Which one is the correct spelling?
A
transfigeration
B
transfigaration
C
transfiguration
D
transfeaguration
উত্তরের বিবরণ
প্রশ্ন: Which one is the correct spelling?
সমাধান:
-
সঠিক বানান হলো: transfiguration
অর্থ: রূপান্তর, পরিবর্তন
উদাহরণ:
-
The dull room underwent a transfiguration after the decoration.
-
সাজসজ্জার পর নিস্তেজ ঘরটি এক অনন্য রূপে রূপান্তরিত হলো।

0
Updated: 20 hours ago
Choose the correct form (passive) of - 'Who will do the work?'
Created: 1 month ago
A
Who will be done the work?
B
Who will done the work?
C
By whom will the work be done?
D
Whom will the work be done?
Active Voice থেকে Passive Voice এ ‘Who’ যুক্ত প্রশ্ন করার নিয়ম:
উদাহরণ:
Active: Who will do the work?
Passive: By whom will the work be done?
নিয়ম:
-
Passive Voice এ প্রশ্ন করার সময় “By whom” দিয়ে শুরু করতে হবে।
-
তারপর আসবে Auxiliary verb (যেমন: is, are, has, have, will ইত্যাদি) — এটি মূল বাক্যের টেন্স অনুযায়ী।
-
তার পর subject এবং verb এর past participle (third form)।
-
যদি Auxiliary verb দুইটা হয়, তবে একটি subject এর আগে এবং অপরটি পরে বসবে।
আরেকটি উদাহরণ:
Active: Who has broken the glass?
Passive: By whom has the glass been broken?
সূত্র: A passage to the English Language by S.M. Zakir Hussain

0
Updated: 1 month ago
Choose the correct spelling.
Created: 1 month ago
A
Occassion
B
Occasion
C
Ocassion
D
Occation
Correct Answer: খ) Occasion
Occasion (Noun)
-
Bangla Meaning: কোনো নির্দিষ্ট ঘটনার সময়
-
English Meaning: a favorable opportunity or circumstance
Examples:
-
I once had occasion to tell her off.
-
I'm sure you'll rise to the occasion.
Source: Cambridge Dictionary, Merriam-Webster Dictionary, Accessible Dictionary

0
Updated: 1 month ago
Which is the correct sentence?
Created: 1 month ago
A
He insisted on seeing her
B
He insisted for seeing her
C
He insisted in seeing her
D
He insisted to be seeing her
সঠিক বাক্য:
-
He insisted on seeing her.
ব্যাখ্যা:
-
Insist on / insist upon / insist on doing something মানে হলো—কোনো কিছু করতে জোর দেওয়া, এমনকি সেটা অন্যদের বিরক্ত করতে পারে বা তারা মনে করতে পারে এটা ভালো নয়।
-
বাংলায় বলা যায়, কোনো বিষয়ে জোর দেওয়া বা অনড় থাকা।
-
Insist on / upon এর পর verb-এর -ing ফর্ম ব্যবহার হয়।
উদাহরণ:
-
He insisted on my going there. → সে জোর দিয়েছেন যে আমি সেখানে যাই।
-
She insists on doing everything her own way. → সে সবকিছু নিজের মতো করার জোর দেন।
-
Despite the alternative suggestions, she insisted on following the original plan. → বিকল্প পরামর্শ থাকা সত্ত্বেও, সে মূল পরিকল্পনা অনুসরণের জন্য জোর দিয়েছেন।
Source: Cambridge Dictionary Grammar Reference.

0
Updated: 1 month ago