'বুদ্ধির ঢেঁকি' বাগ্ধারার অর্থ কী?
A
মহাজ্ঞানী
B
নির্বোধ
C
ভণ্ড
D
প্রবীণ
উত্তরের বিবরণ
বাংলা ভাষায় বাগ্ধারা কথোপকথন ও লেখায় ভাবকে সংক্ষিপ্ত ও প্রাঞ্জলভাবে প্রকাশ করার একটি উপায়। কিছু গুরুত্বপূর্ণ বাগ্ধারা ও তাদের অর্থ নিচে দেওয়া হলো।
-
বুদ্ধির ঢেঁকি : নির্বোধ
-
গুড়ে বালি : আশায় নৈরাশ্য
-
গোড়ায় গলদ : শুরুতেই ভুল
-
কৈ মাছের জান : যা সহজে মরে না
-
পুটি মাছের প্রাণ : ছোটো মন
-
তালকানা : কাণ্ডজ্ঞানহীন
-
তিলকে তাল করা : ছোটকে বড় করা
উৎস:

0
Updated: 18 hours ago
রাবণের চিতা অর্থ কী?
Created: 3 weeks ago
A
চির অশান্তি
B
চির শান্তি
C
চির নিদ্রা
D
চির সুখী
রাবণ ছিল রামায়ণের রাক্ষসরাজ। তাকে দহন করার জন্য চিতা জ্বালানো হলে, সেই চিতায় শান্তি নেই—অর্থাৎ আগুন জ্বলতে থাকে, অশান্তি চলতেই থাকে। এজন্য "রাবণের চিতা" বলতে বোঝানো হয় এমন একটি অবস্থা, যেখানে কখনো শান্তি থাকে না, সর্বদা অশান্তি বিরাজ করে।

0
Updated: 3 weeks ago
উপকণ্ঠ- শব্দটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
Created: 1 month ago
A
কণ্ঠের সমীপে
B
কণ্ঠের সদৃশ
C
উপ যে কণ্ঠ
D
কণ্ঠ পর্যন্ত
যে সমাসে সমস্যমান পদের পদ অবৈধ অর্থের দিক থেকে প্রাধান্য লাভ করে, তাকে অব্যায়ীভাব সমাস বলে। যেমন - দিন দিন = প্রতিদিন, কন্ঠের সমীপে = উপকন্ঠ, জেলার সদৃশ = উপজেলা, কথার সদৃশ = উপকথা।

0
Updated: 1 month ago
'কেঁচে গণ্ডূষ' বাগ্ধারাটি কী অর্থ প্রকাশ করে?
Created: 1 week ago
A
বিপজ্জনক পরিণতি
B
অপটু
C
নতুন করে আরম্ভ করা
D
অন্ধ অনুকরণ
বাংলা ভাষায় প্রচলিত অনেক বাগ্ধারা রয়েছে, যেগুলো অল্প কথায় গভীর অর্থ প্রকাশ করে। নিচে কয়েকটি বাগ্ধারার ব্যাখ্যা দেওয়া হলো—
-
কেঁচে গণ্ডূষ অর্থ নতুন করে আরম্ভ করা।
-
কেঁচো খুঁড়তে সাপ অর্থ অতি সামান্য কারণে বিপজ্জনক পরিণতির সম্মুখীন হওয়া।
-
কাঁচা হাত অর্থ অপটু বা অভিজ্ঞতাহীন ব্যক্তি।
-
গড্ডলিকা-প্রবাহ অর্থ অন্ধভাবে অন্যকে অনুসরণ করা।
উৎস:

0
Updated: 1 week ago