A
First speech
B
Last speech
C
Late speech
D
Early speech
উত্তরের বিবরণ
Maiden Speech
English Meaning:
-
একজন রাজনীতিক যখন প্রথমবার সংসদের সদস্য হিসেবে বক্তব্য রাখেন, তখন সেটিকে ‘maiden speech’ বলা হয়।
-
ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্স বা হাউস অব লর্ডসে কোনো সদস্যের প্রথম আনুষ্ঠানিক বক্তব্যকেই ‘maiden speech’ বলা হয়ে থাকে।
Bangla Meaning:
-
প্রথম বক্তৃতা বা প্রারম্ভিক ভাষণ।
Example Sentences:
-
এই বিতর্কে আমার প্রথম বক্তৃতার সুযোগ পেয়ে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।
-
আমার প্রথম বক্তৃতায় আমি গণভোট নিয়ে কথা বলেছিলাম এবং পরে আরও কয়েকবার এই বিষয়ে বক্তব্য রেখেছি।
সারসংক্ষেপ:
Maiden speech অর্থ—প্রথম বক্তৃতা।
তথ্যসূত্র: Cambridge Dictionary, Collins Dictionary, ও বাংলা একাডেমির Accessible Dictionary।

0
Updated: 2 weeks ago
What is the meaning of the word 'sequences'?
Created: 2 months ago
A
to follow
B
round up
C
withdraw
D
question closely
Sequence — পরম্পরা, ক্রম, অনুক্রম, আনুপূর্ব, পারম্পর্য, অনুলোপ।
• প্রশ্নে উল্লেখিত অপশনগুলোর বিশ্লেষণঃ
ক) To follow — অনুসরণ করা, ধারাবাহিকভাবে ক্রম মেনে চলা।
খ) Round up — পূর্ণ সংখ্যায় নিয়ে আসা; তাড়া করে একত্রিত করা বা গ্রেফতার করা।
গ) Withdraw — সরে যাওয়া; তুলে নেওয়া বা সরিয়ে ফেলা।
ঘ) Question closely — গভীরভাবে প্রশ্ন করা।
উপরের বিশ্লেষণ থেকে বোঝা যায়, উল্লেখিত অপশনগুলোর মধ্যে "to follow" শব্দটির অর্থই সবচেয়ে বেশি "Sequence" শব্দের সাথে সঙ্গতিপূর্ণ।
অতএব, বলা যায়:
The meaning of the word ‘sequences’ is “to follow”.
উৎস:
-
Accessible Dictionary by Bangla Academy
-
Oxford Learner’s Dictionary

0
Updated: 2 months ago
What is the meaning of the expression 'bottom line'?
Created: 2 months ago
A
The final step
B
The end of a road
C
The last line of a book
D
The essential point
Bottom line
English Meaning: The key or most important point in a given context or situation.
Bangla Meaning: মূল বা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
Example Sentence: The bottom line is that we need another ten thousand dollars to complete the project.
Bangla Translation: আসল কথা হলো, এই প্রকল্পটি শেষ করতে আমাদের আরও দশ হাজার ডলার প্রয়োজন।
So, the meaning of the phrase 'Bottom line' is: The core or essential point.
Source: Live MCQ Lecture

0
Updated: 2 months ago
To meet trouble half-way means-
Created: 2 months ago
A
To be puzzled
B
To get nervous
C
To be disappointed
D
To bear up
According to the Oxford Dictionary of Idioms, the idiom "meet trouble halfway" is used to express a state of anxiety or worry.
The word anxiety is defined as:
"Anxiety (about/over something): the state of feeling nervous or worried that something bad is going to happen." — Oxford Learner's Dictionary
From this, it is clear that "to meet trouble halfway" means to feel nervous, worried, or anxious about something that hasn't happened yet.
Idiom: To meet trouble halfway
-
English Meaning: To get nervous, to worry unnecessarily, or to feel anxious in advance.
-
Bangla Meaning: বিচলিত বোধ করা / যা এখনো ঘটেনি, তা নিয়ে অগ্রিম চিন্তিত হওয়া।
Sources:
-
Oxford Dictionary of Idioms
-
Oxford Learner's Dictionary

0
Updated: 2 months ago