'R S O E H' by arranging the jumble letters make a meaningful word and the Feminine gender of the word is-
A
Drone
B
Foal
C
Mare
D
Colt
উত্তরের বিবরণ
প্রশ্ন: 'R S O E H' – এই অগোছালো অক্ষরগুলো সাজিয়ে একটি অর্থবোধক শব্দ গঠন করুন এবং এর স্ত্রীলিঙ্গ নির্ণয় করুন।
সমাধান:
-
অক্ষরগুলো থেকে গঠিত শব্দ: HORSE
-
শব্দটির স্ত্রীলিঙ্গ: MARE

0
Updated: 20 hours ago
Vlad the Impaler was notorious in history because he would impale his enemies.
Here, "impale" means:
Created: 22 hours ago
A
To imprison
B
To pierce
C
To skin alive
D
To whip
Correct answer: খ) To pierce
ব্যাখ্যা:
-
"Impale" অর্থ হলো কোনো ধারালো বস্তুর সাহায্যে বিদ্ধ করা বা ভেদ করা, বিশেষ করে প্রাণী বা মানুষের শরীরে।
-
উদাহরণ:
-
The dead deer was impaled on a spear.
-
Walruses sometimes use their tusks to impale seals for food.
-
অন্য অপশনগুলোর অর্থ:
-
ক) To imprison → কারাগারে রাখা।
-
গ) To skin alive → জীবন্ত অবস্থায় চামড়া ছাড়ানো।
-
ঘ) To whip → চাবুক মারা।
সুতরাং "impale" এর সঠিক অর্থ হলো To pierce।

0
Updated: 22 hours ago
The word ‘imbibe’ means :
Created: 3 months ago
A
to learn
B
To tinge
C
To drink
D
To acquire
Imbibe (verb)
English Meaning: To drink, especially alcoholic beverages; also to absorb or take in ideas, knowledge, or information.
Bangla Meaning: পান করা, হজম করা; শুষে নেওয়া; জ্ঞানে আত্মস্থ করা।
উদাহরণ:
-
তুমি কি আবার পান করেছো?
-
লোকটি যা বলছে তা মন দিয়ে শুনো এবং নিজের মধ্যে গ্রহণ করো।
অপশন হিসেবে উল্লেখিত অন্যান্য শব্দের অর্থ:
ক) To learn – শেখা বা জানা।
খ) To tinge – (রঙ দিয়ে) হালকা রঞ্জিত করা; সামান্য মিশ্রণ বা আভাস সৃষ্টি করা।
ঘ) To acquire – অর্জন করা; বিশেষ করে জ্ঞান বা দক্ষতা অর্জন।
তথ্যসূত্র:
-
ক্যামব্রিজ ডিকশনারি
-
কলিন্স ডিকশনারি
-
অ্যাকসেসিবল ডিকশনারি (বাংলা একাডেমি)

0
Updated: 3 months ago
'Venerate' Means-
Created: 1 month ago
A
defame
B
abuse
C
respect
D
accuse
Venerate
ইংরেজিতে অর্থ: অত্যন্ত শ্রদ্ধা করা।
বাংলায় অর্থ: গভীর শ্রদ্ধা বা ভক্তি করা; আরাধনা করা।
অপশনে উল্লেখিত শব্দগুলোর অর্থ:
ক) defame – কোনো ব্যক্তির সম্পর্কে মিথ্যা কুৎসা ছড়ানো।
খ) abuse – অন্যায় ব্যবহার বা অমর্যাদা করা।
গ) respect – শ্রদ্ধা করা।
ঘ) accuse – কাউকে দোষারোপ করা।
তাহলে, বুঝতে পারছি:
Venerate এর অর্থ হলো ‘শ্রদ্ধা করা’ বা ‘ভক্তি করা’।
সূত্র: Accessible Dictionary by Bangla Academy

0
Updated: 1 month ago