজপত্র বা নথি “attested” হয়, তখন সেটি সত্যায়িত হয়েছে—অর্থাৎ সত্যতা নিশ্চিত করা হয়েছে। অন্যদিকে, “certified” মানে হলো কোনো কাগজপত্রের জন্য প্রত্যয়ন বা স্বীকৃতি প্রদান, আর “attached” হলো কোনো কাগজপত্রের সঙ্গে সংলগ্নভাবে যুক্ত থাকা।
0
Updated: 2 months ago