নিচের কোন দুটি বাগ্ধারা একই অর্থ প্রকাশ করে?
A
ঢাকের বাঁয়া ও ঢেঁকি অবতার
B
ঠুঁটো জগন্নাথ ও কুমড়ো কাটা বটঠাকুর
C
উড়ো কথা ও উড়ো চিঠি
D
পদ্মপাতার জল ও জলভাত
উত্তরের বিবরণ
বাংলা ভাষায় বাগ্ধারা কথোপকথন ও লেখায় ভাবকে সংক্ষিপ্ত ও কার্যকরভাবে প্রকাশ করার একটি উপায়। কিছু গুরুত্বপূর্ণ বাগ্ধারা এবং তাদের অর্থ নিচে দেওয়া হলো।
-
একই অর্থে ব্যবহৃত বাগ্ধারা
-
ঠুঁটো জগন্নাথ : অকর্মণ্য
-
কুমড়ো কাটা বটঠাকুর : অকর্মণ্য লোক
-
-
ভিন্ন অর্থে ব্যবহৃত প্রায় একই দেখতে বাগ্ধারা
-
উড়ো কথা : গুজব
-
উড়ো চিঠি : বেনামি পত্র
-
ঢাকের বাঁয়া : অপ্রয়োজনীয়
-
ঢেঁকি অবতার : নির্বোধ লোক
-
পদ্মপাতার জল, তাসের ঘর, জলের দাগ : ক্ষণস্থায়ী
-
জলভাত : সহজ সাধ্য
-
উৎস:
0
Updated: 1 month ago
'প্রচুর' এর বিশেষ্য রূপ কোনটি?
Created: 1 month ago
A
প্রাচুর্য্য
B
প্রাচুর্য
C
প্রাচুর্যতা
D
প্রচুর
প্রচুর শব্দের বিশেষ্য রূপ হলো প্রাচুর্য।
-
প্রচুর (বিশেষণ)
-
সংস্কৃত থেকে আগত শব্দ।
-
গঠন: প্র + √চুর্ + অ
-
অর্থ: ঢের, পর্যাপ্ত
-
-
প্রাচুর্য (বিশেষ্য)
-
সংস্কৃত থেকে আগত শব্দ।
-
গঠন: প্রচুর + য
-
অর্থ: আধিক্য
-
0
Updated: 1 month ago
‘রজক’ এর স্ত্রীবাচক শব্দ কোনটি?
Created: 2 months ago
A
রজকা
B
রজকী
C
রজকিনী
D
রজকানী
রজক শব্দের অর্থ হলো ধোপা (যিনি কাপড় ধৌত করেন)।
-
বাংলায় অনেক পুরুষবাচক শব্দের স্ত্রীলিঙ্গ রূপ গঠিত হয় -িনী প্রত্যয় যোগে।
যেমন –-
ব্রাহ্মণ → ব্রাহ্মণী
-
রাজক → রাজকিনী
-
রজক → রজকিনী
-
অন্যগুলো ভুল কারণ—
-
রজকা: বাংলা ব্যাকরণে নেই।
-
রজকী: স্ত্রীবাচক রূপ হিসেবে প্রচলিত নয়।
-
রজকানী: অপ্রচলিত এবং ব্যাকরণসম্মত নয়।
তাই সঠিক উত্তর: রজকিনী।
0
Updated: 2 months ago
'দোয়াব' - বলতে কী বোঝায়?
Created: 1 month ago
A
দু বার ফল ধরে যে গাছে
B
দুবার বলা
C
দুই নদীর মধ্যবর্তী স্থান
D
দু ভাষা জানে যে
'দুই নদীর মধ্যবর্তী স্থান' কে এক কথায় বলা হয় দোয়াব। এ শব্দটি ভূগোল ও ভাষাবিজ্ঞানে সমানভাবে ব্যবহৃত হয়, বিশেষ করে নদী অববাহিকার বর্ণনায়। নিচে অনুরূপ কিছু একক শব্দের উদাহরণ দেওয়া হলো—
-
দু ভাষা জানে যে — দোভাষী
-
দুবার বলা — দ্বিরুক্তি
-
দু বার ফল ধরে যে গাছে — দোফলা
0
Updated: 1 month ago