কোনটি পুরাঘটিত অতীত কাল নির্দেশ করে?
A
আমরা তখন পত্রিকা পড়ছিলাম।
B
কাল সন্ধ্যায় বৃষ্টি পড়ছিল।
C
কাজটি কি তুমি করেছিলে?
D
শিকারি পাখিটিকে গুলি করল।
উত্তরের বিবরণ
বাংলা ভাষায় অতীত কাল ক্রিয়ার সময় ও ঘটনার প্রেক্ষাপট অনুযায়ী তিন ধরনের ভাগে ভাগ করা হয়। প্রতিটি অতীত কাল নির্দিষ্ট অর্থ প্রকাশ করে। নিচে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হলো।
-
পুরাঘটিত অতীত কাল
-
সংজ্ঞা: যে ক্রিয়া অতীতের বহু পূর্বেই সংঘটিত হয়েছে এবং যার পরে আরও কিছু ঘটনা ঘটেছে, তাকে পুরাঘটিত অতীত কাল বলা হয়।
-
উদাহরণ:
-
সেবার তাকে সুস্থই দেখেছিলাম।
-
কাজটি কি তুমি করেছিলে?
-
-
-
সাধারণ অতীত কাল
-
সংজ্ঞা: বর্তমান কালের পূর্বে যে ক্রিয়া সম্পূর্ণ হয়েছে, তার সংঘটন সাধারণ অতীত কাল।
-
উদাহরণ:
-
শিকারি পাখিটিকে গুলি করল।
-
-
-
ঘটমান অতীত কাল
-
সংজ্ঞা: অতীত কালে যে কাজ চলছিল এবং সেই সময়ের কথা বলা হয়েছে, তখনও কাজটি সমাপ্ত হয়নি, এমন ক্রিয়ার সংঘটনকে ঘটমান অতীত কাল বলে।
-
উদাহরণ:
-
কাল সন্ধ্যায় বৃষ্টি পড়ছিল।
-
আমরা তখন বই পড়ছিলাম।
-
বাবা আমাদের পড়াশুনা দেখছিলেন।
-
-
উৎস:

0
Updated: 18 hours ago
ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতা কে?
Created: 2 weeks ago
A
উইলিয়াম কেরি
B
রাজা রামমোহন রায়
C
নাথানিয়েল ব্রাসি হ্যালহেড
D
জোশুয়া মার্শম্যান
বাংলা ব্যাকরণ রচনার ইতিহাস
-
প্রথম বাংলা ব্যাকরণ (১৭৪৩ খ্রি.)
-
প্রকাশিত হয় পর্তুগিজ ভাষায়।
-
লেখক: মানোএল দা আসসুম্পসাঁউ
-
তিনি এটি রচনা করেন বাংলা-পর্তুগিজ অভিধানের ভূমিকা অংশ হিসেবে।
-
-
হ্যালহেডের ব্যাকরণ (১৭৭৮ খ্রি.)
-
প্রকাশিত হয় নাথানিয়েল ব্রাসি হ্যালহেড প্রণীত পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ।
-
বইটির নাম: “A Grammar of the Bengal Language”
-
এটি ইংরেজিতে রচিত প্রথম পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ।
-
-
উইলিয়াম কেরির ব্যাকরণ (১৮০১ খ্রি.)
-
রচিত ইংরেজি ভাষায় “A Grammar of the Bengalee Language”।
-
পরবর্তীতে, ১৮৪৬ সালে জন রবিনসন এই গ্রন্থের বঙ্গানুবাদ প্রকাশ করেন।
-
-
রামমোহন রায়ের ব্যাকরণ (১৮২৬ ও ১৮৩৩ খ্রি.)
-
১৮২৬ সালে রামমোহন রায় ইংরেজি ভাষায় একটি উল্লেখযোগ্য বাংলা ব্যাকরণ রচনা করেন।
-
১৮৩৩ সালে প্রকাশিত ‘গৌড়ীয় ব্যাকরণ’ হলো বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ।
-
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ); বাংলাপিডিয়া

0
Updated: 2 weeks ago
ঢাকা + ঈশ্বরী = ঢাকেশ্বরী – নিচের কোন নিয়মে হয়েছে?
Created: 1 month ago
A
আ + ঈ = এ
B
অ + ঈ = এ
C
আ + ই = এ
D
অ + ই = এ
এখানে, ঢাকা শব্দের শেষের আ এবং ঈশ্বরী শব্দের প্রথমের ঈ ধ্বনি মিলিত হয়ে এ ধ্বনিতে পরিবর্তিত হয়েছে, যার ফলে শব্দটি হয়েছে ঢাকেশ্বরী।

0
Updated: 1 month ago
"মুখ্য" এর বিপরীত শব্দ—
Created: 3 days ago
A
ক্ষুদ্র
B
ছোটো
C
তুচ্ছ
D
গৌণ
মুখ্য শব্দের বিপরীত হলো গৌণ।
অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
-
সন্ধি = বিবাদ, বিগ্রহ
-
হৃদ্যতা = কপটতা
-
হাজির = গরহাজির
-
সরস = নীরস
-
মুক্ত = আবদ্ধ
উৎস:

0
Updated: 3 days ago