'দাঁত ফোটানো' বাগ্ধারার অর্থ কী?
A
ইশারা করা
B
যোগ্য করে গড়ে তোলা
C
কঠিন বিষয় আয়ত্ত করা
D
কৃত্রিম হাসি হাসা
উত্তরের বিবরণ
বাংলা ভাষায় বাগ্ধারা কথোপকথন ও লেখায় অর্থকে সংক্ষিপ্ত ও প্রাঞ্জলভাবে প্রকাশ করার একটি উপায়। কিছু গুরুত্বপূর্ণ বাগ্ধারা ও তাদের অর্থ নিচে দেওয়া হলো।
-
দাঁত ফোটানো : কঠিন বিষয় আয়ত্ত করা
-
কেউকেটা : বিশিষ্ট ব্যক্তি
-
কূপমণ্ডূক : সীমাবদ্ধ জ্ঞান
-
উনপাঁজুরে : দুর্বল ও ব্যক্তিত্বহীন
-
ডাকাবুকো : নির্ভীক
-
দেঁতো হাসি : কৃত্রিম হাসি
উৎস:

0
Updated: 18 hours ago
'অমাবস্যার চাঁদ' বাগ্ধারার অর্থ কী?
Created: 1 week ago
A
গুজব
B
অত্যন্ত প্রিয়জন
C
দুর্লভ
D
কাল্পনিক বস্তু
• 'অমাবস্যার চাঁদ' বাগ্ধারার অর্থ- দুর্লভ।
অন্যদিকে,
• 'উড়ো কথা' অর্থ- গুজব।
• 'আঁধার ঘরের মানিক' অর্থ- অত্যন্ত প্রিয়জন।
• 'আকাশকুসুম' অর্থ- কাল্পনিক বস্তু।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 1 week ago
'ঋ' এর উচ্চারণস্থান কোনটি?
Created: 1 week ago
A
ওষ্ঠ্য
B
দন্ত্য
C
মূর্ধা
D
কণ্ঠ্য
বাংলা স্বরবর্ণ ঋ [রি]
-
অবস্থান: বাংলা ভাষার সপ্তম স্বরবর্ণ।
-
উচ্চারণস্থান: মূর্ধা।
উচ্চারণের নিয়ম:
-
স্বাধীন ব্যবহারে: শব্দের শুরুতে কোনো বর্ণের সঙ্গে যুক্ত না হয়ে ব্যবহৃত হলে উচ্চারণ হয় 'রি'।
-
উদাহরণ: ঋণ, ঋষি
-
-
যদি অন্য বর্ণের সঙ্গে যুক্ত হয়: তখন ঋ-এর উচ্চারণ হয় র-ফলা।
-
উদাহরণ:
-
হৃদয় → হ্রিদয়
-
আদৃত → আদ্রিত
-
-
উচ্চারণস্থানের ভিত্তিতে ব্যঞ্জনবর্ণের বিভাজন:
বাকপ্রত্যঙ্গের সেই অংশ যেখানে বায়ু বাধাপ্রাপ্ত হয়ে ব্যঞ্জনধ্বনি সৃষ্টি হয়, সেটিই উচ্চারণস্থান। এর উপর ভিত্তি করে ব্যঞ্জনধ্বনিকে ভাগ করা হয়:
-
ওষ্ঠ্য ব্যঞ্জন
-
দন্ত্য ব্যঞ্জন
-
দন্তমূলীয় ব্যঞ্জন
-
মূর্ধন্য ব্যঞ্জন
-
তালব্য ব্যঞ্জন
-
কণ্ঠ্য ব্যঞ্জন
-
কণ্ঠনালীয় ব্যঞ্জন
উৎস:
-
অভিগম্য অভিধান
-
বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)

0
Updated: 1 week ago
প্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত শব্দ কোনটি?
Created: 18 hours ago
A
ব্রজ
B
উচ্চয়
C
জাল
D
কুল
বাংলা ভাষায় প্রাণিবাচক ও অপ্রাণিবাচক শব্দের বহুবচন প্রকাশের জন্য ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহৃত হয়। এগুলো বাক্যের অর্থকে পরিষ্কার ও যথাযথভাবে প্রকাশ করতে সহায়তা করে। নিচে বিষয়গুলো উপস্থাপন করা হলো।
-
প্রাণিবাচক শব্দের বহুবচন
ব্যবহৃত শব্দ: কুল
উদাহরণ: জীবকুল, অলিকুল -
অপ্রাণিবাচক শব্দে ব্যবহৃত শব্দ
• ব্রজ → ভূধরব্রজ, গিরিব্রজ
• জাল → শরজাল, বিপজ্জাল
• উচ্চয় → শিলচ্চয়, পুষ্পোচ্চয় -
অপ্রাণিবাচক শব্দে ব্যবহৃত বহুবচনবোধক শব্দ
আবলি, গুচ্ছ, দাম, নিকর, পুঞ্জ, মালা, রাজি, রাশি -
প্রাণিবাচক মনুষ্য শব্দের বহুবচন
গণ, কুল, পাল, ব্রাত
উৎস:

0
Updated: 18 hours ago