'রাত্রের মধ্যভাগ' এর এক কথায় প্রকাশ-
A
মহানিশা
B
পররাত্র
C
ত্রিযামা
D
সৌপ্তিক
উত্তরের বিবরণ
বাংলা ভাষায় রাত্রি সম্পর্কিত শব্দগুলো নির্দিষ্ট সময় ও প্রেক্ষাপট অনুযায়ী ব্যবহার করা হয়। কিছু গুরুত্বপূর্ণ রাত্রি সম্পর্কিত শব্দ নিচে দেওয়া হলো।
-
মধ্যরাত্রি : মহানিশা
-
অন্যান্য রাত্রি সম্পর্কিত শব্দ
-
রাত্রির তিনভাগ একত্রে : ত্রিযামা
-
রাত্রিকালীন যুদ্ধ : সৌপ্তিক
-
রাত্রির শেষ ভাগ : পররাত্র
-
রাত্রির প্রথম ভাগ : পূর্বরাত্র
-
উৎস:

0
Updated: 18 hours ago
ব্যাকরণ ও ভাষার মধ্যে কোনটি আগে সৃষ্টি হয়েছে?
Created: 2 weeks ago
A
ব্যাকরণ
B
ভাষা
C
ব্যাকরণ ও ভাষা উভয়ই একসাথে
D
কোনোটিই নয়
মনের ভাব প্রকাশের জন্যে মানুষের কণ্ঠ নিঃসৃত অর্থবোধক ধ্বনির সমষ্টি ভাষা বলে। ভাষার মূল উপাদান হলো ধ্বনি। ধ্বনির সাহায্যেই ভাষার সৃষ্টি। ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলে। বর্ণের সমন্বয়ে গঠিত হয় শব্দ এবং শব্দের সমন্বয়ে গঠিত হয় বাক্য। এই বাক্য হলো ভাষার মূল উপকরণ। ব্যাকরণ একটি সংস্কৃত শব্দ যার ব্যুৎপত্তিগত অর্থ হলো বিশেষভাবে বিশ্লেষণ করা। ব্যাকরণ ভাষার শৃঙ্খলা রক্ষা করে নিয়ম-কানুন প্রণয়ন করে এবং তা প্রয়োগের রীতি সুত্রবদ্ধ করে। সুতরাং, ব্যাকরণকে ভাষার আইন বলা যায়।

0
Updated: 2 weeks ago
'সিংহ' এর প্রতিশব্দ কোনটি?
Created: 3 days ago
A
কুরঙ্গ
B
ভুজঙ্গ
C
মৃগেন্দ্র
D
কুঞ্জর
‘সিংহ’ শব্দের প্রতিশব্দ হলো মৃগেন্দ্র। একই রকম অর্থে ব্যবহার করা যায় আরও কিছু সমার্থক শব্দের মাধ্যমে, যেমন:
-
পশুরাজ
-
কেশরী
-
মৃগেন্দ্র
-
মৃগরাজ
অন্যান্য পশু ও তাদের প্রতিশব্দ:
-
ভুজঙ্গ = সাপ
-
কুরঙ্গ = হরিণ
-
কুঞ্জর = হাতি
উৎস:

0
Updated: 3 days ago
নিচের কোন শব্দটির পুরুষ বাচক শব্দ নেই?
Created: 2 weeks ago
A
বাদী
B
দাত্রী
C
তাদৃশী
D
ডাইনী
নিত্য স্ত্রীবাচক শব্দ বলতে শুধু স্ত্রী বাচক শব্দ বোঝায়। নিত্য স্ত্রী বাচক শব্দের কখনো পুরুষ বাচক শব্দ হয়না। যেমন - সতীন, কুলটা, বিমাতা, পোয়াতী, সধবা, বিধবা, ডাইনি ইত্যাদি।

0
Updated: 2 weeks ago