Y চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে X চাকাটি কোন দিকে ঘুরবে?
A
ঘড়ির কাঁটার বিপরীত দিকে
B
ঘড়ির কাঁটার দিকে
C
যে কোন দিকে
D
স্থির থাকবে
উত্তরের বিবরণ
প্রশ্ন: Y চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে X চাকাটি কোন দিকে ঘুরবে?
সমাধান:
দুটি চাকা পরস্পর সংলগ্নভাবে সংযুক্ত থাকলে একটি অপরটির বিপরীত দিকে ঘুরবে।
প্রদত্ত চিত্রে,
Y চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে ২য় চাকাটি ঘড়ির কাঁটার বিপরীতি দিকে ঘুরবে।
২য় চাকাটি ঘড়ির কাঁটার বিপরীতি দিকে ঘুরলে ৩য় চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে।
৩য় চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে ৪র্থ চাকাটি ঘড়ির কাঁটার বিপরীতি দিকে ঘুরবে।
৪র্থ চাকাটি ঘড়ির কাঁটার বিপরীতি দিকে ঘুরলে X চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে।
0
Updated: 1 month ago
নিচের প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?
FL, IO, LR, ?, RX
Created: 1 month ago
A
NV
B
MY
C
PT
D
OU
প্রশ্ন: নিচের প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?
FL, IO, LR, ?, RX
সমাধান:
এখানে দুটি ধারা বিদ্যমান।
প্রথম ধারা- F, I, L, ?, R
F এর পরে তৃতীয় বর্ণ I
I এর পরে তৃতীয় বর্ণ L
L এর পরে তৃতীয় বর্ণ O
O এর পরে তৃতীয় বর্ণ R
দ্বিতীয় ধারা L, O, R, ?, X
L এর পরে তৃতীয় বর্ণ O
O এর পরে তৃতীয় বর্ণ R
R এর পরে তৃতীয় বর্ণ U
U এর পরে তৃতীয় বর্ণ X
∴ প্রশ্নবোধক স্থানে OU বসবে।
0
Updated: 1 month ago
প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
Created: 1 month ago
A
1.012
B
0.122
C
0.0012
D
0.0102
প্রশ্ন: প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
সমাধান:
নির্ণেয় সংখ্যা = 0.0102
এখানে,
0.12/100 = 0.0012
অনুরূপভাবে,
1.02/100 = 0.0102
0
Updated: 1 month ago
যদি A, B-এর মা হন এবং B, D-এর বাবা হন তাহলে A এবং D-এর সম্পর্ক কী?
Created: 2 months ago
A
বোন
B
দাদি
C
চাচি
D
মা
প্রশ্ন:
-
যদি A হয় B-এর মা এবং B হয় D-এর বাবা, তাহলে A এবং D-এর সম্পর্ক কী?
সমাধান:
-
A → B-এর মা
-
অর্থাৎ A হলেন B-এর জন্মদাত্রী।
-
-
B → D-এর বাবা
-
অর্থাৎ B হলেন D-এর জন্মদাতা।
-
-
সুতরাং, A → B-এর মা এবং B → D-এর বাবা, এর মানে A হলেন D-এর দাদি।
উত্তর:
0
Updated: 2 months ago