We waited until the plane-
A
did not take off
B
took off
C
had not taken off
D
had taken off
উত্তরের বিবরণ
সঠিক উত্তর খ) took off এবং ঘ) had taken off
- অপশনে দ্বৈত উত্তর থাকায়, উত্তর নেয়া সম্ভব হয় নি।
-------------------
• When, as, till, until ইত্যাদি যখন সময় অর্থে ব্যবহৃত হয় তখন এগুলোর পুর্বে past form থাকলে পরের অংশে past indefinite এবং past perfect tense দুইটির ব্যবহারই শুদ্ধ।
• যেমন:
- We waited until the plane had taken off.
- এখানে until এর আগের অংশে past indefinite tense এবং পরের অংশে past perfect tense ব্যবহৃত হয়েছে।
• আবার,
- We waited until the plane took off.
- এখানে, until এর আগে এবং পরে উভয় ক্ষেত্রেই past indefinite tense ব্যবহৃত হয়েছে।
• অন্যদিকে,
- Till/unlill যুক্ত বাক্যের প্রথম clause টি future indefinite হলে , till/until এর পরের clause টি present indefinite হয়।
- Will you wait until I am ready?
0
Updated: 3 months ago
The word 'permissive' implies-
Created: 2 months ago
A
humble
B
law-abiding
C
liberal
D
submissive
শব্দ: Permissive
ইংরেজি অর্থ: একজন ব্যক্তি বা সমাজ যারা এমন আচরণকে অনুমতি দেয় যা অন্যরা নাপছন্দ করতে পারে; বিশেষ করে যৌন বা সামাজিক বিষয়ে স্বাধীনতা দেখানো।
বাংলা অর্থ: অনুমতিদায়ক; এমন ব্যক্তি যিনি কাউকে কিছু করার অনুমতি দেন, কিন্তু তা করতে আদেশ দেন না।
বিকল্প শব্দসমূহ:
ক) humble – বিনয়ী, নম্র।
খ) law-abiding – আইন মান্যকারী।
গ) liberal – উদার, মুক্তহস্ত, সদাশয়।
ঘ) submissive – অনুগত, বাধ্য।
উত্তর: liberal ✅
বুঝার সহজ উপায়: 'Permissive' হলো এমন একজন ব্যক্তি বা মনোভাব যিনি অন্যদের অনেক কিছু করার অনুমতি দেন বা সহজভাবে মেনে নেন। এটি মূলত উদার বা মুক্তচিন্তার সমার্থক।
সূত্র: Cambridge Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary
0
Updated: 2 months ago
They ___________ yoga every day.
Created: 2 months ago
A
used to practicing
B
are used to practice
C
are used to practicing
D
use to practice
• Complete sentence: They are used to practicing yoga every day.
- Bangla meaning: তারা প্রতিদিন যোগব্যায়াম করতে অভ্যস্ত।
• অতীতের অভ্যাস/ অভস্ত্যতা বোঝাতে used to ব্যবহৃত হয়।
- শুধু used to এর পর verb এর Base form বসে।
• Structure: subject + used to + verb এর base form + ext.
- Example: I used to live alone.
• কিন্তু, Be/ get used to (বর্তমানেও অভ্যস্থ থাকা)
- be used to/ get used to এর পর verb+ing বসে।
• Structure: subject + be/ get + used to + (verb + ing) + ext.
• প্রদত্ত প্রশ্নে 'every day' থাকায় এর দ্বারা বর্তমান অভস্ত্যতা বোঝাচ্ছে, তাই be used to এর পর verb+ing বসবে।
- সুতরাং, সঠিক উত্তর হবে- are used to practicing.
0
Updated: 2 months ago
The 'climax' of a plot is what happens-
Created: 2 months ago
A
in the beginning
B
at the end
C
at the height
D
in the confrontation
The 'climax' of a plot is what happens at height.
• Climax
- Climax is the highest point of tension in a narrative’s plot.
- It’s the most exciting moment.
- The rising action leads up to the climax, and then ( after the climax) follows the falling action.
- অর্থাৎ, এটি হচ্ছে কোন নাটকের বা গল্পের সর্বোচ্চ অবস্থা বা turning point যেখানে ঘটনার বৃদ্ধি শেষ হয় আর ঘটনার পতন শুরু হয়।
- সুতরাং, Climax happens at the height of a plot.
• For example:
- Antigone’s death is the climax of Oedipus.
- 'He smiles, he laughs and he roars.' The climax is at the end of the sentence.
Source: An ABC of English Literature by Dr. M Mofizar Rahman.
0
Updated: 2 months ago