কম্পিউটারের স্থায়ী মেমোরি কোনটি?
A
ROM
B
Hard Disk
C
RAM
D
Pem Drive
উত্তরের বিবরণ
ROM বা Read Only Memory হল কম্পিউটার ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের একটি স্থায়ী স্টোরেজ সিস্টেম, যা ডিভাইস চালু থাকুক বা না থাকুক, তথ্য সংরক্ষণ করতে সক্ষম। এটি স্থায়ী মেমোরি (Non-volatile memory) হিসেবে ব্যবহৃত হয়, কারণ বিদ্যুৎ চলে গেলে এর তথ্য মুছে যায় না।
মূল তথ্যসমূহ:
-
পূর্ণরূপ: Read Only Memory
-
প্রকার: স্থায়ী মেমোরি (Non-volatile memory)
-
ব্যবহার: কম্পিউটার ও অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইসে তথ্য সংরক্ষণ
-
RAM ও ROM পার্থক্য:
-
RAM অস্থায়ী মেমোরি (Volatile memory), বিদ্যুৎ চলে গেলে তথ্য মুছে যায়।
-
ROM স্থায়ী মেমোরি, বিদ্যুৎ চলে গেলেও তথ্য সংরক্ষিত থাকে।
-

0
Updated: 19 hours ago