প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
A
189
B
206
C
225
D
216
উত্তরের বিবরণ
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
সমাধান:
এখানে,
১ম কলাম = (5)2 + (2)2 + (3)2 = 25 + 4 + 9 = 38
২য় কলাম = (6)2 + (4)2 + (7)2 = 36 + 16 + 49 = 101
একই ভাবে,
৩য় কলাম = (7)2 + (6)2 + (11)2 = 49 + 36 + 121 = 206
0
Updated: 1 month ago
নিচের কোনটি ভিন্ন?
Created: 1 month ago
A
A
B
B
C
C
D
D
প্রশ্ন: নিচের কোনটি ভিন্ন?
সমাধান:
"C" ব্যতীত বাকি সবগুলোর ভেতর ও বাহিরের জ্যামিতিক গঠন একই।
"A" চিত্রে - ভেতরেও বৃত্ত এবং বাহিরেও বৃত্ত।
"B" চিত্রে - ভেতরেও বর্গ এবং বাহিরেও বর্গ।
"D" চিত্রে - ভেতরেও আয়ত এবং বাহিরেও আয়ত।
কিন্তু, "C" চিত্রে - ভেতরে বৃত্ত এবং বাহিরে আয়ত।
সুতরাং, "C" ভিন্ন
0
Updated: 1 month ago
প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
Created: 1 month ago
A
15
B
22
C
27
D
12
প্রশ্ন: প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
সমাধান:
১ম চিত্রে, (32 + 18)/10 = 5
২য় চিত্রে = (28 + 17)/3 = 15
৩য় চিত্রে, (30 + 26)/14 = 4
∴ প্রশ্নবোধক চিহ্নিত স্থানে 15 বসবে।
0
Updated: 1 month ago
যদি ট × G = ৭৭ হয় তবে জ × E = নিচের কোনটি?
Created: 1 month ago
A
৪২
B
৩৬
C
৬৬
D
৪০
প্রশ্ন: যদি ট × G = ৭৭ হয় তবে জ × E = নিচের কোনটি?
সমাধান:
বাংলা ব্যাঞ্জন বর্ণ ট এর অবস্থানগত মান = ১১
ইংরেজি বর্ণমালা G এর অবস্থানগত মান = ৭
ট × G = ১১ × ৭ = ৭৭
একইভাবে,
জ × E = ৮ × ৫ = ৪০
0
Updated: 1 month ago