Three fourths of the work _____ finished.
A
have been
B
had
C
has been
D
were
উত্তরের বিবরণ
সাধারণত ভগ্নাংশের ক্ষেত্রে প্রথমটি One এর বেশি হলে দ্বিতীয়টির সঙ্গে 's' যোগ হয় (যেমন- Two-thirds).
- কিন্তু প্রথমটি One হলে দ্বিতীয়টির সঙ্গে 's' যোগ হয় না (যেমন- One-third).
- আবার সব ধরনের ভগ্নাংশের পরে noun - singular হলে verb - singular এবং noun - plural হলে verb - plural হয়।
- উল্লিখিত প্রশ্নে work হচ্ছে uncountable noun এবং singular.
- তাই, নিয়মানুযায়ী বুঝা যাচ্ছে সঠিক উত্তর হচ্ছে - has been finished.
- Three-fourths of the work has been finished.
- যেহেতু কোনো কাজ নিজে নিজে করা সম্ভব নয়, কারো দ্বারা সংঘটিত হয় তাই তা pasive sense প্রকাশ করছে বিধায় has been অধিক গ্রহণযোগ্য উত্তর।
- had না হয়ে had been হলে দ্বৈত উত্তর হত।
• Correct complete Sentence:
- Three-fourths of the work has been finished.
0
Updated: 3 months ago
We resurfaced the floor because it wasn't even.
Here, the underlined word 'even' is a/an-
Created: 1 month ago
A
Noun
B
Adjective
C
Adverb
D
Verb
বাক্য "We resurfaced the floor because it wasn't even" এ ‘even’ শব্দটি একটি adjective হিসেবে ব্যবহার হয়েছে, যা ফ্লোরের সমান বা সমতল না থাকার বিষয়টি বোঝাচ্ছে।
-
Even (adjective): ইংরেজিতে মানে হলো flat and smooth, বা একই স্তরে থাকা। বাংলায় অর্থ সমতল, মসৃণ বা ভারসাম্যপূর্ণ।
-
শব্দটি বিভিন্ন প্রকারের হতে পারে, যেমন adjective, adverb, verb, তবে Be verb-এর পরে সাধারণত adjective বসে, তাই এখানে ‘even’ adjective।
-
Even (adverb): এটি ব্যবহৃত হয় কোনো বিষয় বিস্ময়কর, অপ্রত্যাশিত বা চরম ধরণের বোঝানোর জন্য। উদাহরণ: I don't even know where it is.
-
Even (verb): দুটি জিনিস সমান করার অর্থে ব্যবহৃত হয়। উদাহরণ: That result evens the series at two games apiece.
-
প্রাচীন বা archaic অর্থে ‘Even’ noun হিসেবেও ব্যবহৃত হয়েছে। উদাহরণ: a member of an indigenous people living in the Kamchatka peninsula of eastern Siberia.
0
Updated: 1 month ago
Find the error:
Didnot he tell you to come early?
Created: 1 month ago
A
Didnot
B
tell
C
come
D
early
• Correct Usage: Didn't (Did not)
-
Correct Sentence: Didn't he tell you to come early?
-
এখানে "Didnot" ভুলভাবে ব্যবহৃত হয়েছে।
-
সঠিক হবে: "Did he not tell you to come early?" অথবা সংক্ষেপে "Didn't he tell you to come early?"
-
-
Grammar Rule:
-
যখন "did" ব্যবহৃত হয়, "not" আলাদা রেখে ব্যবহার করতে হয়।
-
"Did + not" একত্র করলে সংক্ষেপে "didn't" হয়।
-
-
More Examples:
-
Did she not ask you why you were late?
-
সংক্ষেপে: Didn't she ask you why you were late?
-
Did they not attend the meeting yesterday?
-
সংক্ষেপে: Didn't they attend the meeting yesterday?
-
0
Updated: 1 month ago
Which of the following words is not related to crying?
Created: 1 day ago
A
weeping
B
stinking
C
lamenting
D
screaming
প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে ‘stinking’ শব্দটি কান্নার সঙ্গে কোনো সম্পর্ক রাখে না। এটি মূলত দুর্গন্ধযুক্ত বা দুর্গন্ধ ছড়ানো অর্থে ব্যবহৃত হয়। তাই প্রশ্নের সঠিক উত্তর হলো ‘stinking’।
কান্নার সঙ্গে সম্পর্কিত অন্যান্য শব্দগুলো বিবেচনা করলে দেখা যায়—‘weeping’ হলো সরাসরি কান্নার ক্রিয়া, যা অনুভূতি প্রকাশের জন্য চোখে জল ঝরানোর প্রক্রিয়া বোঝায়। উদাহরণস্বরূপ—She was weeping silently in her room. এখানে বোঝানো হচ্ছে যে ব্যক্তি শান্তভাবে কাঁদছিল।
‘Lamenting’ শব্দটি কষ্ট, শোক বা দুঃখ প্রকাশের জন্য ব্যবহৃত হয়। এটি সাধারণত কোনো ব্যক্তিগত বা সামাজিক ক্ষতি বা মৃত্যুর ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন—They were lamenting the loss of their friend. এখানে ‘lamenting’ শব্দটি কান্না ও শোকের সঙ্গে সম্পর্কিত।
‘Screaming’ যদিও সরাসরি কান্নার অর্থ বোঝায় না, কিন্তু এটি প্রায়শই উচ্চস্বরে কাঁদা বা চিৎকার করা বোঝাতে ব্যবহৃত হয়, বিশেষ করে আতঙ্ক, ব্যথা বা দুঃখের সময়। যেমন—The baby was screaming loudly. এটি আবেগপ্রবণ ক্রিয়ার সঙ্গে যুক্ত।
অন্যদিকে, ‘stinking’ শব্দটি কোনো আবেগ বা কান্নার সঙ্গে সম্পর্কিত নয়। এটি সম্পূর্ণ ভিন্ন বিষয় নির্দেশ করে—দূর্গন্ধ বা অসুন্দর গন্ধ। উদাহরণস্বরূপ—The garbage is stinking badly. এখানে ‘stinking’ কেবল দুর্গন্ধ প্রকাশ করছে, কান্না বা আবেগের সঙ্গে কোনো সংযোগ নেই।
অতএব, শব্দগুলোর অর্থ ও প্রাসঙ্গিকতা বিশ্লেষণ করলে স্পষ্ট হয় যে ‘weeping’, ‘lamenting’ এবং ‘screaming’ শব্দগুলো কান্না বা আবেগের সঙ্গে যুক্ত, কিন্তু ‘stinking’ সম্পূর্ণ ভিন্ন অর্থ বহন করে।
0
Updated: 1 day ago