নিচের কোনটি রূঢ়ি শব্দ?
A
রাজপুত
B
চিকন
C
পঙ্কজ
D
গায়ক
উত্তরের বিবরণ
বাংলা ভাষায় অনেক শব্দ আছে যেগুলো তাদের প্রকৃত অর্থে না থেকে অন্য অর্থ প্রকাশ করে। এ ধরনের শব্দকে বলা হয় রূঢ় বা রূঢ়ি শব্দ। এগুলো ভাষাকে আরও বৈচিত্র্যময় করে তোলে। নিচে কিছু উদাহরণ দেওয়া হলো।
-
রূঢ় বা রূঢ়ি শব্দ
সংজ্ঞা: যেসব শব্দের অর্থ তাদের প্রকৃতি ও প্রত্যয়ের মূল অর্থের অনুগামী না হয়ে ভিন্ন অর্থ প্রকাশ করে, সেগুলো রূঢ় বা রূঢ়ি শব্দ নামে পরিচিত।উদাহরণ:
-
প্রভাত → মূল অর্থ: প্রকৃষ্টভাবে আলোকিত | পরিবর্তিত অর্থ: সকালবেলা
-
প্রবীণ → মূল অর্থ: প্রকৃষ্ট বীণাবাদক | পরিবর্তিত অর্থ: বয়স্ক ব্যক্তি
-
সন্দেশ → মূল অর্থ: সংবাদ | পরিবর্তিত অর্থ: মিষ্টান্ন
-
চিকন → মূল অর্থ: চকচকে | পরিবর্তিত অর্থ: সরু
-
জ্যাঠামি → মূল অর্থ: জেঠার ভাব | পরিবর্তিত অর্থ: চাপল্য
এরূপ আরও রূঢ় শব্দ: অতিথি, কুশল, গবাক্ষ, দুহিতা, পাঞ্জাবি, বাঁশি, রাখাল, স্নাতক ইত্যাদি।
-
-
যোগরূঢ় শব্দ
উদাহরণ: পঙ্কজ, রাজপুত -
যৌগিক শব্দ
উদাহরণ: গায়ক
উৎস:
0
Updated: 1 month ago
'অতি উচ্চ ধ্বনি' এর এক কথায় প্রকাশ কী হবে?
Created: 1 month ago
A
অত্যাসন্ন
B
উতরোল
C
মহানাদ
D
অট্টহাস্য
‘অতি উচ্চ ধ্বনি’-এর এক কথায় প্রকাশ হলো মহানাদ। এই শব্দ দ্বারা অত্যন্ত জোরালো বা তীব্র শব্দ বা ধ্বনিকে বোঝানো হয়, যা সাধারণত দূর পর্যন্ত শোনা যায়।
অন্যদিকে—
-
অতি উচ্চ বিকট হাসি — অট্টহাস্য
-
অতি উচ্চ রোল — উতরোল
-
অতি আসন্ন — অত্যাসন্ন
0
Updated: 1 month ago
বাংলা অনুনাসিক স্বরধ্বনির সংখ্যা কতটি?
Created: 4 weeks ago
A
৫টি
B
৬টি
C
৭টি
D
৮টি
অনুনাসিক স্বরধ্বনি হলো সেই ধ্বনি, যেগুলোর উচ্চারণকালে মুখগহ্বরের পাশাপাশি নাসাগহ্বর দিয়েও বায়ু নির্গত হয়। সাধারণত মৌলিক স্বরধ্বনি উচ্চারণের সময় বায়ু শুধু মুখ দিয়ে বের হয় এবং কোমল তালু স্বাভাবিক অবস্থায় থাকে। কিন্তু যখন কোমল তালু সামান্য নিচে নেমে যায়, তখন কিছু বায়ু নাক দিয়েও বেরিয়ে আসে, ফলে ধ্বনিগুলো অনুনাসিক স্বরধ্বনিতে পরিণত হয়।
বাংলা ভাষায় অনুনাসিক স্বরধ্বনির উপস্থিতি চিহ্নিত করার জন্য স্বরবর্ণের উপরে চন্দ্রবিন্দু (ঁ) ব্যবহার করা হয়।
মৌলিক স্বরধ্বনি (৭টি):
[ই], [এ], [অ্যা], [আ], [অ], [ও], [উ]
অনুনাসিক স্বরধ্বনি (৭টি):
[ইঁ], [এঁ], [অ্যাঁ], [আঁ], [অঁ], [ওঁ], [উঁ]
এইভাবে অনুনাসিকতা ধ্বনির উচ্চারণে একটি বিশেষ নাসিক গুণ যুক্ত করে, যা শব্দের ধ্বনিগত বৈচিত্র্য বৃদ্ধি করে।
0
Updated: 4 weeks ago
বাক্যে এক পদের পর অন্যপদ শোনার ইচ্ছাকে কী বলে?
Created: 2 months ago
A
আসক্তি
B
আকাঙ্ক্ষা
C
যোগ্যতা
D
আসত্তি
একটি সার্থক বাক্যের তিনটি গুণ থাকা আবশ্যক। যথা - ১. আকাঙ্ক্ষা ২. আসত্তি এবং ৩. যোগ্যতা । বাক্যে এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছা তাকে আকাঙ্ক্ষা বলে। যেমন - চন্দ্র পৃথিবীর চারদিকে ..... বললে সম্পূর্ণ মনোভাব প্রকাশ করে না । আরো কিছু শোনার ইচ্ছা হয়। কিন্তু চন্দ্র পৃথিবীর চারদিকে ঘোরে বললে আকাঙ্ক্ষার নিবৃত্তি হয়।
0
Updated: 2 months ago