'যা বলা হয়নি' এর এক কথায় প্রকাশ-
A
অনুক্ত
B
অবাচ্য
C
অকথ্য
D
অব্যাক্ত
উত্তরের বিবরণ
বাংলা ভাষায় কিছু শব্দ বা ভাবকে এক কথায় প্রকাশ করা যায়, যা বাক্যকে সংক্ষিপ্ত ও প্রাঞ্জল করে। নিচে কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ তুলে ধরা হলো।
-
যা বলা হয়নি → অনুক্ত
-
বলা অনুচিত এমন → অবাচ্য
-
যা বলার যোগ্য নয় → অকথ্য
-
যা কখনো নষ্ট হয় না → অবিনশ্বর
-
যা মর্ম স্পর্শ করে → মর্মস্পর্শী
-
যা অতি দীর্ঘ নয় → নাতিদীর্ঘ
-
যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না → অজ্ঞাতকুলশীল
-
যার প্রকৃত বর্ণ ধরা যায় না → বর্ণচোরা
উৎস:

0
Updated: 18 hours ago
'জয় করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ কোনটি?
Created: 1 month ago
A
জিতেন্দ্রিয়
B
জিগীষা
C
বিবমিষা
D
উপচিকীর্ষা
ইচ্ছা বা মনোবৃত্তির সংক্ষিপ্ত প্রকাশ
-
জয় করার ইচ্ছা: জিগীষা
-
ইন্দ্রিয়কে জয় করেছে যে: জিতেন্দ্রিয়
-
বমন করিবার ইচ্ছা: বিবমিষা
-
উপকার করার ইচ্ছা: উপচিকীর্ষা
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 1 month ago
ব্যঞ্জন বিকৃতির উদাহরণ কোনটি?
Created: 4 days ago
A
শরীর > শরীল
B
চক্র > চক্ক
C
ধোবা > ধোপা
D
পদ্ম > পদ্দ
ব্যঞ্জন বিকৃতি ঘটে তখনই যখন শব্দের মধ্যে কোনো ব্যঞ্জনধ্বনি পরিবর্তিত হয়ে অন্য কোনো ব্যঞ্জনধ্বনিতে রূপ নেয়।
উদাহরণ
-
কবাট > কপাট
-
ধোবা > ধোপা
-
ধাইমা > দাইমা
অন্যদিকে
বিষমীভবন হলো দুটি সমবর্ণের মধ্যে একটির পরিবর্তন।
উদাহরণ
-
শরীর > শরীল
-
লাল > নাল
প্রগত সমীভবন ঘটে যখন পূর্ববর্তী ধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনি পরিবর্তিত হয় এবং পরবর্তী ধ্বনি পূর্ববর্তী ধ্বনির মতো হয়ে যায়।
উদাহরণ
-
চক্র > চক্ক
-
পক্ব > পক্ক
-
পদ্ম > পদ্দ
উৎস:

0
Updated: 4 days ago
'গান দিয়ে মনটাকে আনন্দে ভরিয়ে রাখতো সে।' বাক্যটিতে 'দিয়ে' হলো-
Created: 1 week ago
A
উপসর্গ
B
প্রত্যয়
C
ধাতু
D
অনুসর্গ

0
Updated: 1 week ago