'উড়নপেকে' বাগ্ধারার অর্থ কী?
A
অপব্যয়ী
B
অবাধ্য
C
অসৎ
D
অকালপক্ক
উত্তরের বিবরণ
বাংলা ভাষায় বাগ্ধারার ব্যবহার অর্থকে প্রাণবন্ত করে তোলে এবং গভীর তাৎপর্য প্রকাশ করে। প্রতিটি বাগ্ধারার নির্দিষ্ট অর্থ রয়েছে, যা কথোপকথন ও লেখায় বিশেষভাবে ব্যবহৃত হয়। নিচে কয়েকটি গুরুত্বপূর্ণ বাগ্ধারা তুলে ধরা হলো।
-
উড়নপেকে : অপব্যয়ী
-
আকাশের চাঁদ : দুর্লভ বস্তু
-
দফা নিকেশ : সমূহ সর্বনাশ
-
নয় ছয় : অপব্যয়
-
ডিমে রোগা : সর্বদা রুগ্ণ
-
রাশভারী : গম্ভীর প্রকৃতি
-
তিলেতিলে : ধীরে ধীরে
উৎস:

0
Updated: 18 hours ago
’পোঁ-ধরা’ বাগ্ধারাটির অর্থ কী?
Created: 1 week ago
A
সর্বস্বান্ত হওয়া
B
কথার মাঝে বিদ্রুপ করা
C
মোসাহেবী করা
D
নষ্ট করা
- ’পোঁ-ধরা’ বাগ্ধারাটির অর্থ- মোসাহেবী করা।
অন্যদিকে,
- ’মাথা খাওয়া’ বাগ্ধারাটির অর্থ- নষ্ট করা।
- ’সর্বস্বান্ত হওয়া’ বাগ্ধারাটির অর্থ- পথে বসা।
- ’ফোড়ন কাটা’ বাগ্ধারাটির অর্থ- কথার মাঝে বিদ্রুপ করা।

0
Updated: 1 week ago
'চাটাই' কোন ভাষা থেকে আগত?
Created: 18 hours ago
A
দেশি
B
তৎসম
C
ফারসি
D
তুর্কি
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- চাটাই দেশি শব্দ।
কিছু দেশি শব্দ:
ঢোল, ডিঙি, টোপর, বাখারি, কয়লা, কামড়, চাউল, ঝোল, , ডাহা, ঢিল, পয়লা, ডাঁসা, ডাব, ডাঙর, ঢিল, মাঠ, চাটাই, , ঝিনুক, শিকড়, কচি, খড়, পেট।
উৎস:

0
Updated: 18 hours ago
'খগ' শব্দের অর্থ কী?
Created: 1 week ago
A
আকাশ
B
পাখি
C
উট
D
পর্বত

0
Updated: 1 week ago