Maiden speech means-
A
First speech
B
Last speech
C
Late speech
D
Early speech
উত্তরের বিবরণ
Maiden Speech
English Meaning:
-
একজন রাজনীতিক যখন প্রথমবার সংসদের সদস্য হিসেবে বক্তব্য রাখেন, তখন সেটিকে ‘maiden speech’ বলা হয়।
-
ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্স বা হাউস অব লর্ডসে কোনো সদস্যের প্রথম আনুষ্ঠানিক বক্তব্যকেই ‘maiden speech’ বলা হয়ে থাকে।
Bangla Meaning:
-
প্রথম বক্তৃতা বা প্রারম্ভিক ভাষণ।
Example Sentences:
-
এই বিতর্কে আমার প্রথম বক্তৃতার সুযোগ পেয়ে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।
-
আমার প্রথম বক্তৃতায় আমি গণভোট নিয়ে কথা বলেছিলাম এবং পরে আরও কয়েকবার এই বিষয়ে বক্তব্য রেখেছি।
সারসংক্ষেপ:
Maiden speech অর্থ—প্রথম বক্তৃতা।
তথ্যসূত্র: Cambridge Dictionary, Collins Dictionary, ও বাংলা একাডেমির Accessible Dictionary।

0
Updated: 2 months ago
Ruminant
Created: 2 months ago
A
Cud-chewing animal
B
Soup
C
Gossip
D
Noise-maker
The word 'Ruminant' means - Cud-chewing animal.
• ‘Ruminant’ শব্দটির অর্থ — জাবর কাটা প্রাণী।
• Ruminant (noun):
-
ইংরেজি অর্থ: এমন একধরনের প্রাণী যারা তাদের খাদ্য গিলে ফেলার পর পুনরায় তা মুখে তুলে চিবিয়ে খায়; যেমন গরু, ছাগল, ভেড়া কিংবা হরিণ।
-
বাংলা অর্থ: রোমন্থনকারী বা জাবর কাটা প্রাণী।
• অপরদিকে:
-
Soup: তরল খাদ্যবিশেষ; ঝোল বা স্যুপ।
-
Gossip: গালগল্প বা ভিত্তিহীন আলোচনা; জল্পনা।
-
Noise-maker: যিনি বা যা গোলমাল সৃষ্টি করে।
তথ্যসূত্র:
১. বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত অ্যাক্সেসিবল ডিকশনারি।
২. কেমব্রিজ ডিকশনারি।

0
Updated: 2 months ago
To meet trouble half-way means-
Created: 3 months ago
A
To be puzzled
B
To get nervous
C
To be disappointed
D
To bear up
According to the Oxford Dictionary of Idioms, the idiom "meet trouble halfway" is used to express a state of anxiety or worry.
The word anxiety is defined as:
"Anxiety (about/over something): the state of feeling nervous or worried that something bad is going to happen." — Oxford Learner's Dictionary
From this, it is clear that "to meet trouble halfway" means to feel nervous, worried, or anxious about something that hasn't happened yet.
Idiom: To meet trouble halfway
-
English Meaning: To get nervous, to worry unnecessarily, or to feel anxious in advance.
-
Bangla Meaning: বিচলিত বোধ করা / যা এখনো ঘটেনি, তা নিয়ে অগ্রিম চিন্তিত হওয়া।
Sources:
-
Oxford Dictionary of Idioms
-
Oxford Learner's Dictionary

0
Updated: 3 months ago
"It is time to review the protocol on testing nuclear weapons". Here the underlined word means-
Created: 3 weeks ago
A
Record of rules
B
Summary of rules
C
Procedures
D
Problems
Protocol (noun)
ইংরেজি অর্থ: একটি নির্দিষ্ট নিয়ম এবং আনুষ্ঠানিক আচরণের ব্যবস্থা, যা সাধারণত সরকারি বা আন্তর্জাতিক বৈঠকে ব্যবহার করা হয়।
বাংলা অর্থ: (বিশেষত দুইটি রাষ্ট্রের মধ্যে) খসড়া চুক্তি; শিষ্টাচার বা আনুষ্ঠানিক আচরণের নিয়ম; কূটনৈতিক বা সরকারি অনুষ্ঠানে মান্য হওয়া বিনয়বিধি।
প্রদত্ত বিকল্পসমূহ:
ক) Record of rules – নিয়মাবলীর লিখিত রেকর্ড।
খ) Summary of rules – নিয়মের সংক্ষিপ্তসার।
গ) Procedures – কার্যপ্রণালী বা প্রক্রিয়া।
ঘ) Problems – সমস্যা বা অসুবিধা।
উদাহরণ বাক্য:
"It is time to review the protocol on testing nuclear weapons."
এখানে protocol শব্দের অর্থ হলো Record of rules, অর্থাৎ নিয়মাবলীর লিখিত রেকর্ড।
উৎস: Accessible Dictionary, Bangla Academy

0
Updated: 3 weeks ago