A
proud
B
a day dreamer
C
an aviator
D
useless
উত্তরের বিবরণ
A person whose head is in the clouds is - a day dreamer.
Have one’s head in the clouds:
English Meaning: (of a person) out of touch with reality/day dreaming.
Bangla Meaning: পরিস্থিতি সম্পর্কে পুর্ণ ধারণা না রাখা / আকাশ কুসুম কল্পনা।
Ex. Sentence: He's always got his head in the clouds.
Bangla Meaning: সে সর্বদাই দিবা-স্বপ্নে বিভোর থাকে।
• অন্য অপশনগুলোর অর্থ -
ক) proud -
- (সদার্থে) গর্বিত; মর্যাদাবান।
- (কদার্থে) উদ্ধত; অহংকারী; প্রগলভ; অহংকৃত; দাম্ভিক।
গ) an aviator
- একজন বিমান, নভোযান বা বেলুনের চালক; বৈমানিক।
ঘ) useless
- অকাজের; মূল্যহীন; অর্থহীন; অপদার্থ; অকেজো; অকার্যকর
Source: Live MCQ Lecture and Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 2 weeks ago
The word 'ecological' is related to -
Created: 1 day ago
A
Demography
B
Pollution
C
Atmosphere
D
Environment
‘Ecological’ শব্দের অর্থ
‘Ecological’ শব্দের অর্থ হলো বাস্তুসংস্থান বা পরিবেশ সম্পর্কিত।
‘Environment’ শব্দের অর্থ
‘Environment’ মানে পরিবেশ।
প্রশ্নে দেওয়া অন্যান্য শব্দের অর্থ:
-
Demography: জনসংখ্যা সংক্রান্ত তথ্য বা জনসংখ্যাতত্ত্ব।
-
Pollution: দূষণ।
-
Atmosphere: বায়ুমন্ডল।
সূত্র: Accessible Dictionary, বাংলা একাডেমি।

0
Updated: 1 day ago
'Paediatric' relates to the treatment of:
Created: 1 day ago
A
Adults
B
Children
C
Women
D
Old people
Pediatrics (শিশুচিকিৎসা)
অর্থ: শিশুর চিকিৎসা বা শিশুদের স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা শাখা।
বাংলায়: শিশুচিকিৎসা।
অন্য চিকিৎসা বিশেষজ্ঞদের নাম:
-
নারীদের বিশেষজ্ঞকে বলে: Gynecologist (স্ত্রীরোগ বিশেষজ্ঞ)
-
বয়স্কদের বিশেষজ্ঞকে বলে: Geriatrics (বৃদ্ধ চিকিৎসক)
আরো কিছু চিকিৎসা শাখার নাম ও অর্থ:
-
Orthopedics: হাড় ও জয়েন্টের সমস্যার চিকিৎসা বা অধ্যয়ন।
-
Neurology: মস্তিষ্ক ও নার্ভের রোগের অধ্যয়ন ও চিকিৎসা।
-
Cardiology: হৃদযন্ত্রের রোগের চিকিৎসা ও অধ্যয়ন।
তথ্যসূত্র: Cambridge Dictionary

0
Updated: 1 day ago
Three fourths of the work _____ finished.
Created: 2 weeks ago
A
have been
B
had
C
has been
D
were
সাধারণত ভগ্নাংশের ক্ষেত্রে প্রথমটি One এর বেশি হলে দ্বিতীয়টির সঙ্গে 's' যোগ হয় (যেমন- Two-thirds).
- কিন্তু প্রথমটি One হলে দ্বিতীয়টির সঙ্গে 's' যোগ হয় না (যেমন- One-third).
- আবার সব ধরনের ভগ্নাংশের পরে noun - singular হলে verb - singular এবং noun - plural হলে verb - plural হয়।
- উল্লিখিত প্রশ্নে work হচ্ছে uncountable noun এবং singular.
- তাই, নিয়মানুযায়ী বুঝা যাচ্ছে সঠিক উত্তর হচ্ছে - has been finished.
- Three-fourths of the work has been finished.
- যেহেতু কোনো কাজ নিজে নিজে করা সম্ভব নয়, কারো দ্বারা সংঘটিত হয় তাই তা pasive sense প্রকাশ করছে বিধায় has been অধিক গ্রহণযোগ্য উত্তর।
- had না হয়ে had been হলে দ্বৈত উত্তর হত।
• Correct complete Sentence:
- Three-fourths of the work has been finished.

0
Updated: 2 weeks ago