নিচের কোনটি আরবি শব্দ?
A
বান্দা
B
তসবি
C
রোজা
D
পরহেজগার
উত্তরের বিবরণ
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• তসবি আরবি শব্দ।
আরবি শব্দ:
- আল্লাহ, ইসলাম, ইমান, অজুহাত, আদালত, বাকি, ওযু, কোরবানী, কিয়ামত, জান্নাত, জাহান্নাম ,তসবি, হজ, যাকাত, হালাল, হারাম, কানুন, খবর, তারিখ, মৌলবি, উকিল ইত্যাদি।
অন্যদিকে,
- বান্দা, রোজা, পরহেজগার ফারসি শব্দ।
উৎস:

0
Updated: 18 hours ago
'তপন' শব্দের অর্থ কী?
Created: 2 weeks ago
A
ফুল
B
চাঁদ
C
রাত
D
সূর্য
✦ শব্দ: তপন (বিশেষ্য পদ)
Meaning / অর্থ:
-
সূর্য, ভানু
-
গ্রীষ্মকাল
-
সূর্যকান্তমণি
-
আকন্দগাছ
✦ 'সূর্য' শব্দের সমার্থক শব্দসমূহ
-
রবি
-
তপন
-
ভানু
-
ভাস্কর
-
আদিত্য
-
সবিতা
-
প্রভাকর
-
দিবাকর
-
বিভাবসু
-
মার্তণ্ড
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 2 weeks ago
শরীর>শরীল- শব্দটিতে ধ্বনি পরিবর্তনের কোন ধরণের নিয়ম প্রযোজ্য?
Created: 1 month ago
A
সমীভবন
B
বিষমীভবন
C
অসমীভবন
D
ধ্বনিবিপর্যয়
দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে বিষমীভবন বলে। যেমন - শরীর > শরীল, লাল > নাল ইত্যাদি ।

0
Updated: 1 month ago
প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোন বস্তুর তুলনা করলে বস্তুটিকে বলা হয়—
Created: 3 weeks ago
A
উপমান
B
রূপক
C
উপমেয়
D
উপমিত
ত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়, এবং যার সাথে তুলনা করা হয়েছে তাকে বলা হয় উপমান।) এরূপ- তুষারের ন্যায় শুভ্র= তুষারশুভ্র, অরুণের ন্যায় রাঙা= অরুণরাঙা, রক্তের ন্যায় লাল= রক্তলাল, চন্দনের মতো স্নিগ্ধ= চন্দনস্নিগ্ধ।

0
Updated: 3 weeks ago