Y চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে X চাকাটি কোন দিকে ঘুরবে?
A
ঘড়ির কাঁটার বিপরীত দিকে
B
ঘড়ির কাঁটার দিকে
C
যে কোন দিকে
D
স্থির থাকবে
উত্তরের বিবরণ
প্রশ্ন: Y চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে X চাকাটি কোন দিকে ঘুরবে?
সমাধান:
দুটি চাকা পরস্পর সংলগ্নভাবে সংযুক্ত থাকলে একটি অপরটির বিপরীত দিকে ঘুরবে।
প্রদত্ত চিত্রে,
Y চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে ২য় চাকাটি ঘড়ির কাঁটার বিপরীতি দিকে ঘুরবে।
২য় চাকাটি ঘড়ির কাঁটার বিপরীতি দিকে ঘুরলে ৩য় চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে।
৩য় চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে ৪র্থ চাকাটি ঘড়ির কাঁটার বিপরীতি দিকে ঘুরবে।
৪র্থ চাকাটি ঘড়ির কাঁটার বিপরীতি দিকে ঘুরলে X চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে।

0
Updated: 20 hours ago
যদি A পিস্টনে 8.8 N বল প্রয়োগ করা হয় তাহলে B পিস্টনে কত বল পাওয়া যাবে? (যেখানে A পিস্টনের ক্ষেত্রফল 5 বর্গমিটার এবং B পিস্টনের ক্ষেত্রফল 15 বর্গমিটার)
Created: 20 hours ago
A
26.4 N
B
30 N
C
22.5 N
D
25 N
প্রশ্ন: যদি A পিস্টনে 8.8 N বল প্রয়োগ করা হয় তাহলে B পিস্টনে কত বল পাওয়া যাবে? (যেখানে A পিস্টনের ক্ষেত্রফল 5 বর্গমিটার এবং B পিস্টনের ক্ষেত্রফল 15 বর্গমিটার)
সমাধান:
প্যাসকেলের সূত্র হতে পাই,
F1/A1 = F2/A2
⇒ F2 = (F1 × A2)/A1 = (8.8 × 15)/5 = 26.4 N

0
Updated: 20 hours ago
P ও Q দুইজন সমান শক্তিসম্পন্ন ব্যক্তি হলে কার জন্য 35 কেজি ওজন সম্বলিত বারটি ধরে রাখা তুলনামূলক সহজ হবে?
Created: 1 week ago
A
P এর জন্য
B
Q এর জন্য
C
উভয়ের জন্যই সহজ হবে
D
কারো জন্যই সহজ হবে না
P ও Q দুইজন সমান শক্তিসম্পন্ন ব্যক্তি হলে কার জন্য 35 কেজি ওজন সম্বলিত বারটি ধরে রাখা তুলনামূলক সহজ হবে?
সমাধান:
• P এর জন্য 35 কেজি ওজন সম্বলিত বারটি ধরে রাখা তুলনামূলক সহজ হবে।
আমরা জানি, লিভারের ক্ষেত্রে প্রযুক্ত ওজন, ফালক্রামের যত কাছাকাছি থাকবে লিভারের অন্যপ্রান্তে তত কম ভারী অনুভূত হবে।
P এর ক্ষেত্রে ওজনটি ফালক্রামের কাছে অবস্থিত। P থেকে ওজনটির দূরত্ব বেশি হওয়ায় P এর জন্য বারটি ধরে রাখা তুলনামূলক সহজ হবে।
Q এর ক্ষেত্রে ওজনটি ফালক্রাম থেকে দূরে এবং Q এর কাছাকাছি অবস্থিত হওয়ায় Q এর কাছে বারটির ওজন বেশি মনে হবে। ফলে বারটি ধরে রাখা Q এর জন্য কষ্টকর হবে।

0
Updated: 1 week ago
রায়তুল এবং জাহিদ মিলে দুই ডজন মাছ ধরলো । রায়তুল জাহিদের চাইতে দ্বিগুণ মাছ ধরলো। রায়তুল কয়টি মাছ ধরলো?
Created: 21 hours ago
A
১৮ টি
B
C
৮ টি
D
১২ টি
প্রশ্ন: রায়তুল এবং জাহিদ মিলে দুই ডজন মাছ ধরলো । রায়তুল জাহিদের চাইতে দ্বিগুণ মাছ ধরলো। রায়তুল কয়টি মাছ ধরলো?
সমাধান:
ধরি,
জাহিদ ধরল মাছ = x টি
রায়তুল ধরল মাছ = ২x টি (জাহিদের দ্বিগুণ)
এবং মোট মাছ = ২ ডজন = ২ × ১২ = ২৪ টি
প্রশ্নমতে,
২x + x = ২৪
⇒ ৩x = ২৪
⇒ x = ২৪/৩
∴ x = ৮
∴ রায়তুল ধরল মাছ = ২x = ২ × ৮ = ১৬ টি

0
Updated: 21 hours ago