'প্রচুর + ষ্ণ্য = প্রাচুর্য' কোন প্রত্যয় সাধিত শব্দ?
A
বাংলা কৃৎ প্রত্যয়
B
সংস্কৃত তদ্ধিত প্রত্যয়
C
সংস্কৃত কৃৎ প্রত্যয়
D
বাংলা তদ্ধিত প্রত্যয়
উত্তরের বিবরণ
বাংলা ভাষায় সংস্কৃত তদ্ধিত প্রত্যয় যোগের মাধ্যমে নতুন শব্দ গঠিত হয়। এর একটি গুরুত্বপূর্ণ প্রত্যয় হলো "ষ্ণ্য", যা বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়ে বিশেষ্য ও বিশেষণ তৈরি করে। নিচে বিষয়গুলো ব্যাখ্যা করা হলো।
-
প্রচুর + ষ্ণ্য = প্রাচুর্য → সংস্কৃত তদ্ধিত প্রত্যয়
-
ষ্ণ্য (ষ) সংস্কৃত তদ্ধিত প্রত্যয় ব্যবহারের ক্ষেত্র:
-
অপত্যার্থে (বংশ বা সম্পর্ক বোঝাতে)
উদাহরণ: মনুঃ + ষ্ণ্য = মনুষ্য, জমদগ্নি + ষ্ণ্য = জামদগ্ন্য -
ভাবার্থে (অবস্থা বা গুণ প্রকাশে)
উদাহরণ: সুন্দর + ষ্ণ্য = সৌন্দর্য, শূর + ষ্ণ্য = শৌর্য, ধীর + ষ্ণ্য = ধৈর্য -
বিশেষণ গঠনে
উদাহরণ: পর্বত + ষ্ণ্য = পার্বত্য, বেদ + ষ্ণ্য = বৈদ্য
-
উৎস:
0
Updated: 1 month ago
"প্রশস্ত" এর বিপরীত শব্দ—
Created: 1 month ago
A
সংকীর্ণ
B
ক্ষুদ্র
C
ছোট
D
সীমিত
প্রশস্ত শব্দের বিপরীত হলো সংকীর্ণ।
গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
-
অনুরক্ত = বিরক্ত
-
নিয়ত = বিরত
-
প্রবিষ্ট = প্রস্থিত
-
দরদি = নির্মম, নির্দয়
-
উদ্ধত = বিনীত
-
ঔদ্ধত্য = বিনয়
উৎস:
0
Updated: 1 month ago
নিচের কোন বানানটি শুদ্ধ?
Created: 1 month ago
A
অভ্যন্তরীন
B
আভ্যন্তরীন
C
অভ্যন্তরীণ
D
আভ্যন্তরীণ
শুদ্ধ বানান: অভ্যন্তরীণ
-
এটি একটি বিশেষণ পদ।
-
শব্দটি সংস্কৃত উৎসের।
অর্থ:
-
মধ্যবর্তী; অভ্যন্তরে আছে এমন।
0
Updated: 1 month ago
‘আনারস’ কোন ভাষার শব্দ?
Created: 1 month ago
A
ওলন্দাজ
B
গুজরাটি
C
পর্তুগিজ
D
জাপানি
পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দ – আনারস, আলপিন, আলমারি, গির্জা, গুদাম, চাবি, পাউরুটি, পাদ্রী ইত্যাদি।
0
Updated: 1 month ago