২০২৫-২৬ অর্থবছরে জিডিপি প্রবৃ্দ্ধি অর্জনের লক্ষমাত্রা কত?
A
৫.৬ শতাংশ
B
৫.৫ শতাংশ
C
৬.৫ শতাংশ
D
৭.৩ শতাংশ
উত্তরের বিবরণ
বাজেট ২০২৫-২৬ ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
-
বাজেট বক্তৃতার শিরোনাম: ‘বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়’।
-
বাজেটের মোট পরিমাণ: ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা।
-
বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি): ২ লাখ ৩০ হাজার কোটি টাকা।
-
রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা: ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা।
-
বাজেটে ঘাটতি: বাজেটের ৩.৬২ শতাংশ।
-
বাজেটের পরিচালন ব্যয়: ৫ লাখ ৬০ হাজার কোটি টাকা।
-
জিডিপি প্রবৃদ্ধি: ৫.৫ শতাংশ।
-
মূল্যস্ফীতি লক্ষ্য: ৬.৫ শতাংশ।
-
বাজেটে করমুক্ত আয়সীমায় নতুন সংযোজন: "জুলাই যোদ্ধা"।

0
Updated: 20 hours ago
What is the full form of GDP?
Created: 4 weeks ago
A
Gross Domestic Product
B
Gross Domestic Production
C
Great Domestic Product
D
Gross Domestic Project
মোট অভ্যন্তরীণ (দেশজ) উৎপাদন (GDP – Gross Domestic Product)
-
সংজ্ঞা: একটি নির্দিষ্ট সময়ে (সাধারণত এক বছরে) একটি দেশের অভ্যন্তরে উৎপাদিত মোট দ্রব্য ও সেবাসমূহের সমষ্টিকে মোট অভ্যন্তরীণ উৎপাদন বা মোট দেশজ উৎপাদন (GDP) বলা হয়।
-
সারসংক্ষেপ: জিডিপি হলো দেশের ভৌগোলিক সীমানার মধ্যে উৎপাদিত সমস্ত দ্রব্য ও সেবার মান।
-
উল্লেখযোগ্য বিষয়:
-
দেশের মধ্যে অবস্থানরত বিদেশীদের উৎপাদিত দ্রব্য ও সেবা জিডিপিতে অন্তর্ভুক্ত।
-
কিন্তু বিদেশে অবস্থানরত দেশের নাগরিকদের দ্বারা উৎপাদিত দ্রব্য ও সেবা জিডিপিতে অন্তর্ভুক্ত করা হয় না।
-
-
অর্থাৎ, জিডিপি হলো দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে উৎপাদিত সমস্ত দ্রব্য ও সেবার বাজারমূল্য।
উৎস: অর্থনীতি ২য় পত্র, দ্বাদশ শ্রেণি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 4 weeks ago