'বা প হ রি' শব্দটির সাথে কোন বর্ণটি যোগ করলে একটি অর্থবোধক শব্দ গঠিত হবে?
A
জ
B
ণ
C
ৎ
D
খ
উত্তরের বিবরণ
প্রশ্ন: 'বা প হ রি' শব্দটির সাথে কোন বর্ণটি যোগ করলে একটি অর্থবোধক শব্দ গঠিত হবে?
সমাধান:
-
'বা প হ রি' শব্দটির সাথে 'ণ' বর্ণটি যোগ করলে একটি অর্থবোধক শব্দ গঠিত হবে: পরিবাহণ
অর্থ:
-
পরিবাহণ (বিজ্ঞান): কোনো বস্তুর মধ্য দিয়ে তড়িৎ, তাপ ইত্যাদির সঞ্চালন
উৎস:

0
Updated: 20 hours ago
A এবং B দুই বন্ধু, S A - এর বোন, P B - এর ভাই। S এর মেয়ের ভাইয়ের পিতা P হলে P এবং S - এর সম্পর্ক কী?
Created: 2 days ago
A
স্বামী - স্ত্রী
B
বাবা - মা
C
ভাই - বোন
D
কোন সম্পর্ক নেই
- B এর ভাই হচ্ছে P
- A এর বোন হচ্ছে S
- S এর মেয়ের ভাইয়ের পিতা P, অর্থাৎ P হচ্ছে S এর স্বামী।
- P এবং S এর সম্পর্ক স্বামী - স্ত্রী।

0
Updated: 2 days ago
নিম্নোক্ত চিত্রে কতগুলো ছোট বর্গক্ষেত্র যোগ করলে একটি বৃহৎ বর্গক্ষেত্র পাওয়া যাবে?
Created: 1 week ago
A
৩ টি
B
৪ টি
C
৫ টি
D
৮ টি
প্রশ্ন: নিম্নোক্ত চিত্রে কতগুলো ছোট বর্গক্ষেত্র যোগ করলে একটি বৃহৎ বর্গক্ষেত্র পাওয়া যাবে?
সমাধান:
প্রদত্ত চিত্রে আরো ৫ টি বর্গক্ষেত্র যোগ করলে একটি বৃহৎ বর্গক্ষেত্র পাওয়া যাবে।
অর্থাৎ প্রশ্নে প্রদত্ত চিত্রে ১, ২, ৩, ৪, ৫ নং বর্গক্ষেত্রগুলো যোগ করা হলে একটি বৃহৎ বর্গ ক্ষেত্র ABCD পাওয়া যাবে।

0
Updated: 1 week ago
যদি PURPLE = RWTRNG হয় তাহলে ORANGE = ?
Created: 1 week ago
A
QTCPIG
B
QTBPIG
C
QTCQIG
D
QTCPIH
প্রশ্ন: যদি PURPLE = RWTRNG হয় তাহলে ORANGE = ?
সমাধান:
যদি PURPLE = RWTRNG হয় তাহলে ORANGE = QTCPIG
"PURPLE" শব্দটিতে, P = 16, U = 21, R = 18, P = 16, L = 12, E = 5
P = 16 , P = 16 , L = 12, E = 5
PURPLE শব্দটির প্রতিটি বর্ণের অবস্থানের সাথে (+ 2) যোগ করে,
P(16) + 2 = R(18)
U(21) + 2 = W(23)
R(18) + 2 = T(20)
P(16) + 2 = R(18)
L(12) + 2 = N(14)
E(5) + 2 = G(7)
অর্থাৎ শব্দটি হবে RWTRNG
অনুরূপভাবে, ORANGE শব্দটিতে
O =15, R = 18, A = 1, N = 14, G = 7, E = 5
ORANGE শব্দটির প্রতিটি বর্ণের অবস্থানের সাথে (+ 2) যোগ করে,
O(15) + 2 = 17 (Q)
R(18) + 2 = 20 (T)
A(1) + 2 = 3 (C)
N(14) + 2 = 16 (P)
G(7) + 2 = 9 (I)
E(5) + 2 =7 (G)
নির্ণেয় শব্দটি হবে = QTCPIG

0
Updated: 1 week ago