প্রবাদ বাক্য 'অতি যত্নে মরণফাঁদ।'- এর সঠিক ইংরেজি কোনটি?
A
Carry coals to Newcastle.
B
Constant dripping wears away a stone
C
Care kills the cat
D
Cast pearls before swine
উত্তরের বিবরণ
প্রশ্ন: প্রবাদ বাক্য 'অতি যত্নে মরণফাঁদ।'- এর সঠিক ইংরেজি কোনটি?
সমাধান:
প্রবাদ বাক্য 'অতি যত্নে মরণফাঁদ।' এর সঠিক ইংরেজি - Care kills the cat
অন্য অপশন গুলোর মধ্যে
Carry coals to Newcastle - তেল মাথায় তেল দেওয়া
Constant dripping wears away a stone -লেগে থাকলে কাজ হয়।
Cast pearls before swine - উলু বনে মুক্তা ছড়ানো।

0
Updated: 20 hours ago
যদি × অর্থ ভাগ, - অর্থ গুন, ÷ অর্থ যোগ এবং + অর্থ বিয়োগ হয় তাহলে (3 - 15 ÷ 19) × 8 + 6 = ?
Created: 2 weeks ago
A
- 1
B
2
C
4
D
8
মানসিক দক্ষতা
দৈনন্দিন জীবনে পদার্থবিজ্ঞান
বিবিধ মানসিক দক্ষতা (Miscellaneous)
মানসিক দক্ষতা (Mental skills)
প্রশ্ন: যদি × অর্থ ভাগ, - অর্থ গুন, ÷ অর্থ যোগ এবং + অর্থ বিয়োগ হয় তাহলে (3 - 15 ÷ 19) × 8 + 6 = ?
সমাধান:
দেওয়া আছে,
× = ÷
- = ×
÷ = +
+ = -
∴ (3 - 15 ÷ 19) × 8 + 6
= (3 × 15 + 19) ÷ 8 - 6 [শর্ত অনুযায়ী]
= (45 + 19) ÷ 8 - 6
= 64 ÷ 8 - 6
= 8 - 6
= 2

0
Updated: 2 weeks ago
যদি TABLE = ATELB হয়, তবে একই নিয়মে CHAIR = ?
Created: 20 hours ago
A
CARIH
B
RICHA
C
HCRIA
D
HACIR
প্রশ্ন: যদি TABLE = ATELB হয়, তবে একই নিয়মে CHAIR = ?
সমাধান:
TABLE = ATELB
এখানে,
১ম ও ২য় বর্ণ নিজেদের মাঝে স্থান পরিবর্তন করে।
৩য় ও ৫ম বর্ণ নিজেদের মাঝে স্থান পরিবর্তন করে।
৪র্থ বর্ণ নিজের স্থানেই থাকে।
CHAIR = HCRIA
একই ভাবে,
১ম ও ২য় বর্ণ নিজেদের মাঝে স্থান পরিবর্তন করে।
৩য় ও ৫ম বর্ণ নিজেদের মাঝে স্থান পরিবর্তন করে।
৪র্থ বর্ণ নিজের স্থানেই থাকে।

0
Updated: 20 hours ago
একটি ট্রেন ঘণ্টায় ৭২ কিলোমিটার গতিতে একটি সেতু ৬০ সেকেন্ডে পার হয়। ট্রেনের দৈর্ঘ্য ৭০০ মিটার হলে সেতুটির দৈর্ঘ্য কত মিটার?
Created: 17 hours ago
A
১২০০ মিটার
B
৭২০ মিটার
C
৬০০ মিটার
D
৫০০ মিটার
প্রশ্ন: একটি ট্রেন ঘণ্টায় ৭২ কিলোমিটার গতিতে একটি সেতু ৬০ সেকেন্ডে পার হয়। ট্রেনের দৈর্ঘ্য ৭০০ মিটার হলে সেতুটির দৈর্ঘ্য কত মিটার?
সমাধান:
সেতুটি ৬০ সেকেন্ডে অতিক্রম করতে হলে ট্রেনের নিজের দৈর্ঘ্য ও প্লাটফর্মের দৈর্ঘ্য ৬০ সেকেন্ডে অতিক্রম করতে হবে।
১ কিলোমিটার = ১০০০ মিটার
∴ ৭২ কিলোমিটার = ৭২০০০ মিটার
ট্রেনটি ৬০ সেকেন্ডে অতিক্রম করে = ৭২০০০ মিটার
∴ ট্রেনটি ১ সেকেন্ডে অতিক্রম করে = ৭২০০০/৬০ মিটার
= ১২০০ মিটার
∴ সেতুটির দৈর্ঘ্য = (১২০০ - ৭০০) মিটার
= ৫০০ মিটার ।

0
Updated: 17 hours ago