'বুদ্ধির ঢেঁকি' বাগ্ধারার অর্থ কী?
A
মহাজ্ঞানী
B
নির্বোধ
C
ভণ্ড
D
প্রবীণ
উত্তরের বিবরণ
বাংলা ভাষায় বাগ্ধারা কথোপকথন ও লেখায় ভাবকে সংক্ষিপ্ত ও প্রাঞ্জলভাবে প্রকাশ করার একটি উপায়। কিছু গুরুত্বপূর্ণ বাগ্ধারা ও তাদের অর্থ নিচে দেওয়া হলো।
-
বুদ্ধির ঢেঁকি : নির্বোধ
-
গুড়ে বালি : আশায় নৈরাশ্য
-
গোড়ায় গলদ : শুরুতেই ভুল
-
কৈ মাছের জান : যা সহজে মরে না
-
পুটি মাছের প্রাণ : ছোটো মন
-
তালকানা : কাণ্ডজ্ঞানহীন
-
তিলকে তাল করা : ছোটকে বড় করা
উৎস:
0
Updated: 1 month ago
'উদ্বন্ধন' - শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?
Created: 1 month ago
A
উত্ঃ + বন্ধন
B
উদ্ + বন্ধন
C
উধ্ + বন্ধন
D
উৎ + বন্ধন
বাংলা ভাষায় সন্ধির নিয়ম অনুযায়ী নির্দিষ্ট ধ্বনির সংযোগে উচ্চারণে পরিবর্তন ঘটে। বিশেষত ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে কিছু বিশেষ পরিস্থিতিতে প্রথম অঘোষ অল্পপ্রাণ ধ্বনি পরিবর্তিত হয়ে ঘোষ অল্পপ্রাণে রূপ নেয়। এর নিয়ম ও উদাহরণ নিচে দেওয়া হলো।
-
ব্যঞ্জন ধ্বনিসমূহের যে কোনো বর্গের অঘোষ অল্পপ্রাণ ধ্বনি-এর পর যদি থাকে—
-
একই বর্গের ঘোষ অল্পপ্রাণ বা ঘোষ মহাপ্রাণ ধ্বনি
-
ঘোষ অল্পপ্রাণ তালব্য ধ্বনি (য > জ)
-
ঘোষ অল্পপ্রাণ ওষ্ঠ ধ্বনি (ব)
-
ঘোষ কম্পনজাত দন্তমূলীয় ধ্বনি (র)
-
অথবা আবারো ঘোষ অল্পপ্রাণ ওষ্ঠ্য ধ্বনি (ব)
তবে প্রথম অঘোষ অল্পপ্রাণ ধ্বনি উচ্চারণে ঘোষ অল্পপ্রাণ রূপে রূপান্তরিত হয়।
-
-
উদাহরণ:
-
উৎ + ঘাটন → উদঘাটন
-
উৎ + যোগ → উদ্যোগ
-
উৎ + বন্ধন → উদ্বন্ধন
-
তৎ + রূপ → তদ্রুপ
-
উৎস:
0
Updated: 1 month ago
শুদ্ধ বানান কোনটি?
Created: 1 month ago
A
জাজ্জ্বল্যমান
B
বয়োজ্যেষ্ঠ
C
প্রোজ্বলিত
D
নিরূপম
শুদ্ধ বানান: বয়োজ্যেষ্ঠ
-
এটি একটি বিশেষণ পদ।
-
অর্থ: বয়সে বড়
অন্যদিকে, অশুদ্ধ শব্দগুলোর শুদ্ধ বানান হলো—
-
জাজ্জ্বল্যমান → জাজ্বল্যমান
-
প্রোজ্বলিত → প্রজ্বলিত
-
নিরূপম → নিরুপম
0
Updated: 1 month ago
নিচের কোন বানানটি শুদ্ধ?
Created: 2 months ago
A
আকৃষ্ট
B
আকৃস্ট
C
আকৃষ্ঠ
D
অকৃষ্ট
শুদ্ধ বানান: আকৃষ্ট
🔹 শব্দতত্ত্ব
-
মূল: সংস্কৃত
-
গঠন: আ + √কৃষ + ত
🔹 পদপরিচয়
-
শ্রেণি: বিশেষণ
🔹 অর্থ
-
আকর্ষণ করা হয়েছে এমন
-
প্রলুব্ধ
-
মুগ্ধ
তথ্যসূত্র: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমী
0
Updated: 2 months ago