নিচের কোন বানানটি অশুদ্ধ?
A
শ্রদ্ধাঞ্জলি
B
অদ্ভূত
C
আকস্মিক
D
প্রতিযোগিতা
উত্তরের বিবরণ
প্রশ্ন: নিচের কোন বানানটি অশুদ্ধ?
সমাধান:
-
অদ্ভূত বানানটি অশুদ্ধ; শুদ্ধ বানান হলো অদ্ভুত
অন্য বানানগুলো শুদ্ধ:
-
প্রতিযোগিতা
-
শ্রদ্ধাঞ্জলি
-
আকস্মিক
উৎস:
0
Updated: 1 month ago
কোনটি শুদ্ধ বানান?
Created: 3 months ago
A
আলস্যতা
B
অলস্য
C
আলস্য
D
আলসতা
আলস্য (বিশেষ্য): কাজকর্মে অনিচ্ছা বা কর্মবিমুখতার মানসিকতা বোঝাতে ব্যবহৃত হয়।
-
অন্যান্য বিকল্পগুলো (যেমন: আলস্যতা, অলস্য, আলসতা) ভুল বা প্রচলিত ভুল রূপ।
তাই “আলস্য”-ই বাংলা একাডেমি অনুসারে শুদ্ধ বানান।
0
Updated: 3 months ago
কোনটি শুদ্ধ বানান?
Created: 1 month ago
A
তিতিক্ষা
B
তীতীক্ষা
C
তীতিক্ষা
D
তিতীক্ষা
শুদ্ধ বানান হলো তিতিক্ষা
তিতিক্ষা শব্দটি এসেছে সংস্কৃত (Titikṣā)" থেকে।
-
এর অর্থ: সহিষ্ণুতা, ধৈর্য, কষ্ট সহ্য করার ক্ষমতা।
-
বাংলায় এটি তিতিক্ষা হিসেবেই গৃহীত ও প্রচলিত।
-
বাকিগুলো (তীতীক্ষা, তীতিক্ষা, তিতীক্ষা) সংস্কৃত ধ্বনিগত বিভ্রান্তি বা ভুল রূপ।
0
Updated: 1 month ago
শুদ্ধ বানানটি নির্দেশ করুন-
Created: 5 months ago
A
মুহুর্মুহু
B
মূহুর্মুহু
C
মুর্হুমূর্হু
D
মুর্হুর্মূহু
মুহুর্মুহু (অব্যয়)
-
এটি সংস্কৃত ভাষার একটি শব্দ।
-
গঠনে রয়েছে প্রকৃতি প্রত্যয়: মুহুঃ + মুহুঃ।
-
অর্থ: বারবার, ঘনঘন।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
0
Updated: 5 months ago