'Amicus Curiae' এর বাংলা পরিভাষা কোনটি?
A
শালীনতা
B
আদালতের বন্ধু
C
শিষ্টাচার
D
বিস্তার
উত্তরের বিবরণ
প্রশ্ন: 'Amicus Curiae' এর বাংলা পরিভাষা কোনটি?
সমাধান:
-
'Amicus Curiae' এর বাংলা পরিভাষা হলো আদালতের বন্ধু
অন্য পরিভাষাসমূহ:
-
'Etiquette': শিষ্টাচার
-
'Modesty': শালীনতা
-
'Amplitude': বিস্তার
উৎস:
0
Updated: 1 month ago
'X' চিত্রটি কোন চিত্রে লুকায়িত আছে?
Created: 1 month ago
A
1
B
2
C
3
D
4
প্রশ্ন: 'X' চিত্রটি কোন চিত্রে লুকায়িত আছে?
সমাধান:
X চিত্রটি ৩ নং চিত্রে লুকায়িত আছে।
0
Updated: 1 month ago
নিচের কোন বানানটি শুদ্ধ?
Created: 1 month ago
A
একান্নবত্তী
B
একান্নবর্তি
C
একান্নবর্তী
D
একান্নবর্ত্তী
নিচের বানানটির মধ্যে শুদ্ধটি হলো একান্নবর্তী। এটি বোঝায় এমন পরিবার বা গোষ্ঠী যা একসাথে আহার-সভার ব্যবস্থা এবং বসবাসের মাধ্যমে যৌথভাবে জীবন যাপন করে, অর্থাৎ যৌথ পরিবার।
-
শব্দের অর্থ: একসাথে আহার ও বসবাস করে এমন পরিবার বা যৌথ পরিবার
0
Updated: 1 month ago
ঘড়িতে ৩টা ২৫ মিনিট বাজলে ঘণ্টার ও মিনিটের কাঁটার মাঝে কত ডিগ্রি কোণ তৈরি হয়?
Created: 1 month ago
A
৪৫°
B
৬৫.৫°
C
৬২°
D
৪৭.৫°
প্রশ্ন: ঘড়িতে ৩টা ২৫ মিনিট বাজলে ঘণ্টার ও মিনিটের কাঁটার মাঝে কত ডিগ্রি কোণ তৈরি হয়?
সমাধান:
মধ্যবর্তী কোণ = ।(11M - 60H)/2। [এখানে, M = ২৫ মিনিট, H = ৩ ঘণ্টা ]
= ।(১১ × ২৫) - (৬০ × ৩)/২।
= ।২৭৫ - ১৮০/২।
= ৯৫/২
= ৪৭.৫°
0
Updated: 1 month ago